ETV Bharat / state

বিধানসভার চলতি অধিবেশনে সাসপেন্ড দুলাল বর, কাল থেকে বসছেন ধরনায়

author img

By

Published : Sep 3, 2019, 4:58 PM IST

রাজ্যের আইন ব্যবস্থার খারাপ অবস্থার কথা বিধানসভায় অধ্যক্ষের সামনে জানিয়েছিলেন দুলাল বর ৷ এই বিষয়টি বলার সময়েই শাসক দলের বিধায়করা ক্ষোভ প্রকাশ করতে থাকেন । অধিবেশন কক্ষে চরম বিশৃঙ্খলা তৈরি হয় । এরপর সভা চলাকালীন অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান BJP বিধায়করা । দুলাল বরকে পুরো সেশনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ ।

Dulal Bar

কলকাতা, 3 সেপ্টেম্বর : গত 1 সেপ্টেম্বর বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন বিধায়ক দুলাল বর ৷ পর পর দুই দিন তাঁর আচরণে আপত্তি প্রকাশ করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এবার বিধানসভার পুরো সেশনের জন্য তাঁকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । BJP-এর সদস্য দুলাল বর এর আগে কংগ্রেসের সদস্য ছিলেন ৷

দেখে নিন ভিডিও

তাঁর অভিযোগ , রবিবার ভোরে বাসন্তীতে 5 বছরের শিশু কন্যার সামনে তার মাকে ধর্ষণ করে খুন করা হয় । গতকাল বিধানসভায় দুলাল বর এই ঘটনাটির কথাই অধ্যক্ষের সামনে বলেন ৷ তিনি আরও জানান, তৃণমূলের সদস্যরাই এই কাজটি করেছে ৷ তারপরও তারা কোনো শাস্তি পায়নি ৷ রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ রাজ্যের আইন ব্যবস্থার এমন খারাপ অবস্থার কথা বিধানসভায় অধ্যক্ষের সামনে জানিয়েছিলেন দুলাল বর ৷ এই বিষয়টি বলার সময়েই শাসক দলের বিধায়করা ক্ষোভ প্রকাশ করতে থাকেন । অধিবেশন কক্ষে চরম বিশৃঙ্খলা তৈরি হয় । এরপর সভা চলাকালীন অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান BJP বিধায়করা । দুলাল বরকে সম্পূর্ণ সেশনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ ।

এর আগে, বিধায়ক বিশ্বজিত দাসের উপর হামলা হওয়ার কারণে 1 সেপ্টেম্বর বিধানসভায় প্রতিবাদ জানিয়েছিলেন দুলাল বর । বিধানসভার অধ্যক্ষ বিষয়টি আলোচনা করতে নিষেধ করেছিলেন । অধ্যক্ষের কথা অমান্য করায় একদিনের জন্য সাসপেন্ড হয়েছিলেন দুলাল বর । গতকাল পুরো সেশন থেকে তাঁকে সাসপেন্ড করা হল ৷

কলকাতা, 3 সেপ্টেম্বর : গত 1 সেপ্টেম্বর বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন বিধায়ক দুলাল বর ৷ পর পর দুই দিন তাঁর আচরণে আপত্তি প্রকাশ করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এবার বিধানসভার পুরো সেশনের জন্য তাঁকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । BJP-এর সদস্য দুলাল বর এর আগে কংগ্রেসের সদস্য ছিলেন ৷

দেখে নিন ভিডিও

তাঁর অভিযোগ , রবিবার ভোরে বাসন্তীতে 5 বছরের শিশু কন্যার সামনে তার মাকে ধর্ষণ করে খুন করা হয় । গতকাল বিধানসভায় দুলাল বর এই ঘটনাটির কথাই অধ্যক্ষের সামনে বলেন ৷ তিনি আরও জানান, তৃণমূলের সদস্যরাই এই কাজটি করেছে ৷ তারপরও তারা কোনো শাস্তি পায়নি ৷ রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ রাজ্যের আইন ব্যবস্থার এমন খারাপ অবস্থার কথা বিধানসভায় অধ্যক্ষের সামনে জানিয়েছিলেন দুলাল বর ৷ এই বিষয়টি বলার সময়েই শাসক দলের বিধায়করা ক্ষোভ প্রকাশ করতে থাকেন । অধিবেশন কক্ষে চরম বিশৃঙ্খলা তৈরি হয় । এরপর সভা চলাকালীন অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান BJP বিধায়করা । দুলাল বরকে সম্পূর্ণ সেশনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ ।

এর আগে, বিধায়ক বিশ্বজিত দাসের উপর হামলা হওয়ার কারণে 1 সেপ্টেম্বর বিধানসভায় প্রতিবাদ জানিয়েছিলেন দুলাল বর । বিধানসভার অধ্যক্ষ বিষয়টি আলোচনা করতে নিষেধ করেছিলেন । অধ্যক্ষের কথা অমান্য করায় একদিনের জন্য সাসপেন্ড হয়েছিলেন দুলাল বর । গতকাল পুরো সেশন থেকে তাঁকে সাসপেন্ড করা হল ৷

Intro:গোটা সেশনের জন্য সাসপেন্ড বিধায়ক : কাল থেকে বিধানসভার সামনে ধর্নায় বসবেন দুলাল বর

কলকাতা, ২ সেপ্টেম্বর: গতকাল একদিনের জন্য সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ। পর পর দুদিনের আচরণে ক্ষুব্ধ হয়ে আজ দলত্যাগী কংগ্রেস বিধায়ক দুলাল বরকে বিধানসভার সম্পূর্ণ সেশনের জন্য সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে আগামী কাল থেকে বিধানসভার মূল ফটকের সামনে ধর্নায় বসবেন বলে ইটিভি ভারতকে জানান বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক দুলাল বর। তিনি বলেন, অধিবেশন কক্ষে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় অভিযোগ তোলার কারণে সাসপেন্ড করা হয়েছে ।







Body:

রবিবার ভোরে বাসন্তীর চড়বিদ্যা হালদার পাড়ায় ৫ বছরের শিশু কন্যার সামনে তার মাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। আজ বিধানসভায় বিধায়ক দুলাল বর এই ঘটনাটি তুলে ধরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বোঝান। ঘটনাটি বলতে উঠলে শাসক দলের বিধায়করা সমস্বরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। অধিবেশন কক্ষে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এর পর অধিবেশনে কক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা। দুলাল বরকে গোটা সেশনের জন্য সাসপেন্ড করলেন অধ্যক্ষ । প্রসঙ্গত, তৃণমূল ত্যাগী বিধায়ক বিশ্বজিত দাসের ওপরে হামলা হওয়ার কারণে গতকাল বিধানসভায় প্রতিবাদ জানিয়েছিলেন দুলাল বর। বিধানসভার অধ্যক্ষ আগেই এই বিষয়টি তুলতে বারণ করেছিলেন। অধ্যক্ষের কথা অমান্য করে বিধানসভায় বিশ্বজিত দাসের ওপরে হামলার বিষয়টি তুলতে থাকেন দুলাল বর। এই কারণবশত গতকাল একদিনের জন্য সাসপেন্ড হয়েছিলেন দুলাল বর। আজ হলেন গোটা সেশনের জন্য সাসপেন্ড ।







Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.