ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটে সেই 'মৃত্যু-উপত্যকা' বাংলা, রাজ্যজুড়ে মৃত 10, জখম বহু

author img

By

Published : Jul 8, 2023, 1:02 PM IST

Updated : Jul 8, 2023, 2:36 PM IST

হিংসা-মৃত্য়ু জারি থাকল ভোটের দিনেও ৷ 2023 সালে মৃত্যুহীন পঞ্চায়েত ভোট দেখা গেল না ৷ রাজ্যজুড়ে ক্রমশ বেড়ে চলেছে মৃত্যু ৷ জখম বহু মানুষ ৷

Panchayat Elections 2023
রাজ্যজুড়ে ক্রমশ বেড়ে চলেছে মৃত্যু

কলকাতা,8 জুলাই: 2018 সালের ধারা বজায় থাকল ৷ 2023 সালের পঞ্চায়েত ভোটেও রক্তাক্ত বাংলা ৷ শুক্রবার রাত থেকেই বেড়েছে হিংসার দাপট ৷ শনিবার ভোর থেকে রক্তের রাজনীতি তুঙ্গে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে ভোট- হিংসার বলি মোট 10 জন ৷ শনিবার পঞ্চায়েত ভোটের দিনই প্রথম বলি মালদার মানিকচকের তৃণমূল কর্মী ৷ ভোট শুরু হওয়ার আগেই মানিকচক গোপালপুর ভোটকেন্দ্রের বাইরে গুলি চলে, নিহত হন তৃণমূল কর্মী শেখ মালেক (40) ৷ অভিযোগের তির কংগ্রসের বিরুদ্ধেই ৷ হিংসার আগুন ক্রমশ ছড়ায় একে একে নদিয়া, দুই 24 পরগনা, কোচবিহার সহ একাধিক জেলায় ৷ দুপুরের দিকে কাটোয়া, বাসন্তী, রায়গঞ্জেও খুনের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে কোচবিহার দক্ষিণ বিধানসভার ফলিমারি গ্রাম পঞ্চায়েতে চলে বোমাবাজি ৷ ঘটনায় মৃত্যু হয় মাধব বিশ্বাস নামে বিজেপি প্রার্থীর এজেন্টের ৷ বোমাবাজির কারণে জখম হন বিজেপি প্রার্থীও ৷ নিহত মাধব বিশ্বাসের পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এই হামলা ঘটিয়েছে ৷ এদিকে, নদিয়ার চোপড়ায় পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসা তীব্র হয়, তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে ৷ পূর্ব বর্ধমানের আউশগ্রামে শুক্রবার রাত থেকে তৃণমূল কংগ্রেস ও সিপিএম সংঘর্ষ ৷ বেধড়ক মারধরের জেরে আজ সকালে মৃত্যু হয় সিপিএম কর্মীর ৷ কাটোয়া, বাসন্তীও ভোটের সকাল থেকে উত্তপ্ত হয় ৷ হিংসার বলি 2 ৷ রায়গঞ্জে কংগ্রেস প্রার্থীকে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে ৷

ভোটের হিংসায় মুর্শিদাবাদে শুক্রবার রাত থেকে বেড়ে চলে মৃত্যু ৷ শনিবার ভোট শুরু হওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে জেলায় তিন জনের ৷ গত রাত থেকেই মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকায় একের পর এক হামলা ৷ তিন জায়গায় হিংসার বলি তিন তৃণমূল কর্মী ৷ খড়গ্রামে শনিবার ভোরে ধারালো অস্ত্রের কোপে নিহত হন তৃণমূল কংগ্রেস কর্মী সতোরুদ্দিন শেখ ৷ অভিযোগ, পুলিশের পোশাকে এসে সতোরুদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে কংগ্রেস কর্মীরা ৷

গলা কেটে নৃশংস ভাবে খুন করা হয় সতোরুদ্দিন শেখকে বলে অভিযোগ ৷ অন্যদিকে, রেজীনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর শ্বশুড় ওয়াসিম শেখকে খুন করার অভিযোগ সেই কংগ্রেসের বিরুদ্ধেই ৷ ভোটের আগের রাতেই ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু বেলডাঙার তৃণমূল কর্মী বাবর আলির ৷ অভিযোগ, কংগ্রেস কর্মীরাই হামলা চালায় বাবর আলির উপর ৷

আরও পড়ুন: Panchayat Elections 2023: হিংসার মাঝেই একেবারে অন্য ছবি! পাহাড়ে ভোট হচ্ছে শান্তিপূর্ণ

শুধু মৃত্যু নয়, বিভিন্ন জেলায় হিংসার ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে এই হানাহানির শিকার হয়েছে শিশুরাও ৷ ভোটের দিন দুই শিশু খেলতে ঘিয়ে বোমার আঘাতে জখম হয় ৷ এছাড়াও, ভোটের সকাল থেকে গুলি-বোমাবাজির ঘটনায় হুগলি, দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় গুলিবিদ্ধ হয়েছেন অনেকেই ৷ মারাত্মক জখম অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি ৷

পঞ্চায়েত ভোট মানেই যে বাংলায় হিংসা, রক্তপাত ও মৃত্যু তা আরও একবার প্রমাণ হল ৷ তেইশের পঞ্চায়েত নির্বাচনে যে 2013 ও 18 সালের পুনরাবৃত্তি হবে না, সেই আশ্বাসও মুখ থুবড়ে পড়ল ভোটের আগের রাত থেকে ৷ এই মৃত্যু মিছিলের শেষ কোথায় ? উত্তর আপাতত অধরা ৷

কলকাতা,8 জুলাই: 2018 সালের ধারা বজায় থাকল ৷ 2023 সালের পঞ্চায়েত ভোটেও রক্তাক্ত বাংলা ৷ শুক্রবার রাত থেকেই বেড়েছে হিংসার দাপট ৷ শনিবার ভোর থেকে রক্তের রাজনীতি তুঙ্গে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে ভোট- হিংসার বলি মোট 10 জন ৷ শনিবার পঞ্চায়েত ভোটের দিনই প্রথম বলি মালদার মানিকচকের তৃণমূল কর্মী ৷ ভোট শুরু হওয়ার আগেই মানিকচক গোপালপুর ভোটকেন্দ্রের বাইরে গুলি চলে, নিহত হন তৃণমূল কর্মী শেখ মালেক (40) ৷ অভিযোগের তির কংগ্রসের বিরুদ্ধেই ৷ হিংসার আগুন ক্রমশ ছড়ায় একে একে নদিয়া, দুই 24 পরগনা, কোচবিহার সহ একাধিক জেলায় ৷ দুপুরের দিকে কাটোয়া, বাসন্তী, রায়গঞ্জেও খুনের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে কোচবিহার দক্ষিণ বিধানসভার ফলিমারি গ্রাম পঞ্চায়েতে চলে বোমাবাজি ৷ ঘটনায় মৃত্যু হয় মাধব বিশ্বাস নামে বিজেপি প্রার্থীর এজেন্টের ৷ বোমাবাজির কারণে জখম হন বিজেপি প্রার্থীও ৷ নিহত মাধব বিশ্বাসের পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এই হামলা ঘটিয়েছে ৷ এদিকে, নদিয়ার চোপড়ায় পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসা তীব্র হয়, তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে ৷ পূর্ব বর্ধমানের আউশগ্রামে শুক্রবার রাত থেকে তৃণমূল কংগ্রেস ও সিপিএম সংঘর্ষ ৷ বেধড়ক মারধরের জেরে আজ সকালে মৃত্যু হয় সিপিএম কর্মীর ৷ কাটোয়া, বাসন্তীও ভোটের সকাল থেকে উত্তপ্ত হয় ৷ হিংসার বলি 2 ৷ রায়গঞ্জে কংগ্রেস প্রার্থীকে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে ৷

ভোটের হিংসায় মুর্শিদাবাদে শুক্রবার রাত থেকে বেড়ে চলে মৃত্যু ৷ শনিবার ভোট শুরু হওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে জেলায় তিন জনের ৷ গত রাত থেকেই মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকায় একের পর এক হামলা ৷ তিন জায়গায় হিংসার বলি তিন তৃণমূল কর্মী ৷ খড়গ্রামে শনিবার ভোরে ধারালো অস্ত্রের কোপে নিহত হন তৃণমূল কংগ্রেস কর্মী সতোরুদ্দিন শেখ ৷ অভিযোগ, পুলিশের পোশাকে এসে সতোরুদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে কংগ্রেস কর্মীরা ৷

গলা কেটে নৃশংস ভাবে খুন করা হয় সতোরুদ্দিন শেখকে বলে অভিযোগ ৷ অন্যদিকে, রেজীনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর শ্বশুড় ওয়াসিম শেখকে খুন করার অভিযোগ সেই কংগ্রেসের বিরুদ্ধেই ৷ ভোটের আগের রাতেই ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু বেলডাঙার তৃণমূল কর্মী বাবর আলির ৷ অভিযোগ, কংগ্রেস কর্মীরাই হামলা চালায় বাবর আলির উপর ৷

আরও পড়ুন: Panchayat Elections 2023: হিংসার মাঝেই একেবারে অন্য ছবি! পাহাড়ে ভোট হচ্ছে শান্তিপূর্ণ

শুধু মৃত্যু নয়, বিভিন্ন জেলায় হিংসার ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে এই হানাহানির শিকার হয়েছে শিশুরাও ৷ ভোটের দিন দুই শিশু খেলতে ঘিয়ে বোমার আঘাতে জখম হয় ৷ এছাড়াও, ভোটের সকাল থেকে গুলি-বোমাবাজির ঘটনায় হুগলি, দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় গুলিবিদ্ধ হয়েছেন অনেকেই ৷ মারাত্মক জখম অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি ৷

পঞ্চায়েত ভোট মানেই যে বাংলায় হিংসা, রক্তপাত ও মৃত্যু তা আরও একবার প্রমাণ হল ৷ তেইশের পঞ্চায়েত নির্বাচনে যে 2013 ও 18 সালের পুনরাবৃত্তি হবে না, সেই আশ্বাসও মুখ থুবড়ে পড়ল ভোটের আগের রাত থেকে ৷ এই মৃত্যু মিছিলের শেষ কোথায় ? উত্তর আপাতত অধরা ৷

Last Updated : Jul 8, 2023, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.