ETV Bharat / state

লকডাউনে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে সময়ে চলবে পার্সেল ট্রেন

author img

By

Published : Mar 28, 2020, 10:21 PM IST

এমার্জেন্সি পরিস্থিতিতে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল পৌঁছাতে বেশি দেরি না হয় তাই এবার সময়সূচি মেনে চালানো হবে পার্সেল ট্রেন ।

Rail board will run Parcel train to deliver vital goods like in lockdown
লকডাউনে প্রাণদায়ী ওষুধের মতো অত্যাবশ্যক জিনিসপত্র পৌঁছে দিতে চলবে পার্সেল ট্রেন

কলকাতা, 28 মার্চ : কোরোনার মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । বন্ধ রয়েছে গণপরিবহন পরিষেবা । শুধুমাত্র জরুরি ও আপদকালীন পরিষেবা দিতে চলাচল করছে কিছু যানবাহন । একইভাবে ছাড় দেওয়া হয়েছে মালবাহী ট্রেনগুলির জন্য । এই এমার্জেন্সি পরিস্থিতিতে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল পৌঁছাতে বেশি দেরি না হয় তাই এবার সময়সূচি মেনে চালানো হবে পার্সেল ট্রেন ।

দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, এখন থেকে সময়সূচি মেনে চালানো হবে পার্সেল ট্রেন । এই পরিষেবা 3টি রুটে চলবে । শাক-সবজি, প্রাণদায়ী ওষুধপত্র, খাবার-দাবার, চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম সহ অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেবে এই পার্সেল ট্রেন । যে 3টি রুটে টাইম টেবিল মেনে ট্রেন চলাচল করবে সেগুলি হল - শালিমার থেকে কল্যাণী , শালিমার থেকে নিউ গুয়াহাটি ও শালিমার থেকে বেঙ্গালুরু । রেল বোর্ড সূত্রে আরও জানানো হয়েছে, মাল যাতে খুব দ্রুত পৌঁছানো সম্ভব হয়, তাই এই পার্সেল ট্রেনগুলি শুধুমাত্র 2 থেকে 3টি স্টেশনে দাঁড়াবে ।

কলকাতা, 28 মার্চ : কোরোনার মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । বন্ধ রয়েছে গণপরিবহন পরিষেবা । শুধুমাত্র জরুরি ও আপদকালীন পরিষেবা দিতে চলাচল করছে কিছু যানবাহন । একইভাবে ছাড় দেওয়া হয়েছে মালবাহী ট্রেনগুলির জন্য । এই এমার্জেন্সি পরিস্থিতিতে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল পৌঁছাতে বেশি দেরি না হয় তাই এবার সময়সূচি মেনে চালানো হবে পার্সেল ট্রেন ।

দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, এখন থেকে সময়সূচি মেনে চালানো হবে পার্সেল ট্রেন । এই পরিষেবা 3টি রুটে চলবে । শাক-সবজি, প্রাণদায়ী ওষুধপত্র, খাবার-দাবার, চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম সহ অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেবে এই পার্সেল ট্রেন । যে 3টি রুটে টাইম টেবিল মেনে ট্রেন চলাচল করবে সেগুলি হল - শালিমার থেকে কল্যাণী , শালিমার থেকে নিউ গুয়াহাটি ও শালিমার থেকে বেঙ্গালুরু । রেল বোর্ড সূত্রে আরও জানানো হয়েছে, মাল যাতে খুব দ্রুত পৌঁছানো সম্ভব হয়, তাই এই পার্সেল ট্রেনগুলি শুধুমাত্র 2 থেকে 3টি স্টেশনে দাঁড়াবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.