কলকাতা, 12 ফেব্রুয়ারি : বাজেটে পাস হওয়ার সাত দিনের মধ্যেই গরিবদের জন্য 5 টাকায় দুপুরের খাওয়ার ব্যবস্থা শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাজেটে মায়ের রান্নাঘর প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । সোমবার কলকাতার 16 টি বোরোতে বিকেল তিনটা থেকে এই প্রকল্পের সূচনা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মায়ের রান্নাঘর এই প্রকল্পে একটি থানায় 200 গ্রাম চালের ভাত একটি সবজি ডাল ও ডিম থাকবে । রাজ্যে এখনও পর্যন্ত গরিবদের জন্য এমন অভিনব প্রকল্প শুরু হয়নি দাবি করেছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।
এদিন কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম প্রশাসক মণ্ডলীর সদস্য ও বোরো আধিকারিকদের নিয়ে এই প্রকল্প শুরু করা নিয়ে বৈঠক করেন । বৈঠকের শেষে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মত কলকাতা পৌরনিগম প্রত্যেকটি বোরোতে শুরু করবে মায়ের রান্নাঘর প্রকল্পটি । এবার থেকে শহরের কোন দরিদ্র মানুষ বিনা আহারে থাকবে না । প্রত্যেকটি দরিদ্র মানুষ যাতে অনাহারে না থাকে তার জন্যই মুখ্যমন্ত্রী এই পরিকল্পনা নিয়েছেন ।
কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশীষ কুমার জানিয়েছেন সোমবার তিনটের সময় মুখ্যমন্ত্রী মায়ের রান্নাঘর প্রকল্পের সূচনা করবেন । এরপর থেকে দুপুর একটা থেকে দুটো পর্যন্ত গরিবদের মাত্র 5 টাকার বিনিময় দুপুরের আহার দেওয়া হবে । থালায় 200 গ্রামের ভাত, সবজি, ডাল ও ডিম থাকবে ।
আরও পড়ুন : পুকুর ভরাটে কড়া কলকাতা পৌরনিগম
প্রথম ধাপে ষোলটি বোরোতে মায়ের রান্নাঘর প্রকল্পটি শুরু করা হচ্ছে । পরবর্তী সময় ধাপে ধাপে কলকাতা 144 টি ওয়ার্ড এই এই প্রকল্প শুরু করার লক্ষ্য রয়েছে কলকাতা পৌরনিগমের । প্রতি থানা পিছু খরচ 15 টাকা, তাতে রাজ্য সরকার অনুদান দেবে 10 টাকা । সাধারণ মানুষের থেকে নেওয়া হবে মাত্র পাঁচ টাকা । দেশের বিভিন্ন রাজ্যের এই ধরনের প্রকল্প থাকলেও, এই রাজ্যে প্রথম এই ধরনের প্রকল্প শুরু হতে চলেছে কলকাতায় ।