ETV Bharat / state

চোর সন্দেহে থানায় নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার, আইসির বিরুদ্ধে তদন্তের রিপোর্ট পেশ হাইকোর্টে - কলকাতা হাইকোর্টে ইসলামপুরে চুরির ঘটনার রিপোর্ট পেশ

Islampur Theft Case in High Court: কালীমন্দিরে চুরির ঘটনায় অভিযুক্তকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনায় আজ কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ হল ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 10:52 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: ইসলামপুরে কালীমন্দিরে চুরি সন্দেহে অত্যাচারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা মেনে নিয়ে বৃহস্পতিবার আদালতে রিপোর্ট দিলেন পুলিশ সুপার ৷ সেই রিপোর্টে তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানানো হয়েছে । একইসঙ্গে ইসলামপুর থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে । অভিযুক্তের পরিবারকে না জানিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে বলে এসপি রিপোর্ট দিয়ে জানিয়েছেন । বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ আপাতত তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন । 5 জানুয়ারি ফের শুনানি হবে এই মামলার ।

ইসলামপুরে স্থানীয় কাউন্সিলরের বাড়ির কালীর মন্দির থেকে সোনার অলঙ্কার চুরির অভিযোগ ওঠে । সিসিটিভি ফুটেজ দেখে বাড়ি গিয়ে অভিযুক্তকে না পেয়ে তাঁর স্ত্রীকে তুলে নিয়ে আসে পুলিশ । সেখানে কোনও মহিলা পুলিশ ছিল না । পুরুষ অফিসার মদ্যপ অবস্থায় তাঁকে মারধর করে । তিনদিন থানার লকাপে রেখে মারধরও করা হয় মহিলাকে । পরে স্ত্রীকে ছাড়াতে গেলে তাঁর স্বামীকে বেধড়ক মারধরের পর আটক করা হয় । ঘটনার পরের দিন 30 অক্টোবর গ্রেফতার করা হয় বলে দেখানো হয় । কিন্তু স্ত্রীকে কোর্টে হাজির না করে ছেড়ে দেয় পুলিশ ।

27 অক্টোবর গভীর রাতে কালী মন্দির থেকে সোনার গয়না চুরি হয় । 28 অক্টোবর রাতে তদন্তকারী অফিসার অভিযুক্তের বাড়িতে যায় ৷ সেই সময় অভিযুক্তকে না পেয়ে তাঁর স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ । সেই দিনই স্ত্রীর খোঁজে থানায় যায় অভিযুক্ত । তখন পুলিশ তাকেও গ্রেফতার করে । 30 অক্টোবর পর্যন্ত কোর্টে তাদের হাজির না করে দু'দিন ধরে থানায় অকথ্য অত্যাচার ও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে । শেষমেশ নিম্ন আদালতে তোলা হলে অভিযুক্তর 10 দিনের জেল হেফাজত হয় ।

অভিযুক্তর স্ত্রীর বক্তব্য, তারপর থানায় নিয়ে গিয়ে তাঁর স্বামীকে ফের তাঁর সামনেই লাঠি দিয়ে পেটানো হয় । 30 অক্টোবর ওই মহিলাকে গ্রেফতারের তিনদিন পরে হাতের আঙুলের ছাপ নিয়ে ছেড়ে দেওয়া হয় ৷ এদিকে থানায় অত্যাচারের ফলে 1 নভেম্বর ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন । 2 নভেম্বর তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে কয়েকদিন চিকিৎসার পর অসুস্থতা বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । সেখানেই তাঁর চিকিৎসা চলছে বর্তমানে । এই ঘটনার বিচার পেতে অভিযুক্তর স্ত্রী হাইকোর্টের দ্বারস্থ হন ৷ এই মামলার শুনানিতে আগের দিন বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশের রিপোর্ট তলব করেছিলেন । আজ সেই রিপোর্ট দেয় পুলিশ সুপার ৷

আরও পড়ুন :

1 আদালতে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স নেই যে সুইচ টিপলেই কাজ হয়ে যাবে, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

2 অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে প্রার্থী হলে আমি ভোট দেব, বললেন অধীর

3 পানীয় জল না গেলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, 7 ডিসেম্বর: ইসলামপুরে কালীমন্দিরে চুরি সন্দেহে অত্যাচারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা মেনে নিয়ে বৃহস্পতিবার আদালতে রিপোর্ট দিলেন পুলিশ সুপার ৷ সেই রিপোর্টে তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানানো হয়েছে । একইসঙ্গে ইসলামপুর থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে । অভিযুক্তের পরিবারকে না জানিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে বলে এসপি রিপোর্ট দিয়ে জানিয়েছেন । বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ আপাতত তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন । 5 জানুয়ারি ফের শুনানি হবে এই মামলার ।

ইসলামপুরে স্থানীয় কাউন্সিলরের বাড়ির কালীর মন্দির থেকে সোনার অলঙ্কার চুরির অভিযোগ ওঠে । সিসিটিভি ফুটেজ দেখে বাড়ি গিয়ে অভিযুক্তকে না পেয়ে তাঁর স্ত্রীকে তুলে নিয়ে আসে পুলিশ । সেখানে কোনও মহিলা পুলিশ ছিল না । পুরুষ অফিসার মদ্যপ অবস্থায় তাঁকে মারধর করে । তিনদিন থানার লকাপে রেখে মারধরও করা হয় মহিলাকে । পরে স্ত্রীকে ছাড়াতে গেলে তাঁর স্বামীকে বেধড়ক মারধরের পর আটক করা হয় । ঘটনার পরের দিন 30 অক্টোবর গ্রেফতার করা হয় বলে দেখানো হয় । কিন্তু স্ত্রীকে কোর্টে হাজির না করে ছেড়ে দেয় পুলিশ ।

27 অক্টোবর গভীর রাতে কালী মন্দির থেকে সোনার গয়না চুরি হয় । 28 অক্টোবর রাতে তদন্তকারী অফিসার অভিযুক্তের বাড়িতে যায় ৷ সেই সময় অভিযুক্তকে না পেয়ে তাঁর স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ । সেই দিনই স্ত্রীর খোঁজে থানায় যায় অভিযুক্ত । তখন পুলিশ তাকেও গ্রেফতার করে । 30 অক্টোবর পর্যন্ত কোর্টে তাদের হাজির না করে দু'দিন ধরে থানায় অকথ্য অত্যাচার ও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে । শেষমেশ নিম্ন আদালতে তোলা হলে অভিযুক্তর 10 দিনের জেল হেফাজত হয় ।

অভিযুক্তর স্ত্রীর বক্তব্য, তারপর থানায় নিয়ে গিয়ে তাঁর স্বামীকে ফের তাঁর সামনেই লাঠি দিয়ে পেটানো হয় । 30 অক্টোবর ওই মহিলাকে গ্রেফতারের তিনদিন পরে হাতের আঙুলের ছাপ নিয়ে ছেড়ে দেওয়া হয় ৷ এদিকে থানায় অত্যাচারের ফলে 1 নভেম্বর ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন । 2 নভেম্বর তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে কয়েকদিন চিকিৎসার পর অসুস্থতা বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । সেখানেই তাঁর চিকিৎসা চলছে বর্তমানে । এই ঘটনার বিচার পেতে অভিযুক্তর স্ত্রী হাইকোর্টের দ্বারস্থ হন ৷ এই মামলার শুনানিতে আগের দিন বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশের রিপোর্ট তলব করেছিলেন । আজ সেই রিপোর্ট দেয় পুলিশ সুপার ৷

আরও পড়ুন :

1 আদালতে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স নেই যে সুইচ টিপলেই কাজ হয়ে যাবে, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

2 অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে প্রার্থী হলে আমি ভোট দেব, বললেন অধীর

3 পানীয় জল না গেলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.