ETV Bharat / state

স্বাস্থ্যকর্মীদের PPE নিয়ে অভিযোগের সুরাহায় পদক্ষেপ, চালু টোল ফ্রি নম্বর - corona virus news

মেডিকেল কলেজের চিকিৎসকদের একাংশ অভিযোগ করেছিল, PPE-র বদলে সস্তার রেইনকোট দেওয়া হচ্ছে তাঁদের । যা পরে কোরোনা রোগীর চিকিৎসা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাছাড়া নিম্নমানের গ্লাভস দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে ।

ছবি
ছবি
author img

By

Published : May 9, 2020, 8:55 PM IST

কলকাতা, 9 মে : বহুদিন ধরেই অভিযোগ উঠছে । প্রশ্ন উঠছে, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে । রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের অভিযোগ, তাঁদের পর্যাপ্ত PPE দেওয়া হচ্ছে না। যে গ্লাভস দেওয়া হচ্ছে তা নিম্নমানের । অভাব রয়েছে হ্যান্ড স্যানিটাইজ়ারেরও। এভাবে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের দিন দিন ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এবার এই অভিযোগের সুরাহা করার জন্য রাজ্য সরকারের তরফে চালু করা হলো টোল ফ্রি নম্বর। জানিয়ে দেওয়া হল, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা রাজ্যের অগ্রাধিকার।

দিন কয়েক আগেই মেডিকেল কলেজে অভিযোগ উঠেছিল PPE-র বদলে সস্তার রেইনকোট দেওয়া হচ্ছে । যা পরে কোরোনা রোগীর চিকিৎসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ ওই রেইনকোটে গলা ও কোমরের কাছে হাওয়া ঢোকার জায়গা আছে। সস্তার গ্লাভস দেওয়ার অভিযোগও উঠেছিল। তারপর পর্যাপ্ত PPE সরবরাহ নিয়েও সরব চিকিৎসদের একাংশ । এর মাঝেই রাজ্যে কয়েকজন চিকিৎসকের কোরোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসে । এর জেরে চরম অস্বস্তিতে পড়ে সরকার ।

image
নির্দেশিকা

এপ্রসঙ্গে রাজ্যের বক্তব্য, "আগেই এই সংক্রান্ত অভিযোগের সুরাহা করা হয়েছে । তারপরও অভিযোগ উঠছে । তবে রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখছে। সমস্ত সুরক্ষা সামগ্রী সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। তারপরও এই সম্পর্কিত যদি কোনও অভিযোগ থাকে, তাহলে টোল ফ্রি নম্বরে জানাতে হবে । নম্বর 1800 120 444 222 এই । অভিযোগ জানানোর সময় সকাল 8 টা থেকে রাত 8 টা পর্যন্ত । এই হেল্পলাইন নম্বর শুধুমাত্র চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য। যদি কোনও সাজেশন থাকে, তাও জানানো যাবে এই নম্বরে।

কলকাতা, 9 মে : বহুদিন ধরেই অভিযোগ উঠছে । প্রশ্ন উঠছে, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে । রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের অভিযোগ, তাঁদের পর্যাপ্ত PPE দেওয়া হচ্ছে না। যে গ্লাভস দেওয়া হচ্ছে তা নিম্নমানের । অভাব রয়েছে হ্যান্ড স্যানিটাইজ়ারেরও। এভাবে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের দিন দিন ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এবার এই অভিযোগের সুরাহা করার জন্য রাজ্য সরকারের তরফে চালু করা হলো টোল ফ্রি নম্বর। জানিয়ে দেওয়া হল, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা রাজ্যের অগ্রাধিকার।

দিন কয়েক আগেই মেডিকেল কলেজে অভিযোগ উঠেছিল PPE-র বদলে সস্তার রেইনকোট দেওয়া হচ্ছে । যা পরে কোরোনা রোগীর চিকিৎসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ ওই রেইনকোটে গলা ও কোমরের কাছে হাওয়া ঢোকার জায়গা আছে। সস্তার গ্লাভস দেওয়ার অভিযোগও উঠেছিল। তারপর পর্যাপ্ত PPE সরবরাহ নিয়েও সরব চিকিৎসদের একাংশ । এর মাঝেই রাজ্যে কয়েকজন চিকিৎসকের কোরোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসে । এর জেরে চরম অস্বস্তিতে পড়ে সরকার ।

image
নির্দেশিকা

এপ্রসঙ্গে রাজ্যের বক্তব্য, "আগেই এই সংক্রান্ত অভিযোগের সুরাহা করা হয়েছে । তারপরও অভিযোগ উঠছে । তবে রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখছে। সমস্ত সুরক্ষা সামগ্রী সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। তারপরও এই সম্পর্কিত যদি কোনও অভিযোগ থাকে, তাহলে টোল ফ্রি নম্বরে জানাতে হবে । নম্বর 1800 120 444 222 এই । অভিযোগ জানানোর সময় সকাল 8 টা থেকে রাত 8 টা পর্যন্ত । এই হেল্পলাইন নম্বর শুধুমাত্র চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য। যদি কোনও সাজেশন থাকে, তাও জানানো যাবে এই নম্বরে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.