ETV Bharat / state

Panchayat Election Date: 8 জুলাই এক দফাতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, মনোনয়ন পেশ শুক্রবার থেকেই - Panchayat Election 2023

8 জুলাই এক দফাতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে ৷ মনোনয়ন পেশ শুরু হয়ে যাবে শুক্রবার থেকেই ৷ এ কথা জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷

Panchayat Election Date
Panchayat Election Date
author img

By

Published : Jun 8, 2023, 5:42 PM IST

Updated : Jun 8, 2023, 7:37 PM IST

মনোনয়ন পেশ শুক্রবার থেকেই

কলকাতা, 8 জুন: জল্পনাই সত্যি হল ৷ আগামী 8 জুলাই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করলেন নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ তিনি এ দিন জানিয়েছেন, মোট 22টি জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পঙে দ্বিস্তর ও বাকি 20টি জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী আট জুলাই, শনিবার । এ বারও এক দফাতেই হবে গ্রামবাংলার ভোটগ্রহণ ৷

নির্বাচন কমিশনার এ দিন জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই মনোনয়ন পত্র পেশ করা শুরু হয়ে যাবে ৷ রবিবার ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে ৷ 15 জুন পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে ৷ মনোনয়ন পত্র স্ক্রুটিনির শেষ তারিখ 17 জুন ৷ 20 জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৷ অনলাইনে মনোনয়ন পত্র পেশ করা যাবে কি না, সে বিষয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

কবে প্রকাশিত হবে ফলাফল ? এ বিষয়ে প্রথমে স্পষ্ট দিনক্ষণ জানাতে চাননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ কবে পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা হবে, সে প্রশ্নের জবাবে পরে তিনি বলেন, নির্বাচন হবে আট জুলাই ৷ এর পর 9 এবং 10 তারিখ এই দুটি দিন হাতে রাখা হয়েছে ৷ কোথাও যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে সেইসব আসনে পুনর্নির্বাচন বা রিপোল করানো হতে পারে ৷ আর তারপরেই অর্থাৎ 11 জুলাই হবে ভোটগণনা ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবি জানালেন ভোটকর্মীরা

ভোটের নির্ঘণ্ট পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই আজ থেকে রাজ্যে চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি ৷ ফলে আজ থেকেই রাত আটটা থেকে সকাল 10টার মধ্যে কোনও মিছিল বা সভা করা যাবে ৷ তবে এ বারের পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না, এ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার ৷

মনোনয়ন পেশ শুক্রবার থেকেই

কলকাতা, 8 জুন: জল্পনাই সত্যি হল ৷ আগামী 8 জুলাই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করলেন নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ তিনি এ দিন জানিয়েছেন, মোট 22টি জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পঙে দ্বিস্তর ও বাকি 20টি জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী আট জুলাই, শনিবার । এ বারও এক দফাতেই হবে গ্রামবাংলার ভোটগ্রহণ ৷

নির্বাচন কমিশনার এ দিন জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই মনোনয়ন পত্র পেশ করা শুরু হয়ে যাবে ৷ রবিবার ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে ৷ 15 জুন পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে ৷ মনোনয়ন পত্র স্ক্রুটিনির শেষ তারিখ 17 জুন ৷ 20 জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৷ অনলাইনে মনোনয়ন পত্র পেশ করা যাবে কি না, সে বিষয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

কবে প্রকাশিত হবে ফলাফল ? এ বিষয়ে প্রথমে স্পষ্ট দিনক্ষণ জানাতে চাননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ কবে পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা হবে, সে প্রশ্নের জবাবে পরে তিনি বলেন, নির্বাচন হবে আট জুলাই ৷ এর পর 9 এবং 10 তারিখ এই দুটি দিন হাতে রাখা হয়েছে ৷ কোথাও যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে সেইসব আসনে পুনর্নির্বাচন বা রিপোল করানো হতে পারে ৷ আর তারপরেই অর্থাৎ 11 জুলাই হবে ভোটগণনা ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবি জানালেন ভোটকর্মীরা

ভোটের নির্ঘণ্ট পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই আজ থেকে রাজ্যে চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি ৷ ফলে আজ থেকেই রাত আটটা থেকে সকাল 10টার মধ্যে কোনও মিছিল বা সভা করা যাবে ৷ তবে এ বারের পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না, এ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার ৷

Last Updated : Jun 8, 2023, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.