কলকাতা, 6 অগস্ট: অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে 'জয় জওয়ান জয় কিষাণ' আন্দোলন সংযুক্ত কিষাণ মোর্চার (Samyukt Kisan Morcha on Agnipath Scheme) ৷
এক বছরের বেশি সময় ধরে রোদ, ঝড়, জল, বৃষ্টি, শীত উপেক্ষা করে, পুলিশের লাঠির আঘাত সহ্য করে নিজেদের হক-দাবি আদায়ে অনড় ছিলেন কৃষকরা। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে কৃষকদের জেদের কাছে পিছু হটতে হয়েছিল। প্রত্যহার করা হয়েছিল তিন কৃষি আইন। যদিও এখনও কৃষকদের সব দাবি দাওয়া পূরণ করা হয়নি।
অগ্নিপথ প্রকল্প বাতিলের সঙ্গে রাজ্যের বর্তমান ইস্যু 'কোটি-কোটি টাকার নিয়োগ দুর্নীতি' জুড়ে বৃহত্তর আন্দোলন চলবে। ইতিমধ্যে একটা বড় মিছিলের পরিকল্পনা নিয়েছে 36টি ছোট-বড় কৃষক সংগঠন। যে মিছিলটি মৌলালির রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত চলবে। কৃষক সংগঠন ছাড়াও ছাত্র, যুব, মহিলা, গণসংগঠন অংশগ্রহণ করবে।
সংযুক্ত মোর্চার অভিযোগ, কেন্দ্রে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠিত হওয়ার একের পর এক সরকারি সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। রেল-সহ বহু বেসরকারিকরণ করা হয়েছে। সমস্ত সেক্টরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এমনকী, দেশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দেশের বেকার যুবকদের নিয়ে প্রহসন চলছে।
আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কংগ্রেসের
সিপিআইএমএল লিবারেশন নেতা পার্থ ঘোষ বলেন, "চার বছরের চুক্তিতে সেনায় নিয়োগ করা হবে। তারপর? যাঁরা স্থায়ীভাবে নিয়োগ পাবে না, তাঁরা কোথায় যাবে? তাঁদের পেনশন কে দেবে? ঘরে ফিরে কী কাজ করবে তাঁরা? আদতে, দেশের যুবকদের জীবন শেষ করে নিরাপত্তা বিঘ্নিত করে আরএসএস ক্যাডার তৈরির চক্রান্ত চলছে। যা দেশের মানুষের নিরাপত্তা ও দেশের ঐক্যের প্রশ্নে বড় বিপদজনক। তাই, এর বিরূদ্ধে আমরা , সাঠারণ কৃষকরা প্রতিবাদ জানাবে। কারণ, দেশের 51 শতাংশ বেশি মানুষ কৃষক। ঠিক তেমনই খেটে খাওয়া গরিব ঘরের ছেলেমেয়েরা সেনায় কাজ করেন। সেই ছেলেমেয়েদের চার বছর পর ঘরে ফিরিয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হচ্ছে।"