ETV Bharat / state

Recruitment Scam: দল থেকে বহিষ্কারের পর চাকরি থেকে বরখাস্ত শান্তনু - Santanu Banerjee Suspended from his job

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ৷ দল বহিষ্কার করার পরের দিনই চাকরি থেকে বরখাস্ত হওয়ার নোটিশ পেলেন তিনি (WB Recruitment Scam Update)৷

Etv Bharat
শান্তনু বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 15, 2023, 9:55 PM IST

কলকাতা, 15 মার্চ: নিয়োগ দুর্নীতিতে জড়িত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে চাকরি থেকে বরখাস্ত করা হল । তিনি বিদ্যুৎ দফতরে মগরার অফিসে কাজ করতেন ৷ বুধবার সেখান থেকে বরখাস্তের নোটিশ দেওয়া হয় তাঁকে । নিয়ম অনুযায়ী, যদি কেউ 72 ঘণ্টারও বেশি পুলিশের হেফাজতে থাকে তবে তাকে সাসপেন্ড করা যেতে পারে । সেই নিয়ম মেনেই বরখাস্ত করা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee Suspended from his Job)।

বাবার মৃত্যুর পর বিদ্যুৎ দফতরে তাঁর কাজটি পেয়েছিলেন ছেলে শান্তনু বন্দ্যোপাধ্যায় । এরপর শান্তনু 2018 সালে জেলা পরিষদে জয়ী হয়ে প্রথমে জিরাট বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও পরে জেলার টিএমসিপির পদাধিকারী হন । পড়াশোনা শেষ করে 2005 জিরাটে একটি প্রসাধনী সামগ্রীর দোকান খোলেন তিনি । এরপর আচমকাই পিতৃহারা হন শান্তনু । যেহেতু তাঁর বাবা বিদ্যুৎ দফতরে চাকরি করতেন সেহেতু তিনি মারা যাওয়ার পর তাঁর চাকরি পান ছেলে । সেখান থেকেই এবার সাসপেন্ড করা হল তাঁকে । মঙ্গলবার দল থেকে বহিষ্কার হওয়ার পর বুধে চাকরি থেকে বরখাস্ত হওয়ার নোটিশ ৷ তবে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিয়ে তৃণমূলের বক্তব্য, যদি কখনও শান্তনু নির্দোষ প্রমাণিত হন তবে ফের দল তাঁর বিষয়ে বিবেচনা করবে করবে । নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পর থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সময়টা যে মোটেও ভালো যাচ্ছে না তা বলাই বাহুল্য ৷

Santanu Banerjee
শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সাসপেন্ডের নোটিশ
নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের । তারপর তাঁদের মুখ থেকেই উঠে আসে এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম । এরপর তদন্তে নেমে ইডি শান্তনুর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায় । তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হয় এই বিষয়ে । সেখানেই একাধিক অসঙ্গতির জেরে গ্রেফতার করা হয় তাঁকে ৷

আরও পড়ুন : অন্তত 30 জন অযোগ্যকে চাকরি পাইয়ে দিয়েছিলেন শান্তনু ! দাবি ইডির

কলকাতা, 15 মার্চ: নিয়োগ দুর্নীতিতে জড়িত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে চাকরি থেকে বরখাস্ত করা হল । তিনি বিদ্যুৎ দফতরে মগরার অফিসে কাজ করতেন ৷ বুধবার সেখান থেকে বরখাস্তের নোটিশ দেওয়া হয় তাঁকে । নিয়ম অনুযায়ী, যদি কেউ 72 ঘণ্টারও বেশি পুলিশের হেফাজতে থাকে তবে তাকে সাসপেন্ড করা যেতে পারে । সেই নিয়ম মেনেই বরখাস্ত করা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee Suspended from his Job)।

বাবার মৃত্যুর পর বিদ্যুৎ দফতরে তাঁর কাজটি পেয়েছিলেন ছেলে শান্তনু বন্দ্যোপাধ্যায় । এরপর শান্তনু 2018 সালে জেলা পরিষদে জয়ী হয়ে প্রথমে জিরাট বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও পরে জেলার টিএমসিপির পদাধিকারী হন । পড়াশোনা শেষ করে 2005 জিরাটে একটি প্রসাধনী সামগ্রীর দোকান খোলেন তিনি । এরপর আচমকাই পিতৃহারা হন শান্তনু । যেহেতু তাঁর বাবা বিদ্যুৎ দফতরে চাকরি করতেন সেহেতু তিনি মারা যাওয়ার পর তাঁর চাকরি পান ছেলে । সেখান থেকেই এবার সাসপেন্ড করা হল তাঁকে । মঙ্গলবার দল থেকে বহিষ্কার হওয়ার পর বুধে চাকরি থেকে বরখাস্ত হওয়ার নোটিশ ৷ তবে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিয়ে তৃণমূলের বক্তব্য, যদি কখনও শান্তনু নির্দোষ প্রমাণিত হন তবে ফের দল তাঁর বিষয়ে বিবেচনা করবে করবে । নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পর থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সময়টা যে মোটেও ভালো যাচ্ছে না তা বলাই বাহুল্য ৷

Santanu Banerjee
শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সাসপেন্ডের নোটিশ
নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের । তারপর তাঁদের মুখ থেকেই উঠে আসে এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম । এরপর তদন্তে নেমে ইডি শান্তনুর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায় । তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হয় এই বিষয়ে । সেখানেই একাধিক অসঙ্গতির জেরে গ্রেফতার করা হয় তাঁকে ৷

আরও পড়ুন : অন্তত 30 জন অযোগ্যকে চাকরি পাইয়ে দিয়েছিলেন শান্তনু ! দাবি ইডির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.