ETV Bharat / state

College Service Commission: সিএসসি দুর্নীতি, দোষীদের শাস্তির দাবিতে মিছিল - কলেজ সার্ভিস কমিশন

সিএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত চেয়ারম্যান দীপক কর ও পার্থ চট্টোপাধ্যায়ের নামে অভিযোগ তুলে পথে নামল কলেজ সার্ভিস কমিশনের মেধাতালিকাভুক্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা (College Service Commission Corruption)।

College Service Commission
সিএসসি দুর্নীতি, দোষীদের শাস্তির দাবিতে মিছিল
author img

By

Published : Aug 5, 2022, 10:41 PM IST

কলকাতা, 5 অগস্ট: এসএসসি দুর্নীতির পর্দা ফাঁস হওয়ার পর এবার পথে নামল কলেজ সার্ভিস কমিশনের মেধাতালিকাভুক্ত বঞ্চিত চাকরিপ্রার্থীরা । তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে জানানো সত্ত্বেও হয়নি কোনও সুরাহা । তাই প্রশাসন এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করাতেই তাঁদের আজ রাজপথে নেমে মিছিল করতে হচ্ছে (College Service Commission Corruption)।

2018-এর কলেজ সার্ভিস কমিশনের অধ্যাপক নিয়োগ নিয়ে মেধা তালিকা প্রকাশের পর থেকেই দু'বছর কেটে গিয়েছে । বঞ্চিতরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে । এমনকী হাইকোর্টে এই নিয়োগ দুর্নীতি নিয়ে তাদের 170টির বেশি মামলা চলছে । কিন্তু পরিকল্পিতভাবে সেই মামলাগুলিকে কোর্ট বিচার দিতে দেরি করছে । এমনটাই অভিযোগ বঞ্চিতদের ।

সম্প্রতি কলেজ সার্ভিসের মেধা তালিকাভুক্তরা পুনরায় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দেন এবং ওনার দফতরে দুর্নীতি করে নিয়োগের কয়েকশো তথ্য প্রমান জমা করেন । শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু ও উচ্চশিক্ষা দফতরেও তথ্য-সহ ডেপুটেশন জমা দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: কলেজ সার্ভিস নিয়োগে দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে চিঠিতে অভিযোগ মেধাতালিকা ভুক্ত চাকরিপ্রার্থীদের

2018 সিএসসি এম্প্যানেল্ড ক্যান্ডিডেটস অর্গানাইজেসান (Empaneled Candidates Organization) সম্পাদক বিনয় কৃষ্ণ পাল বলেন, "আমরা বারে বারে মুখ্যমন্ত্রীকে দুর্নীতির অসংখ্য তথ্য পাঠিয়ে চিঠি দিয়েছি । কিন্তু আমাদের সমস্যার সমাধানের জন্য আজও কোনও পদক্ষেপ করা হল না । এমনকী শিক্ষামন্ত্রী থেকে শুরু করে উচ্চশিক্ষা দফতর নীরব ।"

শুক্রবার কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় প্রার্থীরা । এরপর তাঁরা মিছিল করে ধর্মতলায় এসএসসির বঞ্চিত প্রার্থীদের সঙ্গে দেখা করেন । তাছাড়াও আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয় যে, টাকার বিনিময়ে কম যোগ্য, তৃণমূলের নেতামন্ত্রী ও ইন্টারভিউ বোর্ড সদস্যদের প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য কলেজ সার্ভিসের যাবতীয় নিয়মকে যতভাবে ভাঙা যায় চেয়ারম্যান দীপক কর তা করেছেন । পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতি ক্রমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এই নিয়োগে । এর যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তি হওয়া দরকার ।

কলকাতা, 5 অগস্ট: এসএসসি দুর্নীতির পর্দা ফাঁস হওয়ার পর এবার পথে নামল কলেজ সার্ভিস কমিশনের মেধাতালিকাভুক্ত বঞ্চিত চাকরিপ্রার্থীরা । তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে জানানো সত্ত্বেও হয়নি কোনও সুরাহা । তাই প্রশাসন এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করাতেই তাঁদের আজ রাজপথে নেমে মিছিল করতে হচ্ছে (College Service Commission Corruption)।

2018-এর কলেজ সার্ভিস কমিশনের অধ্যাপক নিয়োগ নিয়ে মেধা তালিকা প্রকাশের পর থেকেই দু'বছর কেটে গিয়েছে । বঞ্চিতরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে । এমনকী হাইকোর্টে এই নিয়োগ দুর্নীতি নিয়ে তাদের 170টির বেশি মামলা চলছে । কিন্তু পরিকল্পিতভাবে সেই মামলাগুলিকে কোর্ট বিচার দিতে দেরি করছে । এমনটাই অভিযোগ বঞ্চিতদের ।

সম্প্রতি কলেজ সার্ভিসের মেধা তালিকাভুক্তরা পুনরায় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দেন এবং ওনার দফতরে দুর্নীতি করে নিয়োগের কয়েকশো তথ্য প্রমান জমা করেন । শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু ও উচ্চশিক্ষা দফতরেও তথ্য-সহ ডেপুটেশন জমা দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: কলেজ সার্ভিস নিয়োগে দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে চিঠিতে অভিযোগ মেধাতালিকা ভুক্ত চাকরিপ্রার্থীদের

2018 সিএসসি এম্প্যানেল্ড ক্যান্ডিডেটস অর্গানাইজেসান (Empaneled Candidates Organization) সম্পাদক বিনয় কৃষ্ণ পাল বলেন, "আমরা বারে বারে মুখ্যমন্ত্রীকে দুর্নীতির অসংখ্য তথ্য পাঠিয়ে চিঠি দিয়েছি । কিন্তু আমাদের সমস্যার সমাধানের জন্য আজও কোনও পদক্ষেপ করা হল না । এমনকী শিক্ষামন্ত্রী থেকে শুরু করে উচ্চশিক্ষা দফতর নীরব ।"

শুক্রবার কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় প্রার্থীরা । এরপর তাঁরা মিছিল করে ধর্মতলায় এসএসসির বঞ্চিত প্রার্থীদের সঙ্গে দেখা করেন । তাছাড়াও আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয় যে, টাকার বিনিময়ে কম যোগ্য, তৃণমূলের নেতামন্ত্রী ও ইন্টারভিউ বোর্ড সদস্যদের প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য কলেজ সার্ভিসের যাবতীয় নিয়মকে যতভাবে ভাঙা যায় চেয়ারম্যান দীপক কর তা করেছেন । পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতি ক্রমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এই নিয়োগে । এর যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তি হওয়া দরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.