ETV Bharat / state

একদিনে রেকর্ড আক্রান্তেও কলকাতায় বাড়ল না কনটেইনমেন্ট জ়োন - 319 containment zones in kolkata

আজ কলকাতায় নতুন করে সংক্রমিতের সংখ্যা 63 । তবে বাড়েনি কনটেইনমেন্ট জ়োনের সংখ‍্যা। আজও কলকাতায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা 319।

ছবি
ছবি
author img

By

Published : May 8, 2020, 11:15 PM IST

কলকাতা, 8 মে : রাজ্যে সংক্রমণের নিরিখে আজ রেকর্ড। গত 24 ঘণ্টায় কোরোনায় সংক্রমিত হল 130 জন। তার মধ্যে কলকাতাতেই সংক্রমিতের সংখ্যা 63। আজ কলকাতায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 846 । গতকাল এই সংখ্যাটা ছিল 783। কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও আজ আর কনটেইনমেন্ট জ়োনের সংখ্য়া বাড়েনি । নবান্ন সূত্রে খবর, আজ আর নতুন করে বাড়েনি কনটেইনমেন্ট জ়োনের সংখ‍্যা। আজও কলকাতায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্য়া 319। কিন্তু উত্তর 24 পরগনায় 85 থেকে 92 তে বেড়ে দাঁড়াল কনটেইনমেন্ট জ়োনের সংখ্য়া ।

তথ্য বলছে, গতকাল পর্যন্ত উত্তর 24 পরগনার মোট আক্রান্তের সংখ্যা ছিল 220। তার মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 151। সরাসরি কোরোনার কারণে মৃত্যু হয়েছিল 13 জনের। কোরোনার সংক্রমণ কিংবা সন্দেহে মৃত্যু হয়েছিল আটজনের। আজ সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 232। নতুন করে মৃত্যুর কোনও খবর নেই। কিন্তু নবান্ন সূত্রে খবর, বুধবার উত্তর 24 পরগনায় কনটেইনমেন্ট জ়োনের সংখ‍্যা ছিল 85। আজ তা বেড়ে হয়েছে 92। এর জেরে যথেষ্ট উদ্বেগে রয়েছে প্রশাসন।

কলকাতার মতো হাওড়া, হুগলি, মালদা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বাড়েনি। হাওড়ায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা 76, হুগলিতে 18, নদিয়ায় 1, পূর্ব বর্ধমানে 1, দক্ষিণ 24 পরগনায় 22, পূর্ব মেদিনীপুরের 7, মালদায় 3, হুগলিতে 18, দার্জিলিংয়ের দুই, জলপাইগুড়িতে এক এবং কালিম্পংয়ে দু'টি।

কলকাতা, 8 মে : রাজ্যে সংক্রমণের নিরিখে আজ রেকর্ড। গত 24 ঘণ্টায় কোরোনায় সংক্রমিত হল 130 জন। তার মধ্যে কলকাতাতেই সংক্রমিতের সংখ্যা 63। আজ কলকাতায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 846 । গতকাল এই সংখ্যাটা ছিল 783। কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও আজ আর কনটেইনমেন্ট জ়োনের সংখ্য়া বাড়েনি । নবান্ন সূত্রে খবর, আজ আর নতুন করে বাড়েনি কনটেইনমেন্ট জ়োনের সংখ‍্যা। আজও কলকাতায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্য়া 319। কিন্তু উত্তর 24 পরগনায় 85 থেকে 92 তে বেড়ে দাঁড়াল কনটেইনমেন্ট জ়োনের সংখ্য়া ।

তথ্য বলছে, গতকাল পর্যন্ত উত্তর 24 পরগনার মোট আক্রান্তের সংখ্যা ছিল 220। তার মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 151। সরাসরি কোরোনার কারণে মৃত্যু হয়েছিল 13 জনের। কোরোনার সংক্রমণ কিংবা সন্দেহে মৃত্যু হয়েছিল আটজনের। আজ সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 232। নতুন করে মৃত্যুর কোনও খবর নেই। কিন্তু নবান্ন সূত্রে খবর, বুধবার উত্তর 24 পরগনায় কনটেইনমেন্ট জ়োনের সংখ‍্যা ছিল 85। আজ তা বেড়ে হয়েছে 92। এর জেরে যথেষ্ট উদ্বেগে রয়েছে প্রশাসন।

কলকাতার মতো হাওড়া, হুগলি, মালদা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বাড়েনি। হাওড়ায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা 76, হুগলিতে 18, নদিয়ায় 1, পূর্ব বর্ধমানে 1, দক্ষিণ 24 পরগনায় 22, পূর্ব মেদিনীপুরের 7, মালদায় 3, হুগলিতে 18, দার্জিলিংয়ের দুই, জলপাইগুড়িতে এক এবং কালিম্পংয়ে দু'টি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.