ETV Bharat / state

Subiresh Bhattacharya Replaced: সুবীরেশের বদলে রাজ্য অধ্যক্ষ উপদেষ্টা পরিষদের নয়া সভাপতি পূর্ণচন্দ্র মাইতি - Purnachandra Maiti

পাঁচমাস পর রাজ্য অধ্যক্ষ উপদেষ্টা পরিষদের পদ থেকে সরিয়ে দেওয়া হল সুবীরেশ ভট্টাচার্যকে ৷ বদলে এলেন আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি (Purnachandra Maiti Replaced Subiresh Bhattacharya)৷

Etv Bharat
সুবীরেশ ভট্টাচার্য
author img

By

Published : Feb 26, 2023, 8:49 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: অবশেষে রাজ্য অধ্যক্ষ উপদেষ্টা পরিষদের সভাপতির পদ থেকে সরানো হল সুবীরেশ ভট্টাচার্যকে । গত পাঁচ মাস ধরে তাঁর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার । অথচ ওই পাঁচ মাস বহাল তবিয়েতেই এই কমিটিতে থেকে গিয়েছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য । অবশেষে রবিবার তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হল । প্রশ্ন উঠছে, কেন এই পদ থেকে তাঁকে সরাতে পাঁচমাস সময় লেগে গেল ?

জানা গিয়েছে, জেলবন্দি হওয়ার পর থেকেই অধ্যক্ষ উপদেষ্টা পরিষদের সদস্যদের একাংশের তরফে সুবীরেশ ভট্টাচার্যকে মাথায় রাখা নিয়ে আপত্তি তুলেছিল । একাংশ তো এই নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন। এরপরেও তাঁকে সরাতে সময় নেওয়া হচ্ছিল । অবশেষে রবিবার তাঁকে সভাপতির পদ থেকে সরিয়ে পূর্ণচন্দ্র মাইতিকে নতুন সভাপতি নিয়োগ করা হল (Purnachandra Maiti elected as State Principal Council president)। যতদূর জানা যাচ্ছে, 2017 সাল থেকেই রাজ্য অধ্যক্ষ উপদেষ্টা পর্ষদের সভাপতি ছিলেন সুবীরেশ ভট্টাচার্য । নিয়ম হল, প্রত্যেক দু'বছর অন্তর অন্তর নতুন সভাপতি নির্বাচন করা হয় । প্রথমে লোকসভা ভোট এবং পরবর্তীতে করোনাকাল থাকার কারণে নির্বাচন করা যায়নি । এবার তাঁকে সরিয়ে দেওয়া হল ।

তাঁর বদলে নতুন যিনি সভাপতি হলেন তিনি সুবীরেশ বিক্ষুব্ধ গোষ্ঠীর সদস্য ছিলেন। তিনি সুবীরেশকে না-সরানো নিয়ে আগেই সরব হয়েছিলেন। নতুন সভাপতি পূর্ণচন্দ্র মাইতি আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ । এদিন সর্বসম্মতিক্রমেই তিনি নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর সুবীরেশ ভট্টাচার্যকে প্রথমেই তাঁকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হয় । বদলে নতুন দায়িত্ব দেওয়া হয় ওমপ্রকাশ মিশ্রকে । এমনকি এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়ানোর পর তার ডক্টরেট ডিগ্রিও কেড়ে নিয়েছে আদালত । অবশেষে এদিন তাকে রাজ্য অধ্যক্ষ উপদেষ্টা পরিষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল ।

আরও পড়ুন : 'আমরা একবছর পর এই জামিনের কথা ভাবব' ! সুবীরেশের আবেদন খারিজ করে মন্তব্য আদালতের

কলকাতা, 26 ফেব্রুয়ারি: অবশেষে রাজ্য অধ্যক্ষ উপদেষ্টা পরিষদের সভাপতির পদ থেকে সরানো হল সুবীরেশ ভট্টাচার্যকে । গত পাঁচ মাস ধরে তাঁর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার । অথচ ওই পাঁচ মাস বহাল তবিয়েতেই এই কমিটিতে থেকে গিয়েছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য । অবশেষে রবিবার তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হল । প্রশ্ন উঠছে, কেন এই পদ থেকে তাঁকে সরাতে পাঁচমাস সময় লেগে গেল ?

জানা গিয়েছে, জেলবন্দি হওয়ার পর থেকেই অধ্যক্ষ উপদেষ্টা পরিষদের সদস্যদের একাংশের তরফে সুবীরেশ ভট্টাচার্যকে মাথায় রাখা নিয়ে আপত্তি তুলেছিল । একাংশ তো এই নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন। এরপরেও তাঁকে সরাতে সময় নেওয়া হচ্ছিল । অবশেষে রবিবার তাঁকে সভাপতির পদ থেকে সরিয়ে পূর্ণচন্দ্র মাইতিকে নতুন সভাপতি নিয়োগ করা হল (Purnachandra Maiti elected as State Principal Council president)। যতদূর জানা যাচ্ছে, 2017 সাল থেকেই রাজ্য অধ্যক্ষ উপদেষ্টা পর্ষদের সভাপতি ছিলেন সুবীরেশ ভট্টাচার্য । নিয়ম হল, প্রত্যেক দু'বছর অন্তর অন্তর নতুন সভাপতি নির্বাচন করা হয় । প্রথমে লোকসভা ভোট এবং পরবর্তীতে করোনাকাল থাকার কারণে নির্বাচন করা যায়নি । এবার তাঁকে সরিয়ে দেওয়া হল ।

তাঁর বদলে নতুন যিনি সভাপতি হলেন তিনি সুবীরেশ বিক্ষুব্ধ গোষ্ঠীর সদস্য ছিলেন। তিনি সুবীরেশকে না-সরানো নিয়ে আগেই সরব হয়েছিলেন। নতুন সভাপতি পূর্ণচন্দ্র মাইতি আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ । এদিন সর্বসম্মতিক্রমেই তিনি নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর সুবীরেশ ভট্টাচার্যকে প্রথমেই তাঁকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হয় । বদলে নতুন দায়িত্ব দেওয়া হয় ওমপ্রকাশ মিশ্রকে । এমনকি এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়ানোর পর তার ডক্টরেট ডিগ্রিও কেড়ে নিয়েছে আদালত । অবশেষে এদিন তাকে রাজ্য অধ্যক্ষ উপদেষ্টা পরিষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল ।

আরও পড়ুন : 'আমরা একবছর পর এই জামিনের কথা ভাবব' ! সুবীরেশের আবেদন খারিজ করে মন্তব্য আদালতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.