ETV Bharat / state

আফ্রিকায় শিশুদের সঙ্গে জন্মদিন কাটালেন দিলীপ ঘোষ

author img

By

Published : Aug 2, 2019, 5:53 PM IST

গাম্বিয়ায় জন্মদিন কাটালেন দিলীপ ঘোষ । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরসঙ্গী হয়ে আফ্রিকা গিয়েছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ । সেখানে শিশু ও প্রবীণদের সঙ্গে জন্মদিন কাটালেন তিনি ।

দিলীপ ঘোষ

কলকাতা, 2 অগাস্ট : পয়লা অগাস্ট 55 পেরিয়ে 56 ছুঁয়েছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ প্রতিবছর এই দিনটা একটু আলাদা ভাবেই কাটান দিলীপবাবু ৷ এবার জন্মদিনটা কাটালেন একেবারে অন্য মহাদেশে ৷

আফ্রিকায় শিশুদের মাঝে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরসঙ্গী হয়েছেন দিলীপবাবু ৷ 28 জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে আফ্রিকা গেছেন দিলীপবাবু ৷ বেনিন, গাম্বিয়া ও গায়ানা সফর শেষ করে রবিবার দেশে ফিরবেন তিনি৷

বেনিন সফর শেষে রাষ্ট্রপতি এখন রয়েছেন গাম্বিয়াতে ৷ দিলীপবাবুও সেখানেই রয়েছেন ৷ গতকাল সেখানেই শিশুদের মাঝে নিজের জন্মদিন পালন করেন দিলীপবাবু । কেক কেটে নিজের হাতে তাদের খাইয়ে দেন তিনি ৷


প্রতি বছরই শিশু ও প্রবীণদের মাঝেই জন্মদিনটা কাটাতে ভালোবাসেন দিলীপবাবু। তিনি নিজেই জানিয়েছিলেন, রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার নিজের জন্মদিন পালন করেছিলেন মেদিনীপুরে ৷ সেদিন মায়ের হাতে পায়েস খেয়েছিলেন ৷ আশীর্বাদ করে মা তাঁকে ৫০০ টাকার একটি নোট দিয়েছিলেন । সেই নোট আজও যত্ন সহকারে রেখে দিয়েছেন দিলীপবাবু ৷

দিলীপ ঘোষ বলেন, "রাষ্ট্রপতির সফরসঙ্গী হয়ে ২৮ জুলাই আফ্রিকায় এসেছি । এখানকার শিশুদের অপুষ্টিজনিত সমস্যা আছে । তাঁদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগলো । "

কলকাতা, 2 অগাস্ট : পয়লা অগাস্ট 55 পেরিয়ে 56 ছুঁয়েছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ প্রতিবছর এই দিনটা একটু আলাদা ভাবেই কাটান দিলীপবাবু ৷ এবার জন্মদিনটা কাটালেন একেবারে অন্য মহাদেশে ৷

আফ্রিকায় শিশুদের মাঝে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরসঙ্গী হয়েছেন দিলীপবাবু ৷ 28 জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে আফ্রিকা গেছেন দিলীপবাবু ৷ বেনিন, গাম্বিয়া ও গায়ানা সফর শেষ করে রবিবার দেশে ফিরবেন তিনি৷

বেনিন সফর শেষে রাষ্ট্রপতি এখন রয়েছেন গাম্বিয়াতে ৷ দিলীপবাবুও সেখানেই রয়েছেন ৷ গতকাল সেখানেই শিশুদের মাঝে নিজের জন্মদিন পালন করেন দিলীপবাবু । কেক কেটে নিজের হাতে তাদের খাইয়ে দেন তিনি ৷


প্রতি বছরই শিশু ও প্রবীণদের মাঝেই জন্মদিনটা কাটাতে ভালোবাসেন দিলীপবাবু। তিনি নিজেই জানিয়েছিলেন, রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার নিজের জন্মদিন পালন করেছিলেন মেদিনীপুরে ৷ সেদিন মায়ের হাতে পায়েস খেয়েছিলেন ৷ আশীর্বাদ করে মা তাঁকে ৫০০ টাকার একটি নোট দিয়েছিলেন । সেই নোট আজও যত্ন সহকারে রেখে দিয়েছেন দিলীপবাবু ৷

দিলীপ ঘোষ বলেন, "রাষ্ট্রপতির সফরসঙ্গী হয়ে ২৮ জুলাই আফ্রিকায় এসেছি । এখানকার শিশুদের অপুষ্টিজনিত সমস্যা আছে । তাঁদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগলো । "

Intro:02-08-19



সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: আফ্রিকায় শিশুদের মাঝে জন্মদিন পালন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ৫৫ বছর পার করলেন মেদনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তবে এবারের জন্মদিন টা একটু অন্যরকম ছিলো। বৃহস্পতিবার পশ্চিম আফ্রিকার গ্রাম্বিয়াতে শিশুদের মাঝে নিজের জন্মদিন পালন করলেন। নিজের হাতে কেক কেটে তাদের খাইয়ে দিলেন। বাদ পড়েন নি প্রবীনরাও। ৮০ বছরের বৃদ্ধাকে কেক খাওয়ালেন দিলীপ ঘোষ।




রাজনীতির ময়দানে কঠোর লড়াকু এই মানুষটির মধ্যে একটা আবেকপূন। অবশ্য প্রতি বছরই শিশু ও প্রবীনদের মধ্যে জন্মদিনটা কাটাতে বেশী ভালোবাসেন দিলীপ ঘোষ। সে কলকাতাতেই থাকুন বা মেদনীপুরে থাকুন। নিজের মুখেই দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার নিজের জন্মদিন পালন করেছিলেন নিজের ভিটেতে। মায়ের হাতে পায়েশ খেয়েছিলেন দিলীপ। মা তাকে আশীর্বাদ সরূপ ৫০০ টাকার একটা নোট দিয়েছিলেন। সেই টাকা আজও স্বযন্তে রেখেছেন দিলীপ। সেই টাকা খরচ করেনে নি। সুভাষ সরবর সংলগ্ন এলাকায় থাকার সময় কচিকাঁচাদের সাঙ্গে খেলাধূলা করে। তাদের নিজের হাতে মিষ্টি খাইয়ে জন্মদিন পালন করতেও দেখা গিয়েছে।

দিলীপ ঘোষ বলেন, " রাষ্ট্রপতির সঙ্গে সফর সূচিতে আগামী ২৮ জুলাই আমি আফ্রিকা এসেছি। এখানকার শিশুরা অপুষ্টজনিত বেশ কিছু সমস্যা আছে। তাই তাদের সঙ্গে জন্মদিনের আনন্দো ভাগ করে নিতে পেরে খুব ভালোই লাগলো। "


বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ২৮ জুলাই আফ্রিকা সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বেনিন, গাম্বিয়া ও গায়ানা সফর সূচিতে যান তিনি। ৪ আগষ্ট তার কলকাতায় ফেরার কথা আছে।Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.