কলকাতা, 4 নভেম্বর : ফের পথ দুর্ঘটনা কলকাতা শহরে। কালীপুজোর দিন শহরে বেপরোয়া গাড়ি। ঘটনাস্থল টালা থানা এলাকা। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো শেখাতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক যুবককে ধাক্কা মারেন এক চালক।
আহত ওই যুবককের নাম বিশ্বজিৎ নস্কর। তাঁকে আহত অবস্থায় আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুযায়ী, রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ। আচমকাই একটি চার চাকা গাড়ি তাঁকে গিয়ে ধাক্কা মারে। অভিযোগ ওই গাড়ির চালক মদ্যপ ছিলেন। তিনি অন্য আরেক জনকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : Weather Update : রাজ্যে ঢুকছে উত্তর-পশ্চিমি বায়ু, শনিবার থেকে কমবে তাপমাত্রা
সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ি ধাক্কা মারে ওই যুবককে । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যান। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। টালা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ গাড়ি ও চালককে আটক করেছে।