ETV Bharat / state

Sourav seeks Firhad Help: বৃষ্টি হলেই জল জমে নতুন বাড়ির সামনে, সুরাহা চেয়ে মেয়রকে চিঠি মহারাজের

বেহালার বীরেন রায় রোডের বাড়ি থেকে শীঘ্রই কলকাতার লোয়ার রাউডন স্ট্রিটের বাড়িতে চলে যাবেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ সেই বাড়ির সামনে বর্ষায় জল জমে বলে অভিযোগ ৷ সেই কারণে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি লিখলেন তিনি (Sourav Ganguly seeks Firhad Hakim Help) ৷

Sourav seeks Firhad Help
Sourav seeks Firhad Help
author img

By

Published : Feb 3, 2023, 1:10 PM IST

Updated : Feb 3, 2023, 1:47 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: বর্ষায় একটু বৃষ্টিতেই বাড়ির সামনের রাস্তায় জমে যায় হাঁটুজল । বেশি বৃষ্টি হলে তো কথাই নেই । ভোগান্তির শেষ থাকে না । তাই পার্ক স্ট্রিট সংলগ্ন লোয়ার রাউডন স্ট্রিটে তাঁর নতুন কেনা বাড়ির সামনের রাস্তায় বর্ষার জমা জল নিয়ে উদ্বিগ্ন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । সেই কারণে এই সমস্যার কথা জানিয়ে এবার তিনি চিঠি দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে (Kolkata Mayor Firhad Hakim) ।

কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) সূত্রে জানা যাচ্ছে, 8/1 এ, লোয়ার রাউডন স্ট্রিট, এটাই হতে চলেছে মহারাজের নতুন ঠিকানা । গত বছর মে মাসে দামী ওই পুরনো বাংলো বাড়িটি কেনেন মহারাজ । দ্রুত নতুন বাড়ির সংস্কার করে সেখানে গৃহপ্রবেশ করবেন তিনি । কিন্তু ওই এলাকায় বৃষ্টিতে জল জমে ৷ তাই তিনি বসবাস শুরু করার সমস্যার মুখে পড়তে পারেন ৷ সেই কারণেই বর্ষার আগে জমা জলের সমস্যা মেটাতে মেয়রকে অনুরোধ জানিয়েছেন সৌরভ ।

Sourav Ganguly
লোয়ার রাউডন স্ট্রিটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন বাড়ি

গত 7 জানুয়ারি তিনি কলকাতার মেয়রের অফিসে একটি চিঠি পাঠিয়েছেন । চিঠিতে সৌরভ লিখেছেন, বাড়িটিতে তিনি আগামিদিনে বসবাস করবেন । তার জন্য সেখানে পরিকল্পনা মাফিক কিছু নির্মাণ শীঘ্রই শুরু হবে । বিল্ডিং প্ল্যানের অনুমোদন পেতে কয়েক দিনের মধ্যেই কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের কাছে আবেদন জানাবেন তিনি । ইতিমধ্যেই মিউটেশন-সহ কর মূল্যায়নের যাবতীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে ।

এর পর তিনি জল জমার প্রসঙ্গ টেনেছেন ৷ লিখেছেন, কিন্তু তিনি জানতে পেরেছেন বাড়ির সামনের রাস্তা-সহ সংলগ্ন পুরো চত্বরে বৃষ্টির সময় প্রচুর পরিমাণে জল জমে । যা ওই অঞ্চলের বাড়িগুলিকে ক্ষতিগ্রস্ত করছে । সেই সমস্যা সমাধান করতে কলকাতা পৌরনিগম যাতে পদক্ষেপ করে, তাই মেয়রের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চেয়েছেন বিসিসিআই (BCCI)-এর প্রাক্তন সভাপতি ।

Sourav seeks Firhad Help
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে লেখা সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিঠি

ওই চত্বরে যে বহুকাল ধরেই জল জমার সমস্যা রয়েছে, সে কথা মানছেন পৌরনিগমের (KMC) নিকাশি বিভাগের আধিকারিকরা । একটু বৃষ্টিতেই সেখানে প্রায় হাঁটু সমান জল জমে বলে জানা গিয়েছে । জল দাঁড়িয়েও থাকে দীর্ঘক্ষণ । গোটা চত্বরেই পুরনো ছোট নিকাশি নালা রয়েছে । ফলে নতুন করে সেখানে ভূগর্ভস্থ সংস্কারের প্রয়োজন আছে । ওখান থেকে নিকাশির জল সোজা শিয়ালদহের পামারবাজার পাম্পিং স্টেশনে যায় । ফলে স্বাভাবিকভাবেই জল নামতে যথেষ্ট সময় লাগে । কলকাতা পৌরনিগমের এক আধিকারিকের কথায়, মেয়রের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে । শীঘ্রই ওই অঞ্চল পরিদর্শনে যাবেন নিকাশি বিভাগের ইঞ্জিনিয়াররা । তারপর প্রয়োজনীয় পরিকল্পনামাফিক কাজ হবে ।

তবে বাড়ির সামনে জমা জলের অভিজ্ঞতা সৌরভের কাছে নতুন নয় ৷ বেহালার বীরেন রায় রোডের বাড়ির সামনেও জল জমার সমস্যা ছিল । তাই নতুন ঠিকানায় তিনি যে সেই সমস্যার সমাধান আগেই করতে চাইছেন, তা মেয়রকে পাঠানো চিঠি থেকেই স্পষ্ট ৷

আরও পড়ুন: 48 বছরের সম্পর্ক ছিন্ন করে নতুন ঠিকানায় প্রিন্স অফ ক্যালকাটা

কলকাতা, 3 ফেব্রুয়ারি: বর্ষায় একটু বৃষ্টিতেই বাড়ির সামনের রাস্তায় জমে যায় হাঁটুজল । বেশি বৃষ্টি হলে তো কথাই নেই । ভোগান্তির শেষ থাকে না । তাই পার্ক স্ট্রিট সংলগ্ন লোয়ার রাউডন স্ট্রিটে তাঁর নতুন কেনা বাড়ির সামনের রাস্তায় বর্ষার জমা জল নিয়ে উদ্বিগ্ন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । সেই কারণে এই সমস্যার কথা জানিয়ে এবার তিনি চিঠি দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে (Kolkata Mayor Firhad Hakim) ।

কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) সূত্রে জানা যাচ্ছে, 8/1 এ, লোয়ার রাউডন স্ট্রিট, এটাই হতে চলেছে মহারাজের নতুন ঠিকানা । গত বছর মে মাসে দামী ওই পুরনো বাংলো বাড়িটি কেনেন মহারাজ । দ্রুত নতুন বাড়ির সংস্কার করে সেখানে গৃহপ্রবেশ করবেন তিনি । কিন্তু ওই এলাকায় বৃষ্টিতে জল জমে ৷ তাই তিনি বসবাস শুরু করার সমস্যার মুখে পড়তে পারেন ৷ সেই কারণেই বর্ষার আগে জমা জলের সমস্যা মেটাতে মেয়রকে অনুরোধ জানিয়েছেন সৌরভ ।

Sourav Ganguly
লোয়ার রাউডন স্ট্রিটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন বাড়ি

গত 7 জানুয়ারি তিনি কলকাতার মেয়রের অফিসে একটি চিঠি পাঠিয়েছেন । চিঠিতে সৌরভ লিখেছেন, বাড়িটিতে তিনি আগামিদিনে বসবাস করবেন । তার জন্য সেখানে পরিকল্পনা মাফিক কিছু নির্মাণ শীঘ্রই শুরু হবে । বিল্ডিং প্ল্যানের অনুমোদন পেতে কয়েক দিনের মধ্যেই কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের কাছে আবেদন জানাবেন তিনি । ইতিমধ্যেই মিউটেশন-সহ কর মূল্যায়নের যাবতীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে ।

এর পর তিনি জল জমার প্রসঙ্গ টেনেছেন ৷ লিখেছেন, কিন্তু তিনি জানতে পেরেছেন বাড়ির সামনের রাস্তা-সহ সংলগ্ন পুরো চত্বরে বৃষ্টির সময় প্রচুর পরিমাণে জল জমে । যা ওই অঞ্চলের বাড়িগুলিকে ক্ষতিগ্রস্ত করছে । সেই সমস্যা সমাধান করতে কলকাতা পৌরনিগম যাতে পদক্ষেপ করে, তাই মেয়রের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চেয়েছেন বিসিসিআই (BCCI)-এর প্রাক্তন সভাপতি ।

Sourav seeks Firhad Help
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে লেখা সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিঠি

ওই চত্বরে যে বহুকাল ধরেই জল জমার সমস্যা রয়েছে, সে কথা মানছেন পৌরনিগমের (KMC) নিকাশি বিভাগের আধিকারিকরা । একটু বৃষ্টিতেই সেখানে প্রায় হাঁটু সমান জল জমে বলে জানা গিয়েছে । জল দাঁড়িয়েও থাকে দীর্ঘক্ষণ । গোটা চত্বরেই পুরনো ছোট নিকাশি নালা রয়েছে । ফলে নতুন করে সেখানে ভূগর্ভস্থ সংস্কারের প্রয়োজন আছে । ওখান থেকে নিকাশির জল সোজা শিয়ালদহের পামারবাজার পাম্পিং স্টেশনে যায় । ফলে স্বাভাবিকভাবেই জল নামতে যথেষ্ট সময় লাগে । কলকাতা পৌরনিগমের এক আধিকারিকের কথায়, মেয়রের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে । শীঘ্রই ওই অঞ্চল পরিদর্শনে যাবেন নিকাশি বিভাগের ইঞ্জিনিয়াররা । তারপর প্রয়োজনীয় পরিকল্পনামাফিক কাজ হবে ।

তবে বাড়ির সামনে জমা জলের অভিজ্ঞতা সৌরভের কাছে নতুন নয় ৷ বেহালার বীরেন রায় রোডের বাড়ির সামনেও জল জমার সমস্যা ছিল । তাই নতুন ঠিকানায় তিনি যে সেই সমস্যার সমাধান আগেই করতে চাইছেন, তা মেয়রকে পাঠানো চিঠি থেকেই স্পষ্ট ৷

আরও পড়ুন: 48 বছরের সম্পর্ক ছিন্ন করে নতুন ঠিকানায় প্রিন্স অফ ক্যালকাটা

Last Updated : Feb 3, 2023, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.