কলকাতা, 8 জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচনে আদালতের নির্দেশ অবমাননার ঘটনায় হাইকোর্টে ক্ষমাও চাইতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আদালতে তেমনই ইঙ্গিত দিলেন কমিশনের আইনজীবী।
সোমবার আদালত অবমাননার মামলায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা হলফনামা জমা দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এদিন নির্বাচন কমিশনের আইনজীবী সোনাল সিনহা আদালতে হলফনামার কপি জমা দেওয়ার পর তাঁর উদ্দেশে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, "আপনারা নিশ্চয় আদালতের নির্দেশ সব পালন করেছেন এই কথাই বলবেন ?" যার উত্তরে নির্বাচন কমিশনের আইনজীবী কার্যত হাসতে হাসতে বলেন, "আমরা তো ক্ষমাও চাইতে পারি !"
এজলাসে কমিশনের আইনজীবীর উত্তর শুনে প্রধান বিচারপতি বলেন, "এই হলফনামার কপি কেন্দ্রের সলিসিটর জেনারেলকে দিতে হবে।" পাশাপাশি মামলাকারী শুভেন্দু অধিকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তীর উত্তরের পালটা হলফনামা দেওয়ার জন্য সময় চাইলেন চার সপ্তাহ । আগামী 23 ফেব্রুয়ারি এই বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
উল্লেখ্য, 2023-এর রাজ্য পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা-সহ ভোট করানোর পাশাপাশি একাধিক বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। কিন্তু ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিস্তর অভিযোগ করে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিশেষত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী হাইকোর্টের নির্দেশ পালন করা হয়নি বলে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের বক্তব্য জানতে চেয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই বক্তব্য হলফনামা আকারে জমা দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার।
আরও পড়ুন: