ETV Bharat / state

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ - ওয়েস্ট বেঙ্গল মিউনিশিপাল সার্ভিস কমিশন

মেডিকেল অফিসার, সাব-রেজিস্ট্রার, স্টাফ নার্স, এবং ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন । বেতন কাঠামো 20,000 থেকে 60,000 টাকা । আবেদনের শেষ তারিখ 23 ডিসেম্বর ।

Recruitment of West Bengal Municipal Service Commission
ওয়েস্ট বেঙ্গল মিউনিশিপাল সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ
author img

By

Published : Dec 5, 2020, 8:11 AM IST

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন ছ'টি শূন্যপদে অনলাইনে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে । মেডিকেল অফিসার, সাব-রেজিস্ট্রার, স্টাফ নার্স, এবং ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করা হবে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট http://www.mscwb.org-এ আবেদন করতে পারবেন ।

1. মেডিকেল অফিসার(চেস্ট স্পেশালিস্ট)

শূন্যপদ : 1টি (SC)

শিক্ষাগত যোগ্যতা : MBBS ।

বয়সসীমা : 18 থেকে 37 বছর ।

2. সাব-রেজিস্ট্রার

শূন্যপদ : 1টি (SC)

শিক্ষাগত যোগ্যতা : BHMS/DHMS/DS ।

বয়সসীমা : 18 থেকে 45 বছর ।

3. স্টাফ নার্স

শূন্যপদ : 3টি (OBC-2, ST-1)

শিক্ষাগত যোগ্যতা : নার্সিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ।

বয়সসীমা : 18 থেকে 45 বছর ।

4. ফুড সেফটি অফিসার

শূন্যপদ : 1টি (SC-1)

শিক্ষাগত যোগ্যতা : ফুড টেকনোলজি/বায়ো টেকনোলজি/মেডিসিন/বায়োকেমিস্ট্রি/ অয়েল টেকনোলজি/এগ্রিকালচারাল সায়েন্স/ মাইক্রোবায়োলজিতে স্নাতক অথবা কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ।

বয়সসীমা : 18 থেকে 39 বছর ।

বেতন কাঠামো 20,000 থেকে 60,000 টাকা । আবেদনের শেষ তারিখ 23 ডিসেম্বর ।

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন ছ'টি শূন্যপদে অনলাইনে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে । মেডিকেল অফিসার, সাব-রেজিস্ট্রার, স্টাফ নার্স, এবং ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করা হবে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট http://www.mscwb.org-এ আবেদন করতে পারবেন ।

1. মেডিকেল অফিসার(চেস্ট স্পেশালিস্ট)

শূন্যপদ : 1টি (SC)

শিক্ষাগত যোগ্যতা : MBBS ।

বয়সসীমা : 18 থেকে 37 বছর ।

2. সাব-রেজিস্ট্রার

শূন্যপদ : 1টি (SC)

শিক্ষাগত যোগ্যতা : BHMS/DHMS/DS ।

বয়সসীমা : 18 থেকে 45 বছর ।

3. স্টাফ নার্স

শূন্যপদ : 3টি (OBC-2, ST-1)

শিক্ষাগত যোগ্যতা : নার্সিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ।

বয়সসীমা : 18 থেকে 45 বছর ।

4. ফুড সেফটি অফিসার

শূন্যপদ : 1টি (SC-1)

শিক্ষাগত যোগ্যতা : ফুড টেকনোলজি/বায়ো টেকনোলজি/মেডিসিন/বায়োকেমিস্ট্রি/ অয়েল টেকনোলজি/এগ্রিকালচারাল সায়েন্স/ মাইক্রোবায়োলজিতে স্নাতক অথবা কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ।

বয়সসীমা : 18 থেকে 39 বছর ।

বেতন কাঠামো 20,000 থেকে 60,000 টাকা । আবেদনের শেষ তারিখ 23 ডিসেম্বর ।

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

For All Latest Updates

TAGGED:

job news
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.