কলকাতা, 19 এপ্রিল : বাজারে ভিড় নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পরই নড়েচড়ে বসল কলকাতা পুলিশ । কলকাতার সবক'টি বাজারের গেটে বসানো হয়েছে পুলিশ পাহারা । একসঙ্গে বহু মানুষকে বাজারে ঢুকতে দেওয়া হচ্ছে না অনেক জায়গাতেই ।
সবজি থেকে শুরু করে মাছ-মাংসের দোকানের সামনে কেটে দেওয়া হয়েছে লক্ষণ গন্ডি । অন্যদিকে, পাতিপুকুরের পর এবার শোভাবাজারের বাজারও বন্ধ করে দেওয়া হল । দিন দুয়েক পর থেকে ওই বাজার বসবে কুমারটুলি পার্কে । ঘিঞ্জি বাজারগুলোকে পার্কে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল । কারণ, সামাজিক দূরত্বের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে গা ঘেষাঘেষি করে চলছিল জিনিসপত্র কেনা । পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করেও সাধারণ মানুষকে শোধরানো যায়নি । তার জেরে স্থান পরিবর্তন করা হয় বাজারগুলির । এবার সেই তালিকায় যোগ হল শোভাবাজারের নামও ।
কলকাতার বহু বাজারে পুলিশ ব্যবস্থা করেছে ব্যাপক নিয়ন্ত্রণের । এমন কী, কোলে মার্কেটেও নিয়ন্ত্রণ চলছে । কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ পুলিশের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ নিয়ে সক্রিয় হয়েছে কলকাতা পৌরনিগমও । মেয়র ফিরহাদ হাকিম সামাজিক দূরত্ব না মানা হলে বাজার বন্ধ করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন । এদিকে, আজ মেট্রোপলিটন মার্কেট, এন্টালি বাজার, মানিকতলা বাজার, হাতিবাগান বাজার, গড়িয়াহাট বাজারে দেখা গেছে পুলিশি পাহারা ।