ETV Bharat / state

আজ থেকে খুলল পোস্তা বাজার

author img

By

Published : Mar 27, 2020, 2:57 PM IST

লকডাউনের পর দিন তিনেক বন্ধ ছিল পোস্তা বাজার । উঠেছিল কালোবাজারির অভিযোগ । অবশেষে আজ বৈঠক করে বাজার খোলার সিদ্ধান্ত নিল বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন ।

পোস্তা বাজার
পোস্তা বাজার

কলকাতা, 27 মার্চ : টানা তিনদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল পোস্তা বাজার । আজ বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন পোস্তা বাজার খোলা নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা ও বিধায়ক স্মিতা বক্সি। তারপরই এই সিদ্ধান্ত হয় ।

লকডাউন ঘোষণার পরই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় পোস্তা বাজার । টানা তিনদিন পোস্তা বাজার বন্ধ থাকায় ক্রমশ বাড়তে থাকে সমস্যা । দোকানগুলিতেও যোগানের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় । গতকালই বাজার পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কাছে কালোবাজারি করার অভিযোগও আনেন ক্রেতাদের একাংশ । এরপর মুখ্যমন্ত্রী স্বয়ং ব্যবসায়ীদের দোকান খোলার নির্দেশ দেন।

আজ পোস্তা বাজার ব্যবসায়ী সমিতি নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেয়, বাজার খুলে দেওয়া হবে। সমিতির তরফে জানানো হয়েছে,আগামী সোমবার থেকে সচল ও স্বাভাবিক হয়ে যাবে পোস্তা বাজার।

উল্লেখ্য, বাজারে প্রায় 800-র বেশি গোডাউন রয়েছে। প্রায় 560 জন ব্যবসায়ী রয়েছেন । চাল ডাল তেল নুন চিনি আটা ময়দার মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারি দোকান রয়েছে এই এলাকায় ।

কলকাতা, 27 মার্চ : টানা তিনদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল পোস্তা বাজার । আজ বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন পোস্তা বাজার খোলা নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা ও বিধায়ক স্মিতা বক্সি। তারপরই এই সিদ্ধান্ত হয় ।

লকডাউন ঘোষণার পরই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় পোস্তা বাজার । টানা তিনদিন পোস্তা বাজার বন্ধ থাকায় ক্রমশ বাড়তে থাকে সমস্যা । দোকানগুলিতেও যোগানের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় । গতকালই বাজার পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কাছে কালোবাজারি করার অভিযোগও আনেন ক্রেতাদের একাংশ । এরপর মুখ্যমন্ত্রী স্বয়ং ব্যবসায়ীদের দোকান খোলার নির্দেশ দেন।

আজ পোস্তা বাজার ব্যবসায়ী সমিতি নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেয়, বাজার খুলে দেওয়া হবে। সমিতির তরফে জানানো হয়েছে,আগামী সোমবার থেকে সচল ও স্বাভাবিক হয়ে যাবে পোস্তা বাজার।

উল্লেখ্য, বাজারে প্রায় 800-র বেশি গোডাউন রয়েছে। প্রায় 560 জন ব্যবসায়ী রয়েছেন । চাল ডাল তেল নুন চিনি আটা ময়দার মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারি দোকান রয়েছে এই এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.