কলকাতা, 14 সেপ্টেম্বর: জলবায়ু পরিবর্তনের সমস্যায় জেরবার বিশ্ব ৷ এ নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ ৷ আগামী 15 সেপ্টেম্বর বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানিয়েছে গ্রেটার নেতৃত্বে 'ফ্রাইডেজ ফর ফিউচার' ৷ জলবায়ু সংক্রান্ত এই ধর্মঘটকে সমর্থন জানাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ৷
এই সংগঠন রাজ্যবাসীর কাছে এই ধর্মঘট সফল করার অনুরোধ জানিয়েছে ৷ 'জলবায়ু ধর্মঘট'-এর এই ধারণা একেবারে নতুন ৷ জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বজুড়ে সরকারগুলির কাছে নীতি এবং পরিকল্পনা কার্যকর করার দাবিতে এটি একটি প্রতিবাদ কর্মসূচি ৷
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত, নানা প্রতিষ্ঠান, ক্লাব সংগঠনকে, জলবায়ু ধর্মঘট সফল করার আহ্বান জানাচ্ছে ৷ নিজ নিজ অঞ্চলের অবস্থা অনুযায়ী বিক্ষোভ মিছিল, মানব বন্ধন, পথসভা, প্রচারপত্র বিলি, অবস্থান কর্মসূচি, এমনকী কর্মক্ষেত্রে ব্যাচ ধারণ করা, টিফিনে স্বল্প সময়ের পেন ডাউন বা প্রতীকী ধর্মঘট সংগঠিত করার কথা জানিয়েছে বিজ্ঞান মঞ্চ ৷
-
Climate strike week 264. #FridaysForFuture #ClimateStrike pic.twitter.com/1RL2d6r6jN
— Greta Thunberg (@GretaThunberg) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Climate strike week 264. #FridaysForFuture #ClimateStrike pic.twitter.com/1RL2d6r6jN
— Greta Thunberg (@GretaThunberg) September 8, 2023Climate strike week 264. #FridaysForFuture #ClimateStrike pic.twitter.com/1RL2d6r6jN
— Greta Thunberg (@GretaThunberg) September 8, 2023
আরও পড়ুন: জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের নিয়ম কী ? রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র বলেন, "এবছর ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন-এর প্রতিবেদন ভয়াবহ সংকেতবার্তায় বলা হয়েছে, আগামী 2027 সালেই পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড স্পর্শ করবে ৷ ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের ষষ্ঠ প্রতিবেদন বলছে, শিল্প বিপ্লবের পর থেকে পৃথবীর গড় তাপমাত্রা 1.1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে ৷ এবারের গ্রীষ্মে বাঁকুড়ার তাপমাত্রা রাজস্থানের মরুভূমিকেও ছাড়িয়ে গিয়ে 44 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছিল ৷ গড় তাপমাত্রা বৃদ্ধি যদি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে প্রকৃত তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে ?"
তিনি আরও জানান, এই সবকিছুকে মাথায় রেখে আগামী 15 সেপ্টেম্বর 'ফ্রাইডেজ ফর ফিউচার' বিশ্বব্যাপী জলবায়ু ধর্মঘটের আহ্বান জানিয়েছে ৷ পরিবেশ রক্ষায় বিজ্ঞান মঞ্চের দাবি- ১) কয়লা নয়, চাই সৌর শক্তি, ২) ঐতিহাসিকভাবে দায়ী বিশ্বের ধনীদেশগুলিকে অবিলম্বে কার্বন নিঃসরণ কমাতে হবে, ৩) জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে, ৪) অবিলম্বে বিশ্বের ধনী দেশগুলিকে বছরে 100 বিলিয়ন ডলারের গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন করতে হবে। ৫) সুন্দরবন রক্ষার স্বার্থে অবিলম্বে মাস্টার প্ল্যান ঘোষণা করতে হবে, ৬) দার্জিলিং তরাই ডুয়ার্সের জীববৈচিত্র রক্ষার ক্ষেত্রে অবিলম্বে সরকারকে ভূমিকা নিতে হবে ৷ উন্নয়নের নামে ডুয়ার্সের অরণ্য ধ্বংস করা চলবে না ৷ ডুয়ার্সে হাতির করিডরকে নিরাপদ করতে হবে।
আরও পড়ুন: উন্নয়ন নাকি, পরিবেশ রক্ষা ? সুন্দরবনে উভয়-সংকটে সরকারপক্ষ
এই তালিকায় রয়েছে দেউচা-পাচামিও ৷ বিজ্ঞান মঞ্চের আরও দাবি- ৭) দেউচা-পাঁচামির বিজ্ঞানবিরোধী কয়লা উত্তোলন প্রকল্প মানছি না। ৮) উন্নয়নের নামে বৃক্ষনিধন এবং জলাভূমি ভরাট করা চলবে না, ৯) গঙ্গা-সহ রাজ্যের নদীগুলিকে দূষণমুক্ত করতে হবে। নদীবক্ষ থেকে বেআইনিভাবে মাটি বালি পাথর তোলা চলবে না, ১০) উন্নয়নের নামে দেশের পরিবেশ আইন, বন আইনের পরিবর্তন মানছি না ৷