ETV Bharat / state

করোনা টিকাকরণ কেন্দ্রে রূপান্তরিত হতে চলেছে প্রিয়া সিনেমা হল - কোভিড-19

সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই প্রেক্ষাগৃহকে করোনার টিকাকরণ কেন্দ্রে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিলেন প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত ৷

প্রিয়া সিনেমা হল
প্রিয়া সিনেমা হল
author img

By

Published : May 7, 2021, 11:34 AM IST

কলকাতা, 7 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত । খুব শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে আমাদের দেশে ।দৈনিক সংক্রমণের সংখ্যা চার লক্ষ পেড়িয়ে গিয়েছে । বাদ যায়নি আমাদের তিলোত্তমা কলকাতাও । করোনা প্রতিরোধে শুরু হয়ে গিয়েছে টিকাকরণ ৷ তবে পর্যাপ্ত টিকাকরণ কেন্দ্রে অভাবে সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে ৷ এই সমস্যা কিছুটা নিবারণ করতে করোনার টিকাকরণ কেন্দ্রে রূপান্তরিত হতে চলেছে প্রিয়া সিনেমা হল ৷

সম্পূর্ন শীততাপ নিয়ন্ত্রিত এই প্রেক্ষাগৃহকে করোনার টিকাকরণ কেন্দ্রে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিলেন প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত ৷ তিনি জানান, নিজে টীকা নিতে গিয়ে দেখেছেন দীর্ঘক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে টিকা নেবার সেখানে সামান্য বিশ্রাম নেবার জায়গা টুকুও মেলে না ৷ সেখানে আসা প্রবীণ নাগরিকরা অনেক সময়ই লাইনে দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়েন ৷ অরিজিৎ মনে করছেন প্রিয়া সিনেমা হলে টিকা কেন্দ্র হলে প্রবীণ নাগরিকদের অনেকটাই সুবিধাই হবে ।

অরিজিৎ আরও জানিয়েছেন, প্রিয়া সিনেমা হল এর তিনটি ফ্লোরের মধ্যে, নিচের তলাটি ব্যবহার হবে রেজিস্ট্রেশনের জন্য, দোতলায় হবে টিকাকরেণ এবং হলের ভেতরে থাকবে বিশ্রামের ব্যবস্থা । প্রতি ঘন্টায় 100 জন করে টিকা নিতে পারবেন । এই টিকাকরণ চলবে আগামী পাঁচ থেকে ছয় মাস । ততদিন পর্যন্ত বন্ধ থাকবে প্রেক্ষাগৃহ ৷

আরও পড়ুন : ঈদের আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর,মিলবে অ্যাড হক বোনাস

কলকাতা, 7 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত । খুব শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে আমাদের দেশে ।দৈনিক সংক্রমণের সংখ্যা চার লক্ষ পেড়িয়ে গিয়েছে । বাদ যায়নি আমাদের তিলোত্তমা কলকাতাও । করোনা প্রতিরোধে শুরু হয়ে গিয়েছে টিকাকরণ ৷ তবে পর্যাপ্ত টিকাকরণ কেন্দ্রে অভাবে সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে ৷ এই সমস্যা কিছুটা নিবারণ করতে করোনার টিকাকরণ কেন্দ্রে রূপান্তরিত হতে চলেছে প্রিয়া সিনেমা হল ৷

সম্পূর্ন শীততাপ নিয়ন্ত্রিত এই প্রেক্ষাগৃহকে করোনার টিকাকরণ কেন্দ্রে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিলেন প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত ৷ তিনি জানান, নিজে টীকা নিতে গিয়ে দেখেছেন দীর্ঘক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে টিকা নেবার সেখানে সামান্য বিশ্রাম নেবার জায়গা টুকুও মেলে না ৷ সেখানে আসা প্রবীণ নাগরিকরা অনেক সময়ই লাইনে দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়েন ৷ অরিজিৎ মনে করছেন প্রিয়া সিনেমা হলে টিকা কেন্দ্র হলে প্রবীণ নাগরিকদের অনেকটাই সুবিধাই হবে ।

অরিজিৎ আরও জানিয়েছেন, প্রিয়া সিনেমা হল এর তিনটি ফ্লোরের মধ্যে, নিচের তলাটি ব্যবহার হবে রেজিস্ট্রেশনের জন্য, দোতলায় হবে টিকাকরেণ এবং হলের ভেতরে থাকবে বিশ্রামের ব্যবস্থা । প্রতি ঘন্টায় 100 জন করে টিকা নিতে পারবেন । এই টিকাকরণ চলবে আগামী পাঁচ থেকে ছয় মাস । ততদিন পর্যন্ত বন্ধ থাকবে প্রেক্ষাগৃহ ৷

আরও পড়ুন : ঈদের আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর,মিলবে অ্যাড হক বোনাস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.