ETV Bharat / state

RSS branches in Bengal-Northeast : বাংলা ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে 5 হাজার করে শাখা খুলছে আরএসএস

author img

By

Published : Feb 25, 2022, 1:01 PM IST

বাংলা এবং উত্তরপূর্বের প্রতিটি রাজ্যে 5,000 করে শাখা খুলছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS branches in Bengal-Northeast)৷ লোকসভা নির্বাচনের আগে তারা জনসংযোগে জোর দিতে চাইছে (RSS making public relations)৷

RSS New branches in Bengal and northeast
বাংলা ও উত্তরপূর্বের রাজ্যগুলিতে 5 হাজার করে শাখা খুলছে আরএসএস

কলকাতা, 25 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্ব ভারতের প্রতিটি রাজ্যে পাঁচ হাজার করে নতুন শাখা খুলে জনসংযোগে জোর দিতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (RSS opens branches) । বাংলা, অসম, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডে সংগঠন বৃদ্ধিতে নতুন পদক্ষেপ করছে আরএসএস (RSS branches in Bengal-Northeast) । ইতিমধ্যেই কলকাতার কেশব ভবনকে উত্তরপূর্ব ভারতের প্রধান শাখা অফিসে পরিণত করা হয়েছে । আর বাংলা থেকে এই রাজ্যগুলির সংগঠন বৃদ্ধির কাজ শুরু হচ্ছে ।

মূলত এই নতুন শাখাগুলি থেকে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করবে আরএসএস (RSS making public relations) । কোভিডের জন্য উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলির শাখা অফিসে কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল । তার পর সূর্য নমস্কার-সহ একাধিক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় ।

আরও পড়ুন: RSS in Bengal : বঙ্গ বিজেপিতে আস্থা নেই, রাজ্যে সংগঠন বৃদ্ধির কাজ হাতে তুলে নিল আরএসএস

আরএসএস (RSS opens 5000 branches each in Bengal and northeast) সূত্রে জানা গিয়েছে, 2024 এর লোকসভা নির্বাচনের আগে বাংলা ও গোটা উত্তরপূর্ব ভারতে তাদের সংগঠনকে শক্তিশালী করাই মূল লক্ষ্য । সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের পাখির চোখ বাংলা ও উত্তর-পূর্ব ভারত ৷ সেখানে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছেন তিনি । ঘর গোছাতে ঢালাও সমাজসেবা মূলক কর্মসূচি করার লক্ষ্যমাত্রা নিয়েছে আরএসএস । এজন্য 2 বছর সময় দেওয়া হয়েছে আরএসএস-এর প্রচারকদের এবং এই সমস্ত সামাজিক কাজকর্মই চলবে এই শাখাগুলির মাধ্যমে ।

আরএসএস-এর একজন প্রবীণ সদস্য বলেন, "2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে হ্যাটট্রিক করবেন । তার জন্য আরএসএস এখন থেকেই আদাজল খেয়ে ময়দানে নামতে চলেছে । সেজন্যই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে দু বছরের জন্য সংগঠনের বিশেষ মহড়া চলবে । আর নতুন নতুন শাখার মাধ্যমে ঢালাও সামাজিক কর্মসূচি গ্রহণ করে মানুষের মন জয় করাই তাদের আসল উদ্দেশ্য ৷"

আরও পড়ুন : RSS West Bengal : এবার বামেদের ধাঁচে পশ্চিমবঙ্গে সর্বক্ষণের কর্মী নিয়োগ করবে আরএসএস

কলকাতা, 25 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্ব ভারতের প্রতিটি রাজ্যে পাঁচ হাজার করে নতুন শাখা খুলে জনসংযোগে জোর দিতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (RSS opens branches) । বাংলা, অসম, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডে সংগঠন বৃদ্ধিতে নতুন পদক্ষেপ করছে আরএসএস (RSS branches in Bengal-Northeast) । ইতিমধ্যেই কলকাতার কেশব ভবনকে উত্তরপূর্ব ভারতের প্রধান শাখা অফিসে পরিণত করা হয়েছে । আর বাংলা থেকে এই রাজ্যগুলির সংগঠন বৃদ্ধির কাজ শুরু হচ্ছে ।

মূলত এই নতুন শাখাগুলি থেকে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করবে আরএসএস (RSS making public relations) । কোভিডের জন্য উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলির শাখা অফিসে কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল । তার পর সূর্য নমস্কার-সহ একাধিক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় ।

আরও পড়ুন: RSS in Bengal : বঙ্গ বিজেপিতে আস্থা নেই, রাজ্যে সংগঠন বৃদ্ধির কাজ হাতে তুলে নিল আরএসএস

আরএসএস (RSS opens 5000 branches each in Bengal and northeast) সূত্রে জানা গিয়েছে, 2024 এর লোকসভা নির্বাচনের আগে বাংলা ও গোটা উত্তরপূর্ব ভারতে তাদের সংগঠনকে শক্তিশালী করাই মূল লক্ষ্য । সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের পাখির চোখ বাংলা ও উত্তর-পূর্ব ভারত ৷ সেখানে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছেন তিনি । ঘর গোছাতে ঢালাও সমাজসেবা মূলক কর্মসূচি করার লক্ষ্যমাত্রা নিয়েছে আরএসএস । এজন্য 2 বছর সময় দেওয়া হয়েছে আরএসএস-এর প্রচারকদের এবং এই সমস্ত সামাজিক কাজকর্মই চলবে এই শাখাগুলির মাধ্যমে ।

আরএসএস-এর একজন প্রবীণ সদস্য বলেন, "2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে হ্যাটট্রিক করবেন । তার জন্য আরএসএস এখন থেকেই আদাজল খেয়ে ময়দানে নামতে চলেছে । সেজন্যই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে দু বছরের জন্য সংগঠনের বিশেষ মহড়া চলবে । আর নতুন নতুন শাখার মাধ্যমে ঢালাও সামাজিক কর্মসূচি গ্রহণ করে মানুষের মন জয় করাই তাদের আসল উদ্দেশ্য ৷"

আরও পড়ুন : RSS West Bengal : এবার বামেদের ধাঁচে পশ্চিমবঙ্গে সর্বক্ষণের কর্মী নিয়োগ করবে আরএসএস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.