ETV Bharat / state

Sabyasachi and Sandip Birthday: আজ দু'জনেরই জন্মদিন, বেণুদার সঙ্গে কেক কাটার গল্প শোনালেন বাবুদা

আজ বেণুদা ও বাবুদার জন্মদিন ৷ বেণুদা ফেলুদা (Feluda) হয়ে উঠেছিলেন বাবুদার হাত ধরেই ৷ সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakraborty) সঙ্গে তাঁরা একবার জন্মদিনের কেকও কেটেছেন বলে জানালেন সন্দীপ রায় (Sandip Roy) ৷

sandip roy and sabyasachi chakraborty shares birthday today
আজ দু'জনেরই জন্মদিন, বেণুদার সঙ্গে কেক কাটার গল্প শোনালেন বাবুদা
author img

By

Published : Sep 8, 2021, 5:16 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: নামে তাঁদের দারুণ মিল ৷ দু'জনেরই ভাল নাম শুরু স বা এস দিয়ে ৷ আবার ডাক নামের আদ্যক্ষরও একই ৷ বাংলায় ব অর্থাৎ ইংরেজির বি ৷ আর কাজে তো তাঁরা এক কথায় একে-অপরের পরিপূরক ৷ এমন দু'জন মানুষের মিল শুধু নামেই নয়, জন্মদিনেও ৷ একই দিনে পাশাপাশি জন্মদিনের কেক কাটার নজিরও রয়েছে ৷ বলছি, দ্বিতীয় প্রজন্মের ফেলুদা (Feluda) ও তাঁর স্রষ্টার কথা ৷ আজ জন্মদিন বাবু দা অর্থাৎ সন্দীপ রায় (Sandip Roy) এবং বেণু দা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakraborty)৷

ইন্ডাস্ট্রির বেণুদার ফেলুদা হয়ে ওঠার পিছনে যাঁর অবদান সবচেয়ে বেশি তিনি হলেন সন্দীপ রায় । বেণু-বাবুর জুটিতে তৈরি হয়েছে বাক্স রহস্য (1996), বোম্বাইয়ের বোম্বেটে (2004), কৈলাসে কেলেঙ্কারি (2007), টিনটোরেটোর যিশু, গোরস্থানে সাবধান (2010), রয়্যাল বেঙ্গল রহস্য (2011), বাদশাহী আংটি (2014), ডবল ফেলুদা (2016) ।

sandip roy and sabyasachi chakraborty shares birthday today
বেণুদার সঙ্গে জন্মদিনের কেক হাতে বাবুদা

আরও পড়ুন: Aruna Bhatia : প্রয়াত অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া

জটায়ু অর্থাৎ সন্তোষ দত্ত চলে যাওয়ার পর আর ফেলুদা বানাতে চাননি সত্যজিৎ রায় । আবার ফেলুদার চরিত্রে অভিনয় করতে চান - এই আবদার ছিল সব্যসাচীর । দীর্ঘকায়, উজ্জ্বল, বুদ্ধিদীপ্ত চাহুনিসম্পন্ন সব্যসাচীকে সে দিন ফিরিয়ে দেননি মাণিকবাবু । পাঠিয়ে দিয়েছিলেন তনয় সন্দীপ রায়ের কাছে । ততদিনে সন্দীপ রায়ের করা হয়ে গিয়েছে 'ফটিক চাঁদ'। তাঁর ভাবনায় যদি ফেলুদা থাকে, তা হলে সব্যসাচী জায়গা পেলেও পেতে পারেন, এটাই মনে করা হয়েছিল । জায়গা পেলেনও বেণুদা । তারপরেই সন্দীপ রায়ের হাত ধরে তৈরি হল একের পর এক ফেলুদার ফিল্ম । তোপসে বদল হয়েছে অনেকবার। কিন্তু ফেলুদা ছিলেন বেণুদাই ।

আরও পড়ুন: Alia Bhatt: ডার্লিংসের শ্যুটিং শেষ, আলিয়ার ডেবিউ প্রোডাকশন নিয়ে কী মত রণবীরের ?

এই দুজনের যুগলবন্দিতে তৈরি হোক আরও অনেক ছবি, তা আজও চায় বাঙালি দর্শক । তাঁদের জন্মদিনে বাঙালির আবদার এটুকুই । সে রকম কোনও ভাবনা আছে কি না তা জানতে এই বিশেষ দিনে ইটিভি ভারত যোগাযোগ করেছিল সন্দীপ রায়ের সঙ্গে ৷ শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাতেই স্বভাবসিদ্ধ সহাস্য ঢঙে উত্তর দিলেন - "অসংখ্য ধন্যবাদ ।" সন্দীপ-সব্যসাচীর হাত ধরে আবারও কি ফেলুদার আগমনের কোনও পরিকল্পনা রয়েছে ? এই প্রশ্নের জবাবে সন্দীপ রায় জানালেন, "এখনই তো সে ভাবে কিছু বলতে পারব না ৷ তবে দেখা যাক, পরিস্থিতি ঠিক হোক । ইচ্ছে আছে সব ঠিক হলে কিছু একটা করার ।"

আরও পড়ুন: Antim First Poster: সলমন-আয়ুশের মুখোমুখি টক্কর, নজরকাড়া অন্তিমের প্রথম পোস্টার

একইদিনে জন্মদিন বেণুদারও । স্বাভাবিকভাবেই উঠে এল সেই প্রশ্ন ৷ একসঙ্গে কি কখনও জন্মদিন পালন করেছেন ? বাবুদা জানালেন, "একবার একটা ছবির সেটে জোড়া কেক কেটেছিলাম মনে পড়ে । এ ছাড়া একসঙ্গে জন্মদিন কখনও পালন করা হয়নি ৷ তবে এই দিনে ফোন করি দু'জন দু'জনকে ।"

সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি ৷ বাংলা ফিল্মের জগতের দুই প্রতিভাধর মানুষের জন্মদিনে ইটিভি ভারতের তরফেও রইল শুভেচ্ছা ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর: নামে তাঁদের দারুণ মিল ৷ দু'জনেরই ভাল নাম শুরু স বা এস দিয়ে ৷ আবার ডাক নামের আদ্যক্ষরও একই ৷ বাংলায় ব অর্থাৎ ইংরেজির বি ৷ আর কাজে তো তাঁরা এক কথায় একে-অপরের পরিপূরক ৷ এমন দু'জন মানুষের মিল শুধু নামেই নয়, জন্মদিনেও ৷ একই দিনে পাশাপাশি জন্মদিনের কেক কাটার নজিরও রয়েছে ৷ বলছি, দ্বিতীয় প্রজন্মের ফেলুদা (Feluda) ও তাঁর স্রষ্টার কথা ৷ আজ জন্মদিন বাবু দা অর্থাৎ সন্দীপ রায় (Sandip Roy) এবং বেণু দা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakraborty)৷

ইন্ডাস্ট্রির বেণুদার ফেলুদা হয়ে ওঠার পিছনে যাঁর অবদান সবচেয়ে বেশি তিনি হলেন সন্দীপ রায় । বেণু-বাবুর জুটিতে তৈরি হয়েছে বাক্স রহস্য (1996), বোম্বাইয়ের বোম্বেটে (2004), কৈলাসে কেলেঙ্কারি (2007), টিনটোরেটোর যিশু, গোরস্থানে সাবধান (2010), রয়্যাল বেঙ্গল রহস্য (2011), বাদশাহী আংটি (2014), ডবল ফেলুদা (2016) ।

sandip roy and sabyasachi chakraborty shares birthday today
বেণুদার সঙ্গে জন্মদিনের কেক হাতে বাবুদা

আরও পড়ুন: Aruna Bhatia : প্রয়াত অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া

জটায়ু অর্থাৎ সন্তোষ দত্ত চলে যাওয়ার পর আর ফেলুদা বানাতে চাননি সত্যজিৎ রায় । আবার ফেলুদার চরিত্রে অভিনয় করতে চান - এই আবদার ছিল সব্যসাচীর । দীর্ঘকায়, উজ্জ্বল, বুদ্ধিদীপ্ত চাহুনিসম্পন্ন সব্যসাচীকে সে দিন ফিরিয়ে দেননি মাণিকবাবু । পাঠিয়ে দিয়েছিলেন তনয় সন্দীপ রায়ের কাছে । ততদিনে সন্দীপ রায়ের করা হয়ে গিয়েছে 'ফটিক চাঁদ'। তাঁর ভাবনায় যদি ফেলুদা থাকে, তা হলে সব্যসাচী জায়গা পেলেও পেতে পারেন, এটাই মনে করা হয়েছিল । জায়গা পেলেনও বেণুদা । তারপরেই সন্দীপ রায়ের হাত ধরে তৈরি হল একের পর এক ফেলুদার ফিল্ম । তোপসে বদল হয়েছে অনেকবার। কিন্তু ফেলুদা ছিলেন বেণুদাই ।

আরও পড়ুন: Alia Bhatt: ডার্লিংসের শ্যুটিং শেষ, আলিয়ার ডেবিউ প্রোডাকশন নিয়ে কী মত রণবীরের ?

এই দুজনের যুগলবন্দিতে তৈরি হোক আরও অনেক ছবি, তা আজও চায় বাঙালি দর্শক । তাঁদের জন্মদিনে বাঙালির আবদার এটুকুই । সে রকম কোনও ভাবনা আছে কি না তা জানতে এই বিশেষ দিনে ইটিভি ভারত যোগাযোগ করেছিল সন্দীপ রায়ের সঙ্গে ৷ শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাতেই স্বভাবসিদ্ধ সহাস্য ঢঙে উত্তর দিলেন - "অসংখ্য ধন্যবাদ ।" সন্দীপ-সব্যসাচীর হাত ধরে আবারও কি ফেলুদার আগমনের কোনও পরিকল্পনা রয়েছে ? এই প্রশ্নের জবাবে সন্দীপ রায় জানালেন, "এখনই তো সে ভাবে কিছু বলতে পারব না ৷ তবে দেখা যাক, পরিস্থিতি ঠিক হোক । ইচ্ছে আছে সব ঠিক হলে কিছু একটা করার ।"

আরও পড়ুন: Antim First Poster: সলমন-আয়ুশের মুখোমুখি টক্কর, নজরকাড়া অন্তিমের প্রথম পোস্টার

একইদিনে জন্মদিন বেণুদারও । স্বাভাবিকভাবেই উঠে এল সেই প্রশ্ন ৷ একসঙ্গে কি কখনও জন্মদিন পালন করেছেন ? বাবুদা জানালেন, "একবার একটা ছবির সেটে জোড়া কেক কেটেছিলাম মনে পড়ে । এ ছাড়া একসঙ্গে জন্মদিন কখনও পালন করা হয়নি ৷ তবে এই দিনে ফোন করি দু'জন দু'জনকে ।"

সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি ৷ বাংলা ফিল্মের জগতের দুই প্রতিভাধর মানুষের জন্মদিনে ইটিভি ভারতের তরফেও রইল শুভেচ্ছা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.