ETV Bharat / state

Samyukt Kisan Morcha: 26 নভেম্বর কৃষকদের জন্য একগুচ্ছ দাবি আদায়ে সংযুক্ত কিষাণ মোর্চার রাজভবন অভিযান

26 নভেম্বর সারা দেশের সব রাজ্যে 'রাজভবন চলো' কর্মসূচি নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা (Samyukt Kisan Morcha) ৷ সেই কর্মসূচি থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে একাধিক দাবি নিয়ে সরব হবে তারা ৷

samyukt-kisan-morcha-will-hold-the-rajbhawan-abhijan-rally-on-26-novermber-2022
Samyukt Kisan Morcha: 26 নভেম্বর কৃষকদের জন্য একগুচ্ছ দাবি আদায়ে সংযুক্ত কিষাণ মোর্চার রাজভবন অভিযান
author img

By

Published : Nov 24, 2022, 7:53 PM IST

কলকাতা, 24 নভেম্বর: সংযুক্ত কিষাণ মোর্চার (Samyukt Kisan Morcha) ডাকে 26 নভেম্বর সারা দেশের সব রাজ্যে 'রাজভবন চলো' কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে । বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংযুক্ত কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গ শাখার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃবর্গ ।

তাঁদের বক্তব্য, এমএসপি আইন (MSP Act) প্রণয়ন, বিদ্যুৎ বিল-2020 বাতিল, শহিদ কৃষকদের পরিবার পিছু ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার-সহ দেশের কৃষিজীবী মানুষের একগুচ্ছ দাবি পূরণের বিষয়ে দেশের মোদি সরকার লিখিতভাবে সংযুক্ত কিষাণ মোর্চাকে লিখিত আশ্বাস দিয়েছিল ৷ তার পর 11 মাসের বেশি অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কথা রাখেনি সরকার ।

samyukt-kisan-morcha-will-hold-the-rajbhawan-abhijan-rally-on-26-novermber-2022
সংযুক্ত কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গ শাখার সাংবাদিক বৈঠক

তাঁদের আরও বক্তব্য, 'রাজভবন চলো' কর্মসূচির মধ্য দিয়ে এ রাজ্যের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) কাছে স্মারকলিপি পাঠানো হবে ৷ সেখানে কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া দাবিগুলো অবিলম্বে পূরণ করার বিষয়ে জানানো হবে ৷

পশ্চিমবঙ্গ সরকারের কাছে এমএসপি আইনের বিষয়ে যে খসড়া বিল পেশ করেছিল, তা যাতে বিধানসভায় পেশ করা হয়, সেই সংক্রান্ত আইন বাস্তবায়িত করা হয়, সেই ব্যাপারেও রাজ্যপালের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি জানাবে সংযুক্ত কিষান মোর্চা ৷ এছাড়াও সার ও বীজে কালোবাজারি এবং ট্যাগিং বন্ধ করার মতো আরও বেশ কিছু দাবি আছে মোর্চার । সেগুলিও পেশ করা হবে ৷

samyukt-kisan-morcha-will-hold-the-rajbhawan-abhijan-rally-on-26-novermber-2022
সংযুক্ত কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গ শাখার সাংবাদিক বৈঠক

সংযুক্ত কিষাণ মোর্চার জাতীয় কো-অর্ডিনেশন কমিটির সদস্য অভীক সাহা জানান, 26 নভেম্বর রাজভবন চলো অভিযান হবে ৷ রাজ্যপালকে স্মারকলিপি দেওয়া হবে৷ রাজ্যপালের কাছে দু’টি আলাদা আলাদা স্মারকলিপি জমা দেওয়া হবে । একটা মুখ্যমন্ত্রীর জন্য । আর দ্বিতীয়টি রাজ্যপাল মারফত দেশের রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য । দ্বিতীয়ত, হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে দুপুর 1টায় মিছিল হবে । দুপুর 2টো থেকে রানি রাসমণি রোডে জনসভা অনুষ্ঠিত হবে ।

samyukt-kisan-morcha-will-hold-the-rajbhawan-abhijan-rally-on-26-novermber-2022
সংযুক্ত কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গ শাখার মিছিল

সংযুক্ত কৃষক মোর্চার রাজ্য নেতৃবর্গ এদিন সাফ জানান, কেন্দ্র ও রাজ্য, এই উভয় সরকার অবিলম্বে দাবিগুলো পূরণ না করলে বৃহত্তর আন্দোলন হবে ৷

আরও পড়ুন: আইন প্রত্যাহার হলেও কৃষকদের বাকি দাবিগুলি মিটবে কি ?

কলকাতা, 24 নভেম্বর: সংযুক্ত কিষাণ মোর্চার (Samyukt Kisan Morcha) ডাকে 26 নভেম্বর সারা দেশের সব রাজ্যে 'রাজভবন চলো' কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে । বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংযুক্ত কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গ শাখার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃবর্গ ।

তাঁদের বক্তব্য, এমএসপি আইন (MSP Act) প্রণয়ন, বিদ্যুৎ বিল-2020 বাতিল, শহিদ কৃষকদের পরিবার পিছু ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার-সহ দেশের কৃষিজীবী মানুষের একগুচ্ছ দাবি পূরণের বিষয়ে দেশের মোদি সরকার লিখিতভাবে সংযুক্ত কিষাণ মোর্চাকে লিখিত আশ্বাস দিয়েছিল ৷ তার পর 11 মাসের বেশি অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কথা রাখেনি সরকার ।

samyukt-kisan-morcha-will-hold-the-rajbhawan-abhijan-rally-on-26-novermber-2022
সংযুক্ত কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গ শাখার সাংবাদিক বৈঠক

তাঁদের আরও বক্তব্য, 'রাজভবন চলো' কর্মসূচির মধ্য দিয়ে এ রাজ্যের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) কাছে স্মারকলিপি পাঠানো হবে ৷ সেখানে কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া দাবিগুলো অবিলম্বে পূরণ করার বিষয়ে জানানো হবে ৷

পশ্চিমবঙ্গ সরকারের কাছে এমএসপি আইনের বিষয়ে যে খসড়া বিল পেশ করেছিল, তা যাতে বিধানসভায় পেশ করা হয়, সেই সংক্রান্ত আইন বাস্তবায়িত করা হয়, সেই ব্যাপারেও রাজ্যপালের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি জানাবে সংযুক্ত কিষান মোর্চা ৷ এছাড়াও সার ও বীজে কালোবাজারি এবং ট্যাগিং বন্ধ করার মতো আরও বেশ কিছু দাবি আছে মোর্চার । সেগুলিও পেশ করা হবে ৷

samyukt-kisan-morcha-will-hold-the-rajbhawan-abhijan-rally-on-26-novermber-2022
সংযুক্ত কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গ শাখার সাংবাদিক বৈঠক

সংযুক্ত কিষাণ মোর্চার জাতীয় কো-অর্ডিনেশন কমিটির সদস্য অভীক সাহা জানান, 26 নভেম্বর রাজভবন চলো অভিযান হবে ৷ রাজ্যপালকে স্মারকলিপি দেওয়া হবে৷ রাজ্যপালের কাছে দু’টি আলাদা আলাদা স্মারকলিপি জমা দেওয়া হবে । একটা মুখ্যমন্ত্রীর জন্য । আর দ্বিতীয়টি রাজ্যপাল মারফত দেশের রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য । দ্বিতীয়ত, হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে দুপুর 1টায় মিছিল হবে । দুপুর 2টো থেকে রানি রাসমণি রোডে জনসভা অনুষ্ঠিত হবে ।

samyukt-kisan-morcha-will-hold-the-rajbhawan-abhijan-rally-on-26-novermber-2022
সংযুক্ত কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গ শাখার মিছিল

সংযুক্ত কৃষক মোর্চার রাজ্য নেতৃবর্গ এদিন সাফ জানান, কেন্দ্র ও রাজ্য, এই উভয় সরকার অবিলম্বে দাবিগুলো পূরণ না করলে বৃহত্তর আন্দোলন হবে ৷

আরও পড়ুন: আইন প্রত্যাহার হলেও কৃষকদের বাকি দাবিগুলি মিটবে কি ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.