ETV Bharat / state

বাঁশবাগানে LED স্ক্রিনে অমিত শাহ-র সভা, শুরু রাজনৈতিক তরজা - অমিত শাহ

অমিত শাহ-র জনসভা বাঁশ বাগানে LED লাগিয়ে দেখছেন কয়েকজন এমন ছবি সামনে আসে । ভাইরাল হয় সেটি । শুরু হয় রাজনৈতিক তরজা ।

ছবি সৌজন্যে : টুইটার
ছবি সৌজন্যে : টুইটার
author img

By

Published : Jun 11, 2020, 3:47 PM IST

কলকাতা, 11 জুন : বাঁশ ঝাড়ে LED টিভি লাগিয়ে অমিত শাহ-র জনসভায় যোগ । মাটিতে বসেই বক্তৃতা শুনছে কচিকাচারা । পাশে লাগানো BJP-র ঝাণ্ডা । বাঁশ গাছেই বাঁধা সেটটপ বক্স । আজ এক BJP নেতার টুইটার হ্যান্ডেল থেকে ছবিটি ভাইরাল হয় । মুহূর্তের মধ্যেই ছবিটি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা । BJP ওই নেতা দাবি করেন, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামেও অমিত শাহ-র সভা শুনছে সবাই । গত পাঁচ বছরে এটাই BJP-র কাজের ফল । কিন্তু বিষয়টিকে একেবারেই ভালোভাবে নেয় না বিরোধীরা । রাজ্যের শাসক দল থেকে শুরু করে AAP, কংগ্রেস প্রত্যেকেই এর সমালোচনা করে । সমালোচনার ঝড় ওঠে সোশাল মিডিয়ায়ও ।

রাজ্যে দশ হাজার ছুঁই ছুঁই কোরোনা আক্রান্তের সংখ্যা । তারমধ্যেই আমফানে তছনছ পাঁচ থেকে ছ'টি জেলা । ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ । ছাদ নেই বেশিরভাগেরই । এই পরিস্থিতিতেও 21-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচার শুরু করেছে BJP । সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়াল ব়্যালিতে মানুষকে বার্তা দিচ্ছেন অমিত শাহ । এরজন্য রাজ্যে অন্তত 70 হাজার ফ্ল্যাট স্ক্রিন টিভি ও 15 হাজার LED টিভি লাগানো হয় ।

অমিত শাহ-র জনসভা বাঁশ বাগানে LED লাগিয়ে দেখছেন কয়েকজন এমন ছবি সামনে আসে । ব্যাস । ভাইরাল হয় সেটি । শুরু হয় রাজনৈতিক তরজা । ছবিটিকে উল্লেখ করে উত্তরপ্রদেশ কংগ্রেসের নেতা রাকেশ সাচান বলেন, "BJP গরিব ও পরিযায়ীদের ফেরাতে 7500 টাকা দিতে পারল না । কিন্তু নির্বাচনী প্রচারের জন্য এসব করতে পারছে ।"

বিষয়টিকে ভালোভাবে নেননি রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা । ছবিটিকে উল্লেখ করে, BJP-কে কটাক্ষ করে তিনি লেখেন, "কোরোনার জেরে এমন অনেকেরই আয় নেই । তাঁরা কাজ খোঁজার চেষ্টা করছেন । নিজেদের প্রাথমিক চাহিদাটুকু পূরণের জন্য লড়তে হচ্ছে সকলকে । এই সমস্ত গরিব মানুষজনের প্রাথমিক চাহিদা ও প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে এই কোরোনা পরিস্থিতিতে BJP LED স্ক্রিন সরবরাহ করছে ।"

ছবিটি নিয়ে মাঠে নেমে পড়ে AAP-ও । এক ধাপ এগিয়ে AAP টুইটারে ছবিটির ক্যাপশন কন্টেস্ট শুরু করে । স্লোগান তোলে 'ভেন্টিলেটরের বদলে LED, দেশ সত্যিই পরিবর্তন হচ্ছে' ।

  • This certainly depicts the sheer negligence of the actual plight of these poor people, who are struggling to get their basic needs fulfilled due to loss of income sources to the COVID-19 crisis are provided with LCD screens to participate in the virtual rally by @AmitShah pic.twitter.com/BDSHn094NU

    — Dr. Shashi Panja (@DrShashiPanja) June 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনীতিকদের পাশাপাশি ছবিটি নিয়ে সমালোচনা শুরু হয় সোশাল মিডিয়ায় । অনেকেই দাবি করেন, খাবার জোগানোর বদলে BJP টিভি তুলে দিচ্ছে । অনেকেই আবার বলেন, আমফানের জেরে যাঁদের ছাদ নেই তাঁদের মাথা গোঁজার ঠাঁইটুকু না দিয়ে টিভি ? অনেকেই আবার পরিযায়ীদের ফেরানোর বিষয়টি উল্লেখ করে লেখেন, বিহারে পরিযায়ীরা এখনও ঘরে পৌঁছাতে পারলেন না, এদিকে BJP LED স্ক্রিন পৌঁছে দিল ।

কলকাতা, 11 জুন : বাঁশ ঝাড়ে LED টিভি লাগিয়ে অমিত শাহ-র জনসভায় যোগ । মাটিতে বসেই বক্তৃতা শুনছে কচিকাচারা । পাশে লাগানো BJP-র ঝাণ্ডা । বাঁশ গাছেই বাঁধা সেটটপ বক্স । আজ এক BJP নেতার টুইটার হ্যান্ডেল থেকে ছবিটি ভাইরাল হয় । মুহূর্তের মধ্যেই ছবিটি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা । BJP ওই নেতা দাবি করেন, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামেও অমিত শাহ-র সভা শুনছে সবাই । গত পাঁচ বছরে এটাই BJP-র কাজের ফল । কিন্তু বিষয়টিকে একেবারেই ভালোভাবে নেয় না বিরোধীরা । রাজ্যের শাসক দল থেকে শুরু করে AAP, কংগ্রেস প্রত্যেকেই এর সমালোচনা করে । সমালোচনার ঝড় ওঠে সোশাল মিডিয়ায়ও ।

রাজ্যে দশ হাজার ছুঁই ছুঁই কোরোনা আক্রান্তের সংখ্যা । তারমধ্যেই আমফানে তছনছ পাঁচ থেকে ছ'টি জেলা । ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ । ছাদ নেই বেশিরভাগেরই । এই পরিস্থিতিতেও 21-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচার শুরু করেছে BJP । সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়াল ব়্যালিতে মানুষকে বার্তা দিচ্ছেন অমিত শাহ । এরজন্য রাজ্যে অন্তত 70 হাজার ফ্ল্যাট স্ক্রিন টিভি ও 15 হাজার LED টিভি লাগানো হয় ।

অমিত শাহ-র জনসভা বাঁশ বাগানে LED লাগিয়ে দেখছেন কয়েকজন এমন ছবি সামনে আসে । ব্যাস । ভাইরাল হয় সেটি । শুরু হয় রাজনৈতিক তরজা । ছবিটিকে উল্লেখ করে উত্তরপ্রদেশ কংগ্রেসের নেতা রাকেশ সাচান বলেন, "BJP গরিব ও পরিযায়ীদের ফেরাতে 7500 টাকা দিতে পারল না । কিন্তু নির্বাচনী প্রচারের জন্য এসব করতে পারছে ।"

বিষয়টিকে ভালোভাবে নেননি রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা । ছবিটিকে উল্লেখ করে, BJP-কে কটাক্ষ করে তিনি লেখেন, "কোরোনার জেরে এমন অনেকেরই আয় নেই । তাঁরা কাজ খোঁজার চেষ্টা করছেন । নিজেদের প্রাথমিক চাহিদাটুকু পূরণের জন্য লড়তে হচ্ছে সকলকে । এই সমস্ত গরিব মানুষজনের প্রাথমিক চাহিদা ও প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে এই কোরোনা পরিস্থিতিতে BJP LED স্ক্রিন সরবরাহ করছে ।"

ছবিটি নিয়ে মাঠে নেমে পড়ে AAP-ও । এক ধাপ এগিয়ে AAP টুইটারে ছবিটির ক্যাপশন কন্টেস্ট শুরু করে । স্লোগান তোলে 'ভেন্টিলেটরের বদলে LED, দেশ সত্যিই পরিবর্তন হচ্ছে' ।

  • This certainly depicts the sheer negligence of the actual plight of these poor people, who are struggling to get their basic needs fulfilled due to loss of income sources to the COVID-19 crisis are provided with LCD screens to participate in the virtual rally by @AmitShah pic.twitter.com/BDSHn094NU

    — Dr. Shashi Panja (@DrShashiPanja) June 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনীতিকদের পাশাপাশি ছবিটি নিয়ে সমালোচনা শুরু হয় সোশাল মিডিয়ায় । অনেকেই দাবি করেন, খাবার জোগানোর বদলে BJP টিভি তুলে দিচ্ছে । অনেকেই আবার বলেন, আমফানের জেরে যাঁদের ছাদ নেই তাঁদের মাথা গোঁজার ঠাঁইটুকু না দিয়ে টিভি ? অনেকেই আবার পরিযায়ীদের ফেরানোর বিষয়টি উল্লেখ করে লেখেন, বিহারে পরিযায়ীরা এখনও ঘরে পৌঁছাতে পারলেন না, এদিকে BJP LED স্ক্রিন পৌঁছে দিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.