ETV Bharat / state

'রাম কে নাম' দেখানোর আবেদন আবারও ফেরাল প্রেসিডেন্সি - 'রাম কে নাম' দেখানো যাবে না ।

আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনন্দ পটবর্ধন পরিচালিত তথ্যচিত্র 'রাম কে নাম' দেখানো হবে বলে ঠিক করেছিলেন প্রেসিডেন্সির পড়ুয়ারা । কোনও রাখ-ঢাক না করেই প্রেসিডেন্সি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিল, 'রাম কে নাম' দেখানো যাবে না ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 27, 2019, 10:11 PM IST

কলকাতা, 27 অগাস্ট : 'রাম কে নাম'-এর ফিল্ম স্ক্রিনিং হবে না ৷ আজ একথা স্পষ্ট জানিয়ে দিল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ ৷ গতকাল থেকেই 'রাম কে নাম' দেখানোর আবেদন নিয়ে টানাপোড়েন চলছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও কর্তৃপক্ষের মধ্যে । আজ কোনও রাখ-ঢাক না করেই প্রেসিডেন্সি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, 'রাম কে নাম' দেখানো যাবে না ।

ক্যাম্পাসে 'রাম কে নাম' দেখানোর উদ্যোক্তা পড়ুয়াদের বক্তব্য, 'রাম কে নামে'র উল্লেখ না থাকলেও তাঁরা ডিন অফ স্টুডেন্টসের কাছে ফিল্ম স্ক্রিনিং করার আবেদনপত্র জমা দিয়েছিলেন । অন্যদিকে ডিন অফ স্টুডেন্টসের দাবি, তাঁর কাছে কোনও আবেদনপত্রই জমা পড়েনি । এই টানাপোড়েন কাটাতে আজ নতুন করে আবার 'রাম কে নাম' দেখানোর আবেদনপত্র জমা দেয় প্রেসিডেন্সির পড়ুয়ারা । কিন্তু তাও স্ক্রিনিংয়ের অনুমতি দেওয়া হয়নি ৷

এই বিষয়ে, গণিতের সেকেন্ড ইয়ারের পড়ুয়া কল্পক গুহ বলেন, "আজকে আমরা আবার নতুন করে আবেদন করেছিলাম । সেখানে কোনও তারিখ বা সময় উল্লেখ করিনি । আমরা বলেছিলাম, আপনাদের সুবিধামতো যেদিন সম্ভব সেদিন আপনি অডিটোরিয়াম দিন । 'রাম কে নাম' ও তার ডিরেক্টরের নামও লিখেছিলাম । বলেছিলাম, স্ক্রিনিং করতে চাই, আপনি দিনটা জানান । উনি আমাদের জানান, কোনওভাবেই 'রাম কে নাম'-এর স্ক্রিনিং সম্ভব নয় । উনি আমাদের অ্যাপ্লিকেশনের রিসিভড কপিতে লিখেও দিয়েছেন নট অ্যাভেলেভেল । আমরা ডেটও দিইনি । নট অ্যাভেলেভেল মানে ধরে নিতে হবে কোনও সময়ের জন্যই অ্যাভেলেভেল নয় । এখন আমরা বৃহত্তর পদক্ষেপ হিসেবে ভাবছি, 'রাম কে নামে'র ওপেন স্ক্রিনিং করব । যত দ্রুত সম্ভব করব ।"

এই সংক্রান্ত আরও পড়ুন : 'রাম কে নাম' দেখানোর অনুমতি দিল না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ

প্রথমে আজ (মঙ্গলবার) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনন্দ পটবর্ধন পরিচালিত তথ্যচিত্র 'রাম কে নাম' দেখানো হবে বলে ঠিক করেছিলেন প্রেসিডেন্সির পড়ুয়ারা । কিন্তু, শনিবার রাতেই কল্পক গুহকে ফোন করে ডিন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতি জানান, 'রাম কে নাম' দেখানো যাবে না । পরে আবার আবেদনপত্র জমা দিলেও তা মঞ্জুর করা হল না ৷ এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য জানতে অরুণ কুমার মাইতি ও রেজিস্ট্রার দেবজ্যোতি কোনারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।

যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কর্তৃপক্ষের বক্তব্য, প্রেসিডেন্সির অডিটোরিয়ামে কোনও ধরনের রাজনৈতিক ছবি দেখানো যাবে না । তবে, ক্যাম্পাসে ওপেন স্ক্রিনিং করলে তাতে তাঁদের কোনও আপত্তি নেই ।

কলকাতা, 27 অগাস্ট : 'রাম কে নাম'-এর ফিল্ম স্ক্রিনিং হবে না ৷ আজ একথা স্পষ্ট জানিয়ে দিল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ ৷ গতকাল থেকেই 'রাম কে নাম' দেখানোর আবেদন নিয়ে টানাপোড়েন চলছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও কর্তৃপক্ষের মধ্যে । আজ কোনও রাখ-ঢাক না করেই প্রেসিডেন্সি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, 'রাম কে নাম' দেখানো যাবে না ।

ক্যাম্পাসে 'রাম কে নাম' দেখানোর উদ্যোক্তা পড়ুয়াদের বক্তব্য, 'রাম কে নামে'র উল্লেখ না থাকলেও তাঁরা ডিন অফ স্টুডেন্টসের কাছে ফিল্ম স্ক্রিনিং করার আবেদনপত্র জমা দিয়েছিলেন । অন্যদিকে ডিন অফ স্টুডেন্টসের দাবি, তাঁর কাছে কোনও আবেদনপত্রই জমা পড়েনি । এই টানাপোড়েন কাটাতে আজ নতুন করে আবার 'রাম কে নাম' দেখানোর আবেদনপত্র জমা দেয় প্রেসিডেন্সির পড়ুয়ারা । কিন্তু তাও স্ক্রিনিংয়ের অনুমতি দেওয়া হয়নি ৷

এই বিষয়ে, গণিতের সেকেন্ড ইয়ারের পড়ুয়া কল্পক গুহ বলেন, "আজকে আমরা আবার নতুন করে আবেদন করেছিলাম । সেখানে কোনও তারিখ বা সময় উল্লেখ করিনি । আমরা বলেছিলাম, আপনাদের সুবিধামতো যেদিন সম্ভব সেদিন আপনি অডিটোরিয়াম দিন । 'রাম কে নাম' ও তার ডিরেক্টরের নামও লিখেছিলাম । বলেছিলাম, স্ক্রিনিং করতে চাই, আপনি দিনটা জানান । উনি আমাদের জানান, কোনওভাবেই 'রাম কে নাম'-এর স্ক্রিনিং সম্ভব নয় । উনি আমাদের অ্যাপ্লিকেশনের রিসিভড কপিতে লিখেও দিয়েছেন নট অ্যাভেলেভেল । আমরা ডেটও দিইনি । নট অ্যাভেলেভেল মানে ধরে নিতে হবে কোনও সময়ের জন্যই অ্যাভেলেভেল নয় । এখন আমরা বৃহত্তর পদক্ষেপ হিসেবে ভাবছি, 'রাম কে নামে'র ওপেন স্ক্রিনিং করব । যত দ্রুত সম্ভব করব ।"

এই সংক্রান্ত আরও পড়ুন : 'রাম কে নাম' দেখানোর অনুমতি দিল না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ

প্রথমে আজ (মঙ্গলবার) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনন্দ পটবর্ধন পরিচালিত তথ্যচিত্র 'রাম কে নাম' দেখানো হবে বলে ঠিক করেছিলেন প্রেসিডেন্সির পড়ুয়ারা । কিন্তু, শনিবার রাতেই কল্পক গুহকে ফোন করে ডিন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতি জানান, 'রাম কে নাম' দেখানো যাবে না । পরে আবার আবেদনপত্র জমা দিলেও তা মঞ্জুর করা হল না ৷ এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য জানতে অরুণ কুমার মাইতি ও রেজিস্ট্রার দেবজ্যোতি কোনারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।

যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কর্তৃপক্ষের বক্তব্য, প্রেসিডেন্সির অডিটোরিয়ামে কোনও ধরনের রাজনৈতিক ছবি দেখানো যাবে না । তবে, ক্যাম্পাসে ওপেন স্ক্রিনিং করলে তাতে তাঁদের কোনও আপত্তি নেই ।

Intro:কলকাতা, ২৭ অগাস্ট: গতকাল থেকেই 'রাম কে নাম' দেখানোর আবেদন নিয়ে টানাপোড়েন চলছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও কর্তৃপক্ষের মধ্যে। ক্যাম্পাসে 'রাম কে নাম' দেখানোর উদ্যোক্তা পড়ুয়াদের বক্তব্য, 'রাম কে নামে'র উল্লেখ না থাকলেও তাঁরা ডিন অফ স্টুডেন্টসের কাছে ফিল্ম স্ক্রিনিং করার আবেদনপত্র তাঁরা জমা দিয়েছিলেন। অন্যদিকে, ডিন অফ স্টুডেন্টসের দাবি, তাঁর কাছে কোনও আবেদনপত্রই জমা পড়েনি। এই টানাপোড়েন কাটাতে আজ নতুন করে 'রাম কে নাম' দেখানোর আবেদনপত্র জমা দিল প্রেসিডেন্সির পড়ুয়ারা। তাঁরা জানাচ্ছেন, আজ কোনও রাখ-ঢাক না করে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেন, 'রাম কে নাম' দেখানো যাবে না। বৃহত্তর পদক্ষেপ হিসেবে 'রাম কে নাম' তথ্যচিত্রটির ওপেন স্ক্রিনিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্সির পড়ুয়ারা।
Body:আজ আবার নতুন করে আবেদনপত্র জমা দেওয়ার বিষয়ে উদ্যোক্তাদের মধ্যে একজন গণিতের দ্বিতীয় বর্ষের পড়ুয়া কল্পক গুহ বলেন, "আজকে আমরা আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিলাম। সেখানে আমরা কোনো ডেট বা টাইম উল্লেখ করিনি। আমরা বলেছিলাম, আপনাদের সুবিধামতো যেদিন সম্ভব সেদিন আপনি অডিটোরিয়াম দিন। 'রাম কে নাম' ও তার ডিরেক্টরের নামও লিখেছিলাম। বলেছিলাম, আমরা স্ক্রিনিং করতে চাই, আপনি দিনটা জানান। উনি আমাদের জানান, কোনোভাবেই রাম কে নাম' স্ক্রিনিং করা কোনোভাবেই সম্ভব নয়। উনি আমাদের অ্যাপ্লিকেশনের রিসিভড কপিতে লিখেও দিয়েছেন নট অ্যাভেলেভেল। আমরা ডেট ও দিইনি। নট অ্যাভেলেভেল মানে ধরে নিতে হবে কোনো সময়ের জন্যই অ্যাভেলেভেল নয়। তার জন্য এখন আমরা বৃহত্তর পদক্ষেপ হিসাবে ভাবছি, 'রাম কে নামে'র ওপেন স্ক্রিনিং করব। এটা মতো দ্রুত সম্ভব করব।"

গত সোমবারই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনন্দ পটবর্ধন পরিচালিত তথ্যচিত্র 'রাম কে নাম' দেখানো হবে বলে ঠিক করেছিলের প্রেসিডেন্সির পড়ুয়ারা। কিন্তু, শনিবার রাতেই কল্পক গুহকে ফোন করে ডিন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতি জানান, 'রাম কে নাম' দেখানো যাবে না। পরেরদিন ডিন অফ স্টুডেন্টস দাবি করেন, তাঁর কাছে কোনও আবেদনপত্র জমা পড়েনি। তাই আজ আবার নতুন করে আবেদনপত্র জমা দেন উদ্যোক্তা পড়ুয়ারা। এবার সরাসরি সেই আবেদন খারিজ করে দেন ডিন অফ স্টুডেন্টস। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য জানতে অরুন কুমার মাইতি ও রেজিস্ট্রার দেবজ্যোতি কোনারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কর্তৃপক্ষের বক্তব্য, প্রেসিডেন্সির অডিটোরিয়ামে কোনো ধরনের রাজনৈতিক ছবি দেখানো যাবে না। তবে, ক্যাম্পাসে ওপেন স্ক্রিনিং করলে তাতে তাঁদের কোনও আপত্তি নেই।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.