ETV Bharat / state

কোরোনা আবহে রাজ‍্যের বিভিন্ন দপ্তরে সচিব পদে রদবদল - Corona pandemic

কোরোনা পরিস্থিতির কারণে বাড়তি দায়িত্ব পড়েছে রাজ্য সরকারের প্রত্যেকটি দপ্তরে। আরও যথাযথভাবে যাতে তারা সেই দায়িত্ব সামলাতে পারে, তার জন্য রদবদল ঘটানো হল একাধিক দপ্তরের সচিব ও প্রধান সচিব পদে ।

কলকাতা
কলকাতা
author img

By

Published : Jul 5, 2020, 12:16 PM IST

কলকাতা, 5 জুলাই : কোরোনা আবহের মধ‍্যেই রাজ্য প্রশাসনের একাধিক দপ্তরের প্রধান সচিব ও সচিব পদে রদ বদল। প্রশাসনিক কাজে গতি আনতে নবান্নের তরফে এই রদবদল করা হয়েছে বলে খবর ।

কোরোনা পরিস্থিতির কারণে বাড়তি দায়িত্ব পড়েছে রাজ্য সরকারের প্রত্যেকটি দপ্তরের। দপ্তরগুলি যাতে যথাযথভাবে সেই দায়িত্ব সামলাতে পারে তার জন্য রাজ্য প্রশাসনের তরফে একাধিক দপ্তরের সচিব ও প্রধান সচিব পদে রদবদল ঘটানো হয়েছে । ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্সের প্রিন্সিপাল স্টেট এডিটর ছিলেন অনিল ভার্মা। তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব করা হয়েছে । নতুন স্টেট এডিটর ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স পদে আনা হয়েছে 1997 ব্যাচের IAS রাজীব কুমারকে । বরুণ কুমার রায়কে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকে পাঠানো হয়েছে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের প্রধান সচিব পদে। অপ্রচলিত শক্তি দপ্তরের সচিব পদে এসেছেন ছোটন লামা । তিনি পঞ্চায়েত সচিব ছিলেন ।

এটিআইয়ের ডিজি পদের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দিল্লি রেসিডেন্ট কমিশনারের অফিসের বিশেষ আধিকারিকের পদে আনা হয়েছে সুমন্ত চৌধুরিকে । কর্মী ও কর্মীবর্গ দপ্তরের বিশেষ আধিকারিক পদে ছিলেন তেজস্বী রানা। তাঁকে ভূমি ও ভূমি রাজস্ব এবং উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের বিশেষ আধিকারিক করা হয়েছে। নবান্নের তরফে একে রুটিন বদলি বলা হয়েছে ।

কলকাতা, 5 জুলাই : কোরোনা আবহের মধ‍্যেই রাজ্য প্রশাসনের একাধিক দপ্তরের প্রধান সচিব ও সচিব পদে রদ বদল। প্রশাসনিক কাজে গতি আনতে নবান্নের তরফে এই রদবদল করা হয়েছে বলে খবর ।

কোরোনা পরিস্থিতির কারণে বাড়তি দায়িত্ব পড়েছে রাজ্য সরকারের প্রত্যেকটি দপ্তরের। দপ্তরগুলি যাতে যথাযথভাবে সেই দায়িত্ব সামলাতে পারে তার জন্য রাজ্য প্রশাসনের তরফে একাধিক দপ্তরের সচিব ও প্রধান সচিব পদে রদবদল ঘটানো হয়েছে । ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্সের প্রিন্সিপাল স্টেট এডিটর ছিলেন অনিল ভার্মা। তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব করা হয়েছে । নতুন স্টেট এডিটর ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স পদে আনা হয়েছে 1997 ব্যাচের IAS রাজীব কুমারকে । বরুণ কুমার রায়কে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকে পাঠানো হয়েছে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের প্রধান সচিব পদে। অপ্রচলিত শক্তি দপ্তরের সচিব পদে এসেছেন ছোটন লামা । তিনি পঞ্চায়েত সচিব ছিলেন ।

এটিআইয়ের ডিজি পদের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দিল্লি রেসিডেন্ট কমিশনারের অফিসের বিশেষ আধিকারিকের পদে আনা হয়েছে সুমন্ত চৌধুরিকে । কর্মী ও কর্মীবর্গ দপ্তরের বিশেষ আধিকারিক পদে ছিলেন তেজস্বী রানা। তাঁকে ভূমি ও ভূমি রাজস্ব এবং উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের বিশেষ আধিকারিক করা হয়েছে। নবান্নের তরফে একে রুটিন বদলি বলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.