ETV Bharat / state

কালীঘাটেই হবে রাম পুজো, নির্দেশ কলকাতা হাইকোর্টের - Ram Puja

Ram Puja will be held at Kalighat: কালীঘাটেই রাম পুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের লাইভ কভারেজ দেখানোরও পরিকল্পনা নেন উদ্যোক্তারা। কিন্তু ওই জায়গায় রাস্তা আটকে পুজো হলে সমস্যা হবে বলে রাজ্যের তরফে আপত্তি তোলা হয়।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 9:24 PM IST

কলকাতা, 17 জানুয়ারি: কালীঘাটেই রাম পুজোর অনুমতি দল কলকাতা হাইকোর্ট। তবে বিকল্প জায়গায় রাম পুজোর অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগে নেপাল ভট্টাচার্য লেনে কালীঘাট 66 পল্লীর কাছে আগামী 22 জানুয়ারি রাম পুজোর আয়োজন করা হয়েছিল। সেদিন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের লাইভ কভারেজ দেখানোরও পরিকল্পনা নেয় উদ্যোক্তারা।

কিন্তু ওই জায়গায় রাস্তা আটকে পুজো হলে সমস্যা হবে বলে রাজ্যের তরফে আপত্তি তোলা হয়। জানা গিয়েছে, এরপর অবশ্য দেশপ্রাণ শাসমল পার্কে পুজো করার অনুমতি দেয় প্রশাসন। বেলা চারটের মধ্যে তা শেষ করতে হবে বলেও রাজ্যের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়। চারটের মধ্যে শেষ করার ব্যাপারে আপত্তি জানায় সংগঠন। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছেন, ওইদিন সন্ধ্যা ছ'টা পর্যন্ত পার্কের একাংশে এই অনুষ্ঠান করা যাবে।

কালীঘাটে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান ও পুজোর অনুমোদনের মামলায় পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে মামলা দায়ের করে কালীঘাট বহুমুখী সেবা সমিতি। সেই মামলায় এদিন পুজোর অনুমতি দিয়েছে হাইকোর্ট ৷ সকাল ন'টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত করতে হবে অনুষ্ঠান। দেশপ্রাণ শাসমল পার্কের অর্ধেকটা জায়গা নিয়ে অনুষ্ঠান করতে হবে। তবে 60 জন সদস্যর বেশি সেখানে থাকতে পারবে না বলেও জানিয়েছে আদালত।

আবেদনকারীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে বলেন, "রাজ্য পুলিশকে ইমেলের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য জানিয়েছিলাম। কিন্তু কোনও সদুত্তর পাওয়া যায়নি। অস্থায়ী মঞ্চ বেঁধে সকাল ন'টা থেকে রাত ন'টা পর্যন্ত দেখানো হবে পুজো।" রাজ্যের আইনজীবী জানান, দেশপ্রাণ শাসমল পার্কে এই পুজো হতে পারে। অন্য কোনও জায়গায় তা সম্ভব নয়। 144 ধারা জারি আছে কিছু জায়গায়। সকাল ন'টা থেকে বিকেল চারটে পর্যন্ত পুজো হতে পারে। তার কারণ এই পার্কে ছেলে মেয়েরা খেলাধুলা থেকে শুরু করে ব্যায়াম করে। অন্যদিকে, পৌরসভা জানায় আবেদনকারী গত সোমবার ইমেল মারফত তাদের কাছে অনুমতি চেয়েছিল।

কলকাতা, 17 জানুয়ারি: কালীঘাটেই রাম পুজোর অনুমতি দল কলকাতা হাইকোর্ট। তবে বিকল্প জায়গায় রাম পুজোর অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগে নেপাল ভট্টাচার্য লেনে কালীঘাট 66 পল্লীর কাছে আগামী 22 জানুয়ারি রাম পুজোর আয়োজন করা হয়েছিল। সেদিন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের লাইভ কভারেজ দেখানোরও পরিকল্পনা নেয় উদ্যোক্তারা।

কিন্তু ওই জায়গায় রাস্তা আটকে পুজো হলে সমস্যা হবে বলে রাজ্যের তরফে আপত্তি তোলা হয়। জানা গিয়েছে, এরপর অবশ্য দেশপ্রাণ শাসমল পার্কে পুজো করার অনুমতি দেয় প্রশাসন। বেলা চারটের মধ্যে তা শেষ করতে হবে বলেও রাজ্যের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়। চারটের মধ্যে শেষ করার ব্যাপারে আপত্তি জানায় সংগঠন। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছেন, ওইদিন সন্ধ্যা ছ'টা পর্যন্ত পার্কের একাংশে এই অনুষ্ঠান করা যাবে।

কালীঘাটে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান ও পুজোর অনুমোদনের মামলায় পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে মামলা দায়ের করে কালীঘাট বহুমুখী সেবা সমিতি। সেই মামলায় এদিন পুজোর অনুমতি দিয়েছে হাইকোর্ট ৷ সকাল ন'টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত করতে হবে অনুষ্ঠান। দেশপ্রাণ শাসমল পার্কের অর্ধেকটা জায়গা নিয়ে অনুষ্ঠান করতে হবে। তবে 60 জন সদস্যর বেশি সেখানে থাকতে পারবে না বলেও জানিয়েছে আদালত।

আবেদনকারীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে বলেন, "রাজ্য পুলিশকে ইমেলের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য জানিয়েছিলাম। কিন্তু কোনও সদুত্তর পাওয়া যায়নি। অস্থায়ী মঞ্চ বেঁধে সকাল ন'টা থেকে রাত ন'টা পর্যন্ত দেখানো হবে পুজো।" রাজ্যের আইনজীবী জানান, দেশপ্রাণ শাসমল পার্কে এই পুজো হতে পারে। অন্য কোনও জায়গায় তা সম্ভব নয়। 144 ধারা জারি আছে কিছু জায়গায়। সকাল ন'টা থেকে বিকেল চারটে পর্যন্ত পুজো হতে পারে। তার কারণ এই পার্কে ছেলে মেয়েরা খেলাধুলা থেকে শুরু করে ব্যায়াম করে। অন্যদিকে, পৌরসভা জানায় আবেদনকারী গত সোমবার ইমেল মারফত তাদের কাছে অনুমতি চেয়েছিল।

আরও পড়ুন

রামলালা খাবেন 1265 কেজি'র লাড্ডু, নিজামের শহর থেকে যাচ্ছে রামরাজ্যে

ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়েরের তদন্তে সিট গঠন করল হাইকোর্ট

পুরীর জগন্নাথ দর্শন এবার আরও সহজ, মন্দির পরিক্রমাও করতে পারেন পুণ্যার্থীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.