ETV Bharat / state

মাস্ক ছাড়া মেট্রোয় চড়লে কড়া পদক্ষেপ - মাস্ক ছাড়া মেট্রোতে প্রবেশ নিষিদ্ধ

বারবার সতর্ক করা সত্ত্বেও যাত্রীদের মাস্ক ছাড়াই মেট্রোতে যাতায়াত করতে দেখা যাচ্ছে ৷ এবার বিষয়টি নিয়ে কড়াকড়ি করতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মানা হলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

মাস্ক ছাড়া মেট্রোতে প্রবেশ করলে কড়া পদক্ষেপের নির্দেশ মেট্রোরেল কর্তৃপক্ষের
মাস্ক ছাড়া মেট্রোতে প্রবেশ করলে কড়া পদক্ষেপের নির্দেশ মেট্রোরেল কর্তৃপক্ষের
author img

By

Published : Mar 18, 2021, 1:15 PM IST

কলকাতা, 18 মার্চ : মাস্ক না পরে মেট্রোয় কোনওভাবে প্রবেশ করা যাবে না ৷ যদি কোনও যাত্রী মাস্ক ছাড়া মেট্রোয় ওঠেন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে সাফ জানিয়ে দিল মেট্রোরেল কর্তৃপক্ষ ।

দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর মেট্রো পরিষেবা চালু হয়েছে । পরিষেবা চালু হওয়ার সময় যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি করা হয়েছিল তাতে একগুচ্ছ স্বাস্থ্যবিধির কথা বলা হয় ৷ সেই নিয়মগুলির মধ্যে অন্যতম ছিল মেট্রোয় চলাচল করার সময় মাস্ক পরা বাধ্যতামূলক । পাশাপাশি, করোনা আবহে পুনরায় পরিষেবা চালু করতে আরও কয়েকটি স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয় । এমনকি, শহরের বিভিন্ন জায়গা ও মেট্রো স্টেশন চত্বরে পোস্টার লাগিয়ে জনসাধারণকে সচেতন করা হয় ।

তবে বাস্তব চিত্রটা অন্যরকম । মেট্রোয় চলাচল করার সময় অনেক সময় দেখা গিয়েছে, অনেকের মুখেই কোনও মাস্ক নেই । মাইকিং ও পোস্টারের মাধ্যমে বারবার সচেতন করা সত্ত্বেও কোনও কাজ হয়নি । তাঁরা মাস্কের তোয়াক্কা না করেই ভিড়ের মধ্যে যাতায়াত করছেন । এদিকে, নতুন করে করোনা আতঙ্ক ছড়াচ্ছে । তাই এবার এই বিষয়ে কড়াকড়ি করল মেট্রোরেল কর্তৃপক্ষ । ইতিমধ্যে বিষয়টি নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ জমা পড়েছে ।

আরও পড়ুন, কৃষ্ণনগরে মুকুল, শিবপুরে রুদ্র ; বিজেপির বাকি 167-তে কারা ?

তাই এবার কড়াকড়ি করতে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মাস্ক ছাড়া মেট্রো স্টেশন চত্বরে প্রবেশ করা যাবে না । এমনকি, মাস্কহীন ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে ।

কলকাতা, 18 মার্চ : মাস্ক না পরে মেট্রোয় কোনওভাবে প্রবেশ করা যাবে না ৷ যদি কোনও যাত্রী মাস্ক ছাড়া মেট্রোয় ওঠেন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে সাফ জানিয়ে দিল মেট্রোরেল কর্তৃপক্ষ ।

দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর মেট্রো পরিষেবা চালু হয়েছে । পরিষেবা চালু হওয়ার সময় যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি করা হয়েছিল তাতে একগুচ্ছ স্বাস্থ্যবিধির কথা বলা হয় ৷ সেই নিয়মগুলির মধ্যে অন্যতম ছিল মেট্রোয় চলাচল করার সময় মাস্ক পরা বাধ্যতামূলক । পাশাপাশি, করোনা আবহে পুনরায় পরিষেবা চালু করতে আরও কয়েকটি স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয় । এমনকি, শহরের বিভিন্ন জায়গা ও মেট্রো স্টেশন চত্বরে পোস্টার লাগিয়ে জনসাধারণকে সচেতন করা হয় ।

তবে বাস্তব চিত্রটা অন্যরকম । মেট্রোয় চলাচল করার সময় অনেক সময় দেখা গিয়েছে, অনেকের মুখেই কোনও মাস্ক নেই । মাইকিং ও পোস্টারের মাধ্যমে বারবার সচেতন করা সত্ত্বেও কোনও কাজ হয়নি । তাঁরা মাস্কের তোয়াক্কা না করেই ভিড়ের মধ্যে যাতায়াত করছেন । এদিকে, নতুন করে করোনা আতঙ্ক ছড়াচ্ছে । তাই এবার এই বিষয়ে কড়াকড়ি করল মেট্রোরেল কর্তৃপক্ষ । ইতিমধ্যে বিষয়টি নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ জমা পড়েছে ।

আরও পড়ুন, কৃষ্ণনগরে মুকুল, শিবপুরে রুদ্র ; বিজেপির বাকি 167-তে কারা ?

তাই এবার কড়াকড়ি করতে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মাস্ক ছাড়া মেট্রো স্টেশন চত্বরে প্রবেশ করা যাবে না । এমনকি, মাস্কহীন ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.