ETV Bharat / state

কংগ্রেসকে নিশানা সেলিমের, অধীর দিলেন 'জ্ঞানার্জনের' উপদেশ

Congress CPM Conflict: সেপ্টেম্বর মাসে 'ইন্ডিয়া' জোটের বৈঠকের আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির সঙ্গে দেখা করেনন ৷ এ নিয়ে কংগ্রেস সিপিএম তরজা এখনও জারি ৷

ETV Bharat
কংগ্রেসের অধীর চৌধুরী বনাম সিপিএমের প্রবীণ নেতা মহম্মদ সেলিম
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 2:42 PM IST

Updated : Nov 18, 2023, 3:26 PM IST

কংগ্রেসকে তুলোধনা করলেন প্রবীণ সিপিএম নেতা মহম্মদ সেলিম

কলকাতা, 18 নভেম্বর: ইন্ডিয়া জোট নিয়ে তাল ঠোকাঠুকি অব্যাহত ৷ আর তাতে নতুন মাত্রা দিল পশ্চিমবঙ্গ ৷ মুর্শিদাবাদের রানিনগরের ইনসাফ যাত্রার সভা থেকে কংগ্রেসকে নিশানা করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহ সেলিম ৷ রাহুল গান্ধির সঙ্গে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা করার প্রসঙ্গে টেনে কংগ্রেসকে নিশানা করলেন ৷ কার্যত কংগ্রেসকে আরও সাবধান হওয়ার বার্তা দিলেন সেলিম ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আবার নাম না-করে মহম্মদ সেলিমকে জ্ঞানার্জনের উপদেশ দিলেন ৷

প্রবীণ সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, "ভোরের অন্ধকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশাল প্লেন নিয়ে রাহুল গান্ধির ঘরে চলে গেলেন ৷ আমরা যখন বলছি, চোর ধরো জেল ভরো, তখন চোর কংগ্রেসের পা ধরছে ৷ রাহুল গান্ধির পা ধরে বলছে দাদা আমাকে বাঁচাও ৷ কিন্তু কংগ্রেসকেও বুঝতে হবে, যদি 2011 সালে কংগ্রেস সমর্থন না করত, তাহলে তৃণমূল ক্ষমতায় আসতে পারত না । মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত ছিল না রাইটার্স বিল্ডিং-এ পৌঁছোনোর ৷ যে কংগ্রেসের মাথায় উঠে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হলেন ৷ মন্ত্রী হওয়ার 6 মাসের মধ্যে তিনি সেই কংগ্রেসকে লাথি মারার চেষ্টা করলেন ৷ কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে ৷ বাংলার কংগ্রেস সেটা বুঝেছে ।" যদিও সিপিএম তথা সেলিমের এই বার্তাকে বিশেষ গুরুত্ব না দিয়ে 'জ্ঞানার্জনের' উপদেশ দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, "আমাদের না বলে যারা বলছে তাঁদের জ্ঞানার্জন করতে বলুন, তাহলেই হবে ৷ পা ধরলে আর কী করা যাবে ! রাহুল গান্ধির কাছে কেউ যদি পা ধরতে যায়, তাহলে কি রাহুল গান্ধি বলবেন পা ধরো না ? আমরা সেটা করতে পারি না ৷ ব্যাপারটা সবার কাছে সহজ সরল হয়ে যাচ্ছে ৷ দু'দিন পরে আরও স্পষ্ট হবে ৷" তিনি আমডাঙার ঘটনা টেনে তৃণমূলকে নিশানা করেছেন ৷ অধীরের দাবি, "সারা পশ্চিমবঙ্গের যত চোর যত খুনি, সব তো তৃণমূল দলের ৷ ওরা ছাড়া ওদের মারবে কে ৷ ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার বিষময় ফল এটা ৷ আরও বাড়তে থাকবে ৷"

গত অগস্ট মাসের শেষে মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক বসার আগেই কাকভোরে সোনিয়া গান্ধির বাড়িতে রাহুলের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার দু'দিন বাদে ধর্মতলায় দাঁড়িয়ে সিপিএমের মহম্মদ সেলিম অভিষেককে আক্রমণ করে বলেন রাহুল গান্ধি বাঁচাতে পারবে না ৷ এবার সেই ঘটনা টেনে রাহুল গান্ধি তথা কংগ্রেসকে নিশানা করলেন সেলিম ৷ একই সঙ্গে 2011 সালে এ রাজ্যে পালাবদলের সময় তৃণমূলের সঙ্গে কংগ্রেস সম্পর্ক ও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূলের সঙ্গে কংগ্রেস সম্পর্ক নিয়ে সমালোচনা করলেন সেলিম ৷

আরও পড়ুন:

  1. জয়নগর যেন শ্মশানপুরী, অসহায় গ্রামবাসীদের ঠিকানা সিপিএমের পার্টি অফিস
  2. অভিষেককে কটাক্ষ করতে গিয়ে রাহুল-মোদিকে বিধঁলেন সেলিম
  3. ‘ইন্ডিয়া’ জোটের দলগুলি এক হলে বিজেপির জয় অসম্ভব, দাবি রাহুল গান্ধির

কংগ্রেসকে তুলোধনা করলেন প্রবীণ সিপিএম নেতা মহম্মদ সেলিম

কলকাতা, 18 নভেম্বর: ইন্ডিয়া জোট নিয়ে তাল ঠোকাঠুকি অব্যাহত ৷ আর তাতে নতুন মাত্রা দিল পশ্চিমবঙ্গ ৷ মুর্শিদাবাদের রানিনগরের ইনসাফ যাত্রার সভা থেকে কংগ্রেসকে নিশানা করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহ সেলিম ৷ রাহুল গান্ধির সঙ্গে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা করার প্রসঙ্গে টেনে কংগ্রেসকে নিশানা করলেন ৷ কার্যত কংগ্রেসকে আরও সাবধান হওয়ার বার্তা দিলেন সেলিম ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আবার নাম না-করে মহম্মদ সেলিমকে জ্ঞানার্জনের উপদেশ দিলেন ৷

প্রবীণ সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, "ভোরের অন্ধকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশাল প্লেন নিয়ে রাহুল গান্ধির ঘরে চলে গেলেন ৷ আমরা যখন বলছি, চোর ধরো জেল ভরো, তখন চোর কংগ্রেসের পা ধরছে ৷ রাহুল গান্ধির পা ধরে বলছে দাদা আমাকে বাঁচাও ৷ কিন্তু কংগ্রেসকেও বুঝতে হবে, যদি 2011 সালে কংগ্রেস সমর্থন না করত, তাহলে তৃণমূল ক্ষমতায় আসতে পারত না । মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত ছিল না রাইটার্স বিল্ডিং-এ পৌঁছোনোর ৷ যে কংগ্রেসের মাথায় উঠে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হলেন ৷ মন্ত্রী হওয়ার 6 মাসের মধ্যে তিনি সেই কংগ্রেসকে লাথি মারার চেষ্টা করলেন ৷ কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে ৷ বাংলার কংগ্রেস সেটা বুঝেছে ।" যদিও সিপিএম তথা সেলিমের এই বার্তাকে বিশেষ গুরুত্ব না দিয়ে 'জ্ঞানার্জনের' উপদেশ দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, "আমাদের না বলে যারা বলছে তাঁদের জ্ঞানার্জন করতে বলুন, তাহলেই হবে ৷ পা ধরলে আর কী করা যাবে ! রাহুল গান্ধির কাছে কেউ যদি পা ধরতে যায়, তাহলে কি রাহুল গান্ধি বলবেন পা ধরো না ? আমরা সেটা করতে পারি না ৷ ব্যাপারটা সবার কাছে সহজ সরল হয়ে যাচ্ছে ৷ দু'দিন পরে আরও স্পষ্ট হবে ৷" তিনি আমডাঙার ঘটনা টেনে তৃণমূলকে নিশানা করেছেন ৷ অধীরের দাবি, "সারা পশ্চিমবঙ্গের যত চোর যত খুনি, সব তো তৃণমূল দলের ৷ ওরা ছাড়া ওদের মারবে কে ৷ ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার বিষময় ফল এটা ৷ আরও বাড়তে থাকবে ৷"

গত অগস্ট মাসের শেষে মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক বসার আগেই কাকভোরে সোনিয়া গান্ধির বাড়িতে রাহুলের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার দু'দিন বাদে ধর্মতলায় দাঁড়িয়ে সিপিএমের মহম্মদ সেলিম অভিষেককে আক্রমণ করে বলেন রাহুল গান্ধি বাঁচাতে পারবে না ৷ এবার সেই ঘটনা টেনে রাহুল গান্ধি তথা কংগ্রেসকে নিশানা করলেন সেলিম ৷ একই সঙ্গে 2011 সালে এ রাজ্যে পালাবদলের সময় তৃণমূলের সঙ্গে কংগ্রেস সম্পর্ক ও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূলের সঙ্গে কংগ্রেস সম্পর্ক নিয়ে সমালোচনা করলেন সেলিম ৷

আরও পড়ুন:

  1. জয়নগর যেন শ্মশানপুরী, অসহায় গ্রামবাসীদের ঠিকানা সিপিএমের পার্টি অফিস
  2. অভিষেককে কটাক্ষ করতে গিয়ে রাহুল-মোদিকে বিধঁলেন সেলিম
  3. ‘ইন্ডিয়া’ জোটের দলগুলি এক হলে বিজেপির জয় অসম্ভব, দাবি রাহুল গান্ধির
Last Updated : Nov 18, 2023, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.