ETV Bharat / state

Sujan Chakraborty: দুয়ারে রেশন নয়, দুয়ারে এখন বন্যা আর দুর্গতি : সুজন চক্রবর্তী - সুজন চক্রবর্তীর সাম্প্রতিক খবর

দুয়ারে রেশন নয়, দুয়ারে এখন বন্যা আর দুর্গতি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে এই ভাষাতেই বিঁধলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷

sujan chakraborty criticised mamata banerjee's govt in bengal
দুয়ারে রেশন নয়, দুয়ারে এখন বন্যা আর দুর্গতি: সুজন চক্রবর্তী
author img

By

Published : Oct 20, 2021, 2:07 PM IST

কলকাতা, 20 অক্টোবর : দুয়ারে সরকার, দুয়ারে রেশন কোথায় ? এখন দুয়ারে বন্যার জল, দুয়ারে দুর্গতি - এ ভাবেই রাজ্য সরকারকে সমালোচনায় বিঁধলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তাঁর মতে, বিভিন্ন প্রকল্পের নানা নামকরণ করে রাজ্য সরকার জনগণের সঙ্গে তঞ্চকতা করে চলেছে ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে তুলোধোনা করে সুজন চক্রবর্তী বলেন, "রাজ্যের সরকার যিনি চালনা করছেন, তিনি দুয়ারে রেশন দেওয়ার কথা বলেছিলেন । আজ পর্যন্ত দুয়ারে রেশন দেওয়ার ব্যবস্থা সরকার করতে পারল না । দুয়ারে রেশন একটি ব্যর্থ প্রকল্প । সরকার যদি কোনও কথা বলে, তা রক্ষা করতে হয় । সরকার বলবে অথচ করবে না । মানুষের সঙ্গে তঞ্চকতা করবে । দুয়ারে রেশন পরিচালনা করতে কী ব্যবস্থা করা দরকার তা সরকারকে দেখতে হবে । অবিলম্বে তা করতে হবে । না-হলে বাসের মতো হবে । বাসের ভাড়া বাড়াচ্ছে না সরকার । অথচ বাসের ভাড়া দ্বিগুণ গুনতে হচ্ছে জনগণকে । একটা ব্যর্থ সরকার, ভাষণবাজি করে চলেছে ৷"

আরও পড়ুন: Bangladesh Violance : বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সামিল বাঁকুড়ার গ্রামের মানুষরা

লক্ষ্মী পুজোর আগে বাজার আগুন নিয়েও এ দিন সরকারের সমালোচনায় মুখর হন সুজন ৷ ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ে তিনি বলেন, "বাজারে প্রতিটি জিনিসের দাম আকাশছোঁয়া । আমরা চিঠি দিয়ে ঊর্ধ্বমুখী বাজারের কথা সরকারকে বলেছি । বাজার মূল্য নিয়ে রাজ্য সরকারের অবস্থান দেখে মনে হচ্ছে, তারা একটা বোবার ভূমিকা পালন করছে । টাস্ক ফোর্স করেছে । তারা বাজারে গেলে পরের দিন দাম বেড়ে যায় । টাস্কফোর্স নিয়ে কার্যত প্রতারণা চলছে । মানুষের উপার্জন কমছে, খরচ বাড়ছে । সরকার বলে বস্তু পশ্চিমবঙ্গে নেই ।"

শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য

আরও পড়ুন: Rain In Darjeeling : তিস্তার জলে ডুবল জাতীয় সড়ক, আলগাড়ায় মৃত 1 ; বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়

বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার এ দিন তীব্র নিন্দা করেছেন সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন, "বামপন্থীরা ওপার বাংলায় পথে নেমে প্রতিবাদ করছেন । এপার বাংলাতেও প্রতিবাদে তারা সামিল হয়েছেন । রাজ্য সরকার এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ৷ বাংলাদেশের এই ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা কতটা নেওয়া যাবে তার চেষ্টায় রয়েছে আরএসএস ও বিজেপি । বিরোধী দলনেতার কথায় পরিষ্কার হয়ে গিয়েছে বিষয়টি । তিনি বলছেন, বাংলাদেশের ঘটনা তাঁদের ভোট বাড়াতে সাহায্য করবে । বাংলাদেশের ঘটনাকে যেভাবে ভোটের নিরিখে কেন্দ্র এবং এই রাজ্যের সরকার দেখতে চাইছে, তা জঘন্য অপরাধ । মৌলবাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে । সেটা এপার হোক বা ওপারের ঘটনা ।"

আরও পড়ুন: Hiran Chatterjee : "একত্রিত হয়ে লড়তে হবে", বাংলাদেশের ঘটনার প্রতিবাদে খড়গপুরে মোমবাতি মিছিল হিরণের

কলকাতা, 20 অক্টোবর : দুয়ারে সরকার, দুয়ারে রেশন কোথায় ? এখন দুয়ারে বন্যার জল, দুয়ারে দুর্গতি - এ ভাবেই রাজ্য সরকারকে সমালোচনায় বিঁধলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তাঁর মতে, বিভিন্ন প্রকল্পের নানা নামকরণ করে রাজ্য সরকার জনগণের সঙ্গে তঞ্চকতা করে চলেছে ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে তুলোধোনা করে সুজন চক্রবর্তী বলেন, "রাজ্যের সরকার যিনি চালনা করছেন, তিনি দুয়ারে রেশন দেওয়ার কথা বলেছিলেন । আজ পর্যন্ত দুয়ারে রেশন দেওয়ার ব্যবস্থা সরকার করতে পারল না । দুয়ারে রেশন একটি ব্যর্থ প্রকল্প । সরকার যদি কোনও কথা বলে, তা রক্ষা করতে হয় । সরকার বলবে অথচ করবে না । মানুষের সঙ্গে তঞ্চকতা করবে । দুয়ারে রেশন পরিচালনা করতে কী ব্যবস্থা করা দরকার তা সরকারকে দেখতে হবে । অবিলম্বে তা করতে হবে । না-হলে বাসের মতো হবে । বাসের ভাড়া বাড়াচ্ছে না সরকার । অথচ বাসের ভাড়া দ্বিগুণ গুনতে হচ্ছে জনগণকে । একটা ব্যর্থ সরকার, ভাষণবাজি করে চলেছে ৷"

আরও পড়ুন: Bangladesh Violance : বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সামিল বাঁকুড়ার গ্রামের মানুষরা

লক্ষ্মী পুজোর আগে বাজার আগুন নিয়েও এ দিন সরকারের সমালোচনায় মুখর হন সুজন ৷ ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ে তিনি বলেন, "বাজারে প্রতিটি জিনিসের দাম আকাশছোঁয়া । আমরা চিঠি দিয়ে ঊর্ধ্বমুখী বাজারের কথা সরকারকে বলেছি । বাজার মূল্য নিয়ে রাজ্য সরকারের অবস্থান দেখে মনে হচ্ছে, তারা একটা বোবার ভূমিকা পালন করছে । টাস্ক ফোর্স করেছে । তারা বাজারে গেলে পরের দিন দাম বেড়ে যায় । টাস্কফোর্স নিয়ে কার্যত প্রতারণা চলছে । মানুষের উপার্জন কমছে, খরচ বাড়ছে । সরকার বলে বস্তু পশ্চিমবঙ্গে নেই ।"

শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য

আরও পড়ুন: Rain In Darjeeling : তিস্তার জলে ডুবল জাতীয় সড়ক, আলগাড়ায় মৃত 1 ; বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়

বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার এ দিন তীব্র নিন্দা করেছেন সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন, "বামপন্থীরা ওপার বাংলায় পথে নেমে প্রতিবাদ করছেন । এপার বাংলাতেও প্রতিবাদে তারা সামিল হয়েছেন । রাজ্য সরকার এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ৷ বাংলাদেশের এই ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা কতটা নেওয়া যাবে তার চেষ্টায় রয়েছে আরএসএস ও বিজেপি । বিরোধী দলনেতার কথায় পরিষ্কার হয়ে গিয়েছে বিষয়টি । তিনি বলছেন, বাংলাদেশের ঘটনা তাঁদের ভোট বাড়াতে সাহায্য করবে । বাংলাদেশের ঘটনাকে যেভাবে ভোটের নিরিখে কেন্দ্র এবং এই রাজ্যের সরকার দেখতে চাইছে, তা জঘন্য অপরাধ । মৌলবাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে । সেটা এপার হোক বা ওপারের ঘটনা ।"

আরও পড়ুন: Hiran Chatterjee : "একত্রিত হয়ে লড়তে হবে", বাংলাদেশের ঘটনার প্রতিবাদে খড়গপুরে মোমবাতি মিছিল হিরণের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.