কলকাতা, 16 সেপ্টেম্বর : দুপুর 2 টো । CBI সূত্রে খবর, এটাই রাজীব কুমারের ডেটলাইন । আর ওই সময়ের মধ্যে তিনি CGO কমপ্লেক্সে না এলে পদক্ষেপ করা হবে । চুপ করে বসে নেই রাজীব কুমারও ৷ তৎপর হয়েছেন তিনিও । বারাসত আদালতে ইতিমধ্যে আগাম জামিনের আবেদন করেছেন বলে সূত্রের খবর ৷ কিন্তু, বার কাউন্সিলের এক সদস্যের মৃত্যুর কারণে আজ শুনানির সম্ভাবনা নেই ৷ ফলে আগামীকাল পর্যন্ত তাঁকে অপেক্ষা করতেই হবে ৷
CBI এখন অপেক্ষা করছে রাজ্য পুলিশের DG-র উত্তরের । CBI আধিকারিকরা গতকাল বিকেলে সাড়ে 5টায় চারটে চিঠি নিয়ে নবান্নে যান । এর মধ্যে দুটি রাজ্য পুলিশের DGP-র জন্য । অন্য দুটি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের জন্য । প্রাথমিকভাবে অবশ্য নবান্নের তরফে ছুটির দিনে ওই চিঠি নিতে অস্বীকার করা হয় । পরে বিষয়টি জরুরি বলে আবেদন করায় DG-র চিঠিগুলি গ্রহণ করা হয় ৷ কিন্তু, স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবের চিঠি নবান্ন গ্রহণ করেনি বলে খবর । DG-কে লেখা দুটি চিঠির মধ্যে একটিতে রাজীব কুমারকে আজ দুটোর মধ্যে CGO কমপ্লেক্সে হাজির করানোর জন্য অনুরোধ করা হয়েছে বলে সূত্রের খবর ।
এই সংক্রান্ত আরও খবর : রাজীব কুমারের সুরক্ষাকবচ রইল না, বাধা নেই গ্রেপ্তারিতে
আসলে রাজ্য পুলিশের কোনও আধিকারিক ছুটিতে গেলে কী কারণে ও কোথায় ছুটিতে যাচ্ছেন তা ঊর্ধ্বতন আধিকারিকদের জানাতে হয় । তাই CBI আধিকারিকরা রাজীব সম্পর্কে জানতে DG, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের শরণাপন্ন হয়েছেন । সূত্রের খবর, চিঠি দিয়ে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে রাজীব কুমারের অবস্থান সম্পর্কে ।
এই সংক্রান্ত আরও খবর : রাজীবের বাড়িতে CBI, আজ তলব
সিনিয়র IPS অফিসারের বিরুদ্ধে তদন্ত নেমে একেবারে আটঘাট বেঁধেই এগোতে চাইছে CBI । সেই কারণে আইনজীবীর পরামর্শ নিয়ে খুঁটিনাটি সব বিষয়ে নজর রাখা হচ্ছে যাতে আদালতে কোনওভাবেই তদন্তের ফাঁক প্রমাণ করতে না পারেন রাজীবরা । CBI অফিসাররা ভালোভাবেই জানেন, দুঁদে IPS রাজীব কুমার আইনটা ভালোই জানেন । সঙ্গে রয়েছেন মিলন মুখোপাধ্যায়ের মতো সিনিয়র আইনজীবী । তাই তদন্তে বিন্দুমাত্র ফাঁকফোকর পেলে সেটাকেই হাতিয়ার করতে চাইবেন রাজীব কুমাররা ।
এই সংক্রান্ত আরও খবর : রাজীব কুমার কোথায় ? জানতে নবান্নে গিয়ে চিঠি ধরাল CBI
এমনিতে সরকারিভাবে রাজীবকে পলাতক বলতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কারণ, নিজে ইমেইল করে জানিয়েছেন যে তিনি ছুটিতে আছেন । সেই সূত্রে তাঁকে পলাতক বলা যাবে না । তবে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ঘনিষ্ঠ মহলে দাবি করছেন CBI অফিসাররা । তাই রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের কাছে চিঠি দিয়ে মাস্টার স্ট্রোক দিতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এখন নবান্নের তরফে যদি জানানো হয় রাজীব কুমার কোথায় আছেন, তবে সেখানে যেতে পারে CBI ৷ আবার যদি জানানো না হয়, তবে CBI আদালতে বলবে সরকারের তরফে অসহযোগিতা জারি রয়েছে । তদন্তকারীরা সেই চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছেন । এই চিঠির উত্তরের উপরেই CBI-র পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে বলে খবর ।
এই সংক্রান্ত আরও খবর : পুলিশ পাহারায় রাজীবের বাড়ি যেন দুর্গ, অভিযানের প্রস্তুতি CBI-এর
এদিকে, বারাসত আদালতেই সারদার RC-৪ মামলা চলছে । রাজীবকে ওই মামলাতেই 41 A ধারায় নোটিশ পাঠানো হয়েছে । তাই বারাসত আদালতেই তিনি আগাম জামিনের আবেদন করেছেন বলে সূত্রে খবর । কিন্তু, শনিবার বার কাউন্সিলের সদস্য সনাতন মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণে হাইকোর্ট সহ রাজ্যের কোনও আদালতেই কাজ করবেন না আইনজীবীরা । তাই আজ রাজীবের আগাম জামিনের আবেদনের সম্ভাবনা নেই ৷ আগামীকাল পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে হবে ৷
এই সংক্রান্ত আরও খবর : রাজীব কুমারকে কি পাওয়া যাচ্ছে না ? উত্তরে কী বললেন CBI-র জয়েন্ট ডিরেক্টর