ETV Bharat / state

Sukanta Majumdar Reaction : পরেশ পালকে সিবিআইয়ের আরও আগে ডাকা উচিত ছিল, মত সুকান্তর - paresh paul should have been summoned earlier by CBI says sukant majumder

অর্জুন সিং প্রসঙ্গে সুকান্ত মজুমদার এদিন জানান, জেপি নাড্ডার সঙ্গে তাঁর বৈঠকে সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী (Sukanta Majumdar Reacts on Arjun Singh)

Sukanta Majumdar Reacts
পরেশ পালকে সিবিআই তলব
author img

By

Published : May 16, 2022, 11:04 PM IST

কলকাতা, 16 মে: একুশের বিধানসভা ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার । সেই ঘটনার তদন্তে নেমে তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সিবিআইয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷ সোমবার তিনি বলেন, "আরও আগে সিবিআইয়ের পরেশ পালকে ডাকা উচিত ছিল ।" (Paresh Paul should have been summoned earlier by CBI says Sukant Majumder)

প্রসঙ্গত একুশের নির্বাচনের ফল ঘোষণার পরদিনই খুন হয়েছিলেন অভিজিৎ । অভিযোগ, তাঁর বাড়ির প্রায় সামনেই পিটিয়ে মারা হয় অভিজিৎকে । এই ঘটনায় অভিজিতের পরিবার সরাসরি আঙুল তুলেছিল বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের দিকে । এবার সেই ঘটনার তদন্তেই পরেশ পালকে তলব করল সিবিআই । বুধবার তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল যোগীরাজ্যেও, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল

সোমবার রাজ্য বিজেপি দফতরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, 'অভিজিৎ সরকার ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রথম শহিদ । অভিজিতের পরিবার বার বার অভিযোগ করেছেন পরেশ সালের বিরুদ্ধে । এতদিনে সিবিআই পদক্ষেপ করেছে । আরও আগে করলে ভাল হতো ।'

এদিন দলীয় সাংসদ অর্জুন সি়ংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "2014 থেকে 2019 এর মধ্যে দলের দ্রুত উত্থান হয়েছে । বহু মানুষ, ভিন্ন দল থেকে নেতৃত্বও বিজেপিতে এসেছেন । অনেকে জনপ্রতিনিধি হয়েছেন । তাঁরা সবাই বিজেপির নীতি আদর্শের সঙ্গে পরিচিত হয়ে এসেছেন এমন নয় । তাই কিছু সমস্য হচ্ছে, তবে দ্রুত এসব মিটে যাবে ।" অর্জুন সিং গত লোকসভা নির্বাচনে তাঁর বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ করেছেন । এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,"লোকসভা নির্বাচন তিন বছর আগে হয়ে গিয়েছে । পরবর্তী লোকসভা নির্বাচন আসছে । আমাদের সামনের দিকে তাকাতে হবে । পুরনো বিতর্ক মাটি খুঁড়ে তুলে না আনাই ভাল । তাতে সমস্যা বাড়ে ৷" তিনি আশা প্রকাশ করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে অর্জুন সিংয়ের বৈঠকের পর সব সমস্যা মিটে যাবে ।

কলকাতা, 16 মে: একুশের বিধানসভা ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার । সেই ঘটনার তদন্তে নেমে তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সিবিআইয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷ সোমবার তিনি বলেন, "আরও আগে সিবিআইয়ের পরেশ পালকে ডাকা উচিত ছিল ।" (Paresh Paul should have been summoned earlier by CBI says Sukant Majumder)

প্রসঙ্গত একুশের নির্বাচনের ফল ঘোষণার পরদিনই খুন হয়েছিলেন অভিজিৎ । অভিযোগ, তাঁর বাড়ির প্রায় সামনেই পিটিয়ে মারা হয় অভিজিৎকে । এই ঘটনায় অভিজিতের পরিবার সরাসরি আঙুল তুলেছিল বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের দিকে । এবার সেই ঘটনার তদন্তেই পরেশ পালকে তলব করল সিবিআই । বুধবার তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল যোগীরাজ্যেও, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল

সোমবার রাজ্য বিজেপি দফতরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, 'অভিজিৎ সরকার ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রথম শহিদ । অভিজিতের পরিবার বার বার অভিযোগ করেছেন পরেশ সালের বিরুদ্ধে । এতদিনে সিবিআই পদক্ষেপ করেছে । আরও আগে করলে ভাল হতো ।'

এদিন দলীয় সাংসদ অর্জুন সি়ংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "2014 থেকে 2019 এর মধ্যে দলের দ্রুত উত্থান হয়েছে । বহু মানুষ, ভিন্ন দল থেকে নেতৃত্বও বিজেপিতে এসেছেন । অনেকে জনপ্রতিনিধি হয়েছেন । তাঁরা সবাই বিজেপির নীতি আদর্শের সঙ্গে পরিচিত হয়ে এসেছেন এমন নয় । তাই কিছু সমস্য হচ্ছে, তবে দ্রুত এসব মিটে যাবে ।" অর্জুন সিং গত লোকসভা নির্বাচনে তাঁর বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ করেছেন । এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,"লোকসভা নির্বাচন তিন বছর আগে হয়ে গিয়েছে । পরবর্তী লোকসভা নির্বাচন আসছে । আমাদের সামনের দিকে তাকাতে হবে । পুরনো বিতর্ক মাটি খুঁড়ে তুলে না আনাই ভাল । তাতে সমস্যা বাড়ে ৷" তিনি আশা প্রকাশ করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে অর্জুন সিংয়ের বৈঠকের পর সব সমস্যা মিটে যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.