ETV Bharat / state

বাংলাদেশে আটকে 61টি ট্রাক, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সংগঠন

author img

By

Published : Apr 25, 2020, 9:26 PM IST

4 এপ্রিলে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে পাটবীজ নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন 61 জন ভারতীয় ট্রাকচালক । বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে সেদিনই পণ্য খালাস করে ফিরে আসার কথা ছিল তাঁদের । কিন্তু তাঁরা এখানেই আটকে যায় । বুড়িমারি স্থলবন্দরে ট্রাকগুলির মধ্যে এখন তাঁদের দিন কাটছে । এবার তাঁদের দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ট্রাক সংগঠন ৷

Kolkata
কলকাতা

কলকাতা 25 এপ্রিল : লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকে পড়া 61 জন ভারতীয় ট্রাকচালকদের দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ট্রাক সংগঠন ।

4 এপ্রিলে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে পাটবীজ নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন 61 জন ভারতীয় ট্রাকচালক । বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে সেদিনই পণ্য খালাস করে ফিরে আসার কথা ছিল তাঁদের । কিন্তু তাঁরা এখানেই আটকে যায় । বুড়িমারি স্থলবন্দরে ট্রাকগুলির মধ্যে এখন তাঁদের দিন কাটছে ।

চ্যাংড়াবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহম্মদ আব্দুল সামাদ বলেন , "সমস্ত প্রশাসনিক ও সরকারি নিয়ম মেনেই ওই পণ্যবাহী ট্রাকগুলি বাংলাদেশে গেছিল ৷ কাজ সেরে ফেরার সময় চ্যাংড়াবান্ধা চেক পোস্টের ওপারে তাঁদের আটকে দেওয়া হয় । তাঁদের পরিবারের সদস্যরা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন । অন্যদিকে , আটকে পড়া ট্রাকচালকরাও চূড়ান্ত দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন । আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে । পাশাপাশি , জেলা শাসকের কাছে আবেদন করা হয়েছে । আমরা চাই প্রশাসন দ্রুত তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুক ।"

শুনে নিন আটকে পড়া ট্রাক চালকদের বক্তব্য

এক ট্রাক চালক বলেন , "ভারত সীমান্ত থেকে আমরা মোটে 400 মিটারের দূরত্বে রয়েছি । আমার বাড়িতে আমার স্ত্রী ও দুই সন্তান একা রয়েছে । আমার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা । আমি কী করব বুঝতে পারছি না । রমজ়ান শুরু হয়ে গেছে ৷ আর আমরা চরম খারাপ অবস্থায় রয়েছি । আজ 23 দিন প্রায় এক কাপড়ে রয়েছি । সারাদিন এক বেলা খেয়ে রয়েছি । বন্দরের আশেপাশের মানুষের দয়ায় খাচ্ছি । তাঁরা মাঝে মধ্যে এসে আমাদের কিছু চাল-ডাল দিয়ে গেলে সেটাই কোনও মতে ফুটিয়ে পেট ভরাচ্ছি । "

আরকজন চালক মানব রায় বলেন , " আমার পেটে টিউমার । টাকার অভাবে এভাবেই কাজ করে চলেছি । পণ্য খালাস করে ফিরে যাওয়ার কথা ছিল আমাদের ৷ তাই সঙ্গে ওষুধ রাখিনি । আমি অসহ্য পেটের ব্যথায় রয়েছি । এই ব্যথা আমি আর সহ্য করতে পারছি না । এভাবে আরও থাকতে হলে আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে । "

কলকাতা 25 এপ্রিল : লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকে পড়া 61 জন ভারতীয় ট্রাকচালকদের দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ট্রাক সংগঠন ।

4 এপ্রিলে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে পাটবীজ নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন 61 জন ভারতীয় ট্রাকচালক । বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে সেদিনই পণ্য খালাস করে ফিরে আসার কথা ছিল তাঁদের । কিন্তু তাঁরা এখানেই আটকে যায় । বুড়িমারি স্থলবন্দরে ট্রাকগুলির মধ্যে এখন তাঁদের দিন কাটছে ।

চ্যাংড়াবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহম্মদ আব্দুল সামাদ বলেন , "সমস্ত প্রশাসনিক ও সরকারি নিয়ম মেনেই ওই পণ্যবাহী ট্রাকগুলি বাংলাদেশে গেছিল ৷ কাজ সেরে ফেরার সময় চ্যাংড়াবান্ধা চেক পোস্টের ওপারে তাঁদের আটকে দেওয়া হয় । তাঁদের পরিবারের সদস্যরা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন । অন্যদিকে , আটকে পড়া ট্রাকচালকরাও চূড়ান্ত দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন । আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে । পাশাপাশি , জেলা শাসকের কাছে আবেদন করা হয়েছে । আমরা চাই প্রশাসন দ্রুত তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুক ।"

শুনে নিন আটকে পড়া ট্রাক চালকদের বক্তব্য

এক ট্রাক চালক বলেন , "ভারত সীমান্ত থেকে আমরা মোটে 400 মিটারের দূরত্বে রয়েছি । আমার বাড়িতে আমার স্ত্রী ও দুই সন্তান একা রয়েছে । আমার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা । আমি কী করব বুঝতে পারছি না । রমজ়ান শুরু হয়ে গেছে ৷ আর আমরা চরম খারাপ অবস্থায় রয়েছি । আজ 23 দিন প্রায় এক কাপড়ে রয়েছি । সারাদিন এক বেলা খেয়ে রয়েছি । বন্দরের আশেপাশের মানুষের দয়ায় খাচ্ছি । তাঁরা মাঝে মধ্যে এসে আমাদের কিছু চাল-ডাল দিয়ে গেলে সেটাই কোনও মতে ফুটিয়ে পেট ভরাচ্ছি । "

আরকজন চালক মানব রায় বলেন , " আমার পেটে টিউমার । টাকার অভাবে এভাবেই কাজ করে চলেছি । পণ্য খালাস করে ফিরে যাওয়ার কথা ছিল আমাদের ৷ তাই সঙ্গে ওষুধ রাখিনি । আমি অসহ্য পেটের ব্যথায় রয়েছি । এই ব্যথা আমি আর সহ্য করতে পারছি না । এভাবে আরও থাকতে হলে আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.