ETV Bharat / state

Partha Chatterjee: 30 নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেই পার্থ-অর্পিতা - ইডি

সোমবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় এসএসসি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ৷ পার্থর আর্জি সায় নেই বিচারকের ৷ আরও একমাস বিচারবিভাগীয় হেফাজতেই পার্থ-অর্পিতা ৷

ETV Bharat
Partha Chatterjee
author img

By

Published : Oct 31, 2022, 6:20 PM IST

Updated : Oct 31, 2022, 8:30 PM IST

কলকাতা, 31 অক্টোবর: আরও এক মাস বিচারবিভাগীয় হেফাজতেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ৷ সোমবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় এসএসসি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপ্যাধায়কে ৷ এদিন ইডি'র বিশেষ আদালতে তাঁদের মামলার শুনানি হয় (Partha Chatterjee and Arpita Mukherjee plea for their bail) ৷ এদিন শুনানির সময় পার্থ চট্টোপাধ্যায় তাঁকে জামিন দেওয়ার আর্জি জানিয়ে বলেন, "আমার শরীর ভালো নেই। আমি আর পারছি না । সমস্ত মামলা একসঙ্গে আনা হয়েছে । কিছুই পাওয়া যাচ্ছে না, এরকমভাবে কেন চাপ দেওয়া হচ্ছে ? আমার বাঁচার রাস্তা রাখুন । শেষ 15 দিনে আমাকে মায়ের খবর পর্যন্ত নিতে দেওয়া হয়নি । "

অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) এদিন আদালতে বলেন,"ইডি বারবার হেফাজতে চাইছে আর আদালত তাতে সন্মতি দিচ্ছে । আমি জামিনের আবেদন করছি না । কিন্তু যান্ত্রিকভাবে নির্দেশ দেওয়া হচ্ছে ।" এতে ক্ষুব্ধ হন বিচারক ৷ তিনি বলেন, "যদি যান্ত্রিক নির্দেশ দেওয়া হয় তাহলে আপনি সেটাকে চ্যালেঞ্জ করছেন না কেন ?" ইডির তদন্তকারী অফিসার আদালতে কী করছেন, এই নিয়ে এদিন প্রশ্ন তোলেন অর্পিতার আইনজীবী ৷ জবাবে ইডি'র আইনজীবী জানান, ইডি'র তদন্তকারী অফিসার নিজের ডিউটিতে রয়েছেন ৷

আরও পড়ুন: মেজাজ হারালেন, আদালতেই সাংবাদিকদের ধমক পার্থর

অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী এদিন আদালতে আরও জানান, গত 15 দিনে মাত্র 5 মিনিট করে 3 বার অর্পিতা তাঁর মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন । তাও ফোনের নেটওয়ার্কের জন্য ভালো করে কথা বলতে পারেননি । অন্যদিকে পার্থ চট্রোপাধ্যায়ের আইনজীবী এদিন আদালতে অভিযোগ করেন, রীতিমতো মানসিক নির্যাতন করা হচ্ছে । কিন্তু ইডি'র তরফে ফের বলা হয় এই মামলার তদন্তের এখনও অনেক বাকি আছে । এখনও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন । সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারক পার্থ-অর্পিতা দু'জনকেই 30 নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন ৷

কলকাতা, 31 অক্টোবর: আরও এক মাস বিচারবিভাগীয় হেফাজতেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ৷ সোমবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় এসএসসি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপ্যাধায়কে ৷ এদিন ইডি'র বিশেষ আদালতে তাঁদের মামলার শুনানি হয় (Partha Chatterjee and Arpita Mukherjee plea for their bail) ৷ এদিন শুনানির সময় পার্থ চট্টোপাধ্যায় তাঁকে জামিন দেওয়ার আর্জি জানিয়ে বলেন, "আমার শরীর ভালো নেই। আমি আর পারছি না । সমস্ত মামলা একসঙ্গে আনা হয়েছে । কিছুই পাওয়া যাচ্ছে না, এরকমভাবে কেন চাপ দেওয়া হচ্ছে ? আমার বাঁচার রাস্তা রাখুন । শেষ 15 দিনে আমাকে মায়ের খবর পর্যন্ত নিতে দেওয়া হয়নি । "

অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) এদিন আদালতে বলেন,"ইডি বারবার হেফাজতে চাইছে আর আদালত তাতে সন্মতি দিচ্ছে । আমি জামিনের আবেদন করছি না । কিন্তু যান্ত্রিকভাবে নির্দেশ দেওয়া হচ্ছে ।" এতে ক্ষুব্ধ হন বিচারক ৷ তিনি বলেন, "যদি যান্ত্রিক নির্দেশ দেওয়া হয় তাহলে আপনি সেটাকে চ্যালেঞ্জ করছেন না কেন ?" ইডির তদন্তকারী অফিসার আদালতে কী করছেন, এই নিয়ে এদিন প্রশ্ন তোলেন অর্পিতার আইনজীবী ৷ জবাবে ইডি'র আইনজীবী জানান, ইডি'র তদন্তকারী অফিসার নিজের ডিউটিতে রয়েছেন ৷

আরও পড়ুন: মেজাজ হারালেন, আদালতেই সাংবাদিকদের ধমক পার্থর

অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী এদিন আদালতে আরও জানান, গত 15 দিনে মাত্র 5 মিনিট করে 3 বার অর্পিতা তাঁর মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন । তাও ফোনের নেটওয়ার্কের জন্য ভালো করে কথা বলতে পারেননি । অন্যদিকে পার্থ চট্রোপাধ্যায়ের আইনজীবী এদিন আদালতে অভিযোগ করেন, রীতিমতো মানসিক নির্যাতন করা হচ্ছে । কিন্তু ইডি'র তরফে ফের বলা হয় এই মামলার তদন্তের এখনও অনেক বাকি আছে । এখনও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন । সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারক পার্থ-অর্পিতা দু'জনকেই 30 নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন ৷

Last Updated : Oct 31, 2022, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.