ETV Bharat / state

কাল ঘোষণা হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন - WBBSE

আগামিকাল বেলা দু'টো নাগাদ মাধ্যমিক এবং  উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা হবে যথাক্রমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিস থেকে ।

Schedule for madhyamik examination 2021
কাল ঘোষণা হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন
author img

By

Published : Jun 1, 2021, 4:23 PM IST

কলকাতা, 1 জুন : কাল ঘোষণা হবে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন । ঘোষণা করবে যথাক্রমে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই বছর প্রথা ভেঙে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে মাধ্যমিক পরীক্ষার আগে । 27 মে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষার্থীরা নিজেদের স্কুলেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ৷

রাজ্য শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, বুধবার অর্থাৎ আগামিকাল বেলা দু'টো নাগাদ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা হবে যথাক্রমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিস থেকে ।

উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করার পর ছাত্রছাত্রীদের কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি ভিন রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারটা জড়িত থাকে । তাই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার আগে হবে।

আরও পড়ুন : জুলাই মাসে উচ্চমাধ্যমিক, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক

রাজ্য শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, উচ্চমাধ্যমিকের আবশ্যিক মোট 15 টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে এবং অন্যান্য যে বিষয়গুলি রয়েছে তার নম্বর নির্ধারণ হবে স্কুলের পরীক্ষার ভিত্তিতে ৷ মাধ্যমিকের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে ৷ মাধ্যমিকের মোট 7টি আবশ্যিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে ৷ বাকি বিষয়গুলির নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে দেওয়া হবে ৷

কলকাতা, 1 জুন : কাল ঘোষণা হবে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন । ঘোষণা করবে যথাক্রমে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই বছর প্রথা ভেঙে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে মাধ্যমিক পরীক্ষার আগে । 27 মে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষার্থীরা নিজেদের স্কুলেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ৷

রাজ্য শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, বুধবার অর্থাৎ আগামিকাল বেলা দু'টো নাগাদ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা হবে যথাক্রমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিস থেকে ।

উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করার পর ছাত্রছাত্রীদের কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি ভিন রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারটা জড়িত থাকে । তাই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার আগে হবে।

আরও পড়ুন : জুলাই মাসে উচ্চমাধ্যমিক, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক

রাজ্য শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, উচ্চমাধ্যমিকের আবশ্যিক মোট 15 টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে এবং অন্যান্য যে বিষয়গুলি রয়েছে তার নম্বর নির্ধারণ হবে স্কুলের পরীক্ষার ভিত্তিতে ৷ মাধ্যমিকের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে ৷ মাধ্যমিকের মোট 7টি আবশ্যিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে ৷ বাকি বিষয়গুলির নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.