কলকাতা, 3 সেপ্টেম্বর: রাজ্য সরকারের কাছে 2 কোটি টাকা অনুদানের আবেদন করল স্টুডেন্টস হেলথ হোম । শনিবার ছিল স্টুডেন্টস হেলথ হোমের 72 তম প্রতিষ্ঠা দিবস ৷ বিশেষ দিনটি উপলক্ষে বেশ কিছু নতুন পদক্ষেপ নেয় তারা । এদিন 30 জন বস্তিবাসী দরিদ্র পরিবারের শিশুকে দাঁতের পরীক্ষা করা হয় বিনামূল্যে। তবে তার পাশাপাশি ফের সরকারি অনুদানের আবেদনও তুলে ধরল স্টুডেন্ট হেলথ হোম।
প্রায় 34 বছর ধরে এই হোমকে চালিয়ে নিয়ে গিয়েছে বামফ্রন্ট সরকার । তবে তৃণমূল সরকার আসার পরেই ব্রাত্য থেকে যায় তাঁদের অনুদান, আক্ষেপের সুর হোমের সদস্যদের মুখে । বন্ধ হয়ে যায় সরকারি অনুদানও । যাতে বেশ সমস্যায় পড়েছেন স্টুডেন্টস হেলথ হোমের সদস্যরা । তাই হোমের বাৎসরিক সরকারি সাহায্য হিসাবে নূন্যতম 2 কোটি টাকা আবেদন করেছেন তাঁরা ।
আমজনতাকে স্বল্পমূল্যে উন্নতমানের চিকিৎসা দিয়ে থাকে এই স্টুডেন্টস হেলথ হোম। এই হোম শুরু হয় ছাত্র-ছাত্রীদের হাত ধরে। তবে স্টুডেন্টস হেলথ হোমের পক্ষে সাধারণ সম্পাদক চিকিৎসক পবিত্র গোস্বামী বলেন, "করোনার আগে প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল এই স্টুডেন্টস হেলথ হোম । দুর্নীতির অভিযোগে তদন্ত কমিশন তৈরি করে হঠাৎ বন্ধ করা হল হোমের সব সরকারি অনুদান ৷ যদিও সেই কমিশনের রিপোর্ট আর বেরোল না । অন্যদিকে বিদ্যালয়গুলির নির্বাচিত ম্যানেজিং কমিটি ভেঙে মনোনীত ব্যক্তিরা চেয়ারম্যান পদে আসীন হওয়ায় সদস্য সংগ্রহ হয়ে উঠল খুবই কঠিন । হোমের সংসার আর চলে না । এক অসহনীয় পরিস্থিতিতে কর্মীদের বেতন নিশ্চিত করতে কেন্দ্রীয় হোমের বাড়ির অংশ ভাড়ায় চলে গেল বাণিজ্যিক সংস্থার কাছে।"
তবে এরপর এই হোম আবারও ঘুরে দাঁড়ায় করোনা পরিস্থিতিতে। শুধুই ছাত্র-ছাত্রীরা নয়, এই হোমে যোগ দেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা । যোগ দেন একশোরও বেশি চিকিৎসকও। ওই সময় থেকেই ফের নিজের জায়গায় ফিরে আসে স্টুডেন্টস হেলথ হোম । শুরু হয় উন্নতমানের চিকিৎসা। সাধারণ মানুষের চিকিৎসায় নায্য মূল্যে করা হয় ওপিডি, এসি/ নন এসি বেডে ভরতির ব্যবস্থা। রয়েছে পেন ম্যানেজমেন্ট, ক্যানসার কেয়ার ।
আরও পড়ুন: ন্যায্যমূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম
সম্প্রতি চালু হয়েছে আইসিইউ ইউনিট । একমাত্র হার্ট অ্যাটাক ও খুব বড় ব্রেন সার্জারি আর চোখের অপারেশন ছাড়া প্রায় সব রোগেরই চিকিৎসা এখন স্টুডেন্ট হেলথ হোমে সম্ভব । চলছে বিভিন্ন মেডিক্লেম চালু করার প্রস্তুতিও । নিম্ন ও মধ্যবিত্ত তো বটেই এমনকি ধনী মানুষেরাও চিকিৎসার জন্য এখন এই হোমকে বেছে নেয় । তবে সরকার যদি ফের অনুদান শুরু করে তাহলে আরও উন্নত হতে পারবে তাঁরা বলেই মত হোমের সদস্যদের ।