ETV Bharat / state

স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে আইন বিরুদ্ধ কাজের অভিযোগ চিকিৎসক সংগঠনের - NRS মেডিকেল কলেজ

সরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের তরফে জানানো হয়েছে, MES-এর এই 14 জনকে কেন কল্যাণীর ওই মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিটেলমেন্টে পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয় ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 28, 2020, 6:42 AM IST

কলকাতা, 28 নভেম্বর: ডিটেলমেন্টে 14 জন শিক্ষক-চিকিৎসককে কল্যাণীর এক মেডিকেল কলেজে পাঠানোর ঘটনায় স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে আইন বিরুদ্ধ কাজের অভিযোগ তুলল সরকারি চিকিৎসকদের একাংশ । এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা । একই সঙ্গে জানানো হয়েছে, ডিটেলমেন্টের ফলে যে সব মেডিকেল কলেজে ছিলেন এই 14 জন শিক্ষক-চিকিৎসক, সেই সব মেডিকেল কলেজে ক্ষতিগ্রস্ত হবে পড়ুয়াদের পঠন-পাঠন ।

সরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের তরফে জানানো হয়েছে, MES-এর এই 14 জনকে কেন কল‍্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে এন এম হাসপাতালে ডিটেলমেন্টে পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয় । চিকিৎসক মানস গুমটা বলেন, "এই 14 জন MES-এর । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে রয়েছে MES।

এদিকে, কল্যাণীর ওই মেডিকেল কলেজ ও হাসপাতাল এ রাজ‍্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে। এই মেডিকেল কলেজ স্ব-শাসিত। MES-এর কাউকে স্ব-শাসিত এই মেডিকেল কলেজে ডিটেলমেন্টে পাঠানো যায় না । এই ঘটনা নজিরবিহীন। এটা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আইন বিরুদ্ধ কাজ । MES এর ওই মেডিকেল কলেজের পড়ুয়াদের জন্য যদি এই 14 জন শিক্ষক-চিকিৎসককে পাঠানো হয়, তা হলেও এভাবে ডিটেলমেন্টে পাঠানো যায় না । তার উপর, MES থেকে কাউকে স্ব-শাসিত ওই মেডিকেল কলেজে পোস্টিং দেওয়া যায় না । চিকিৎসক বলেন, "আইন বিরুদ্ধ এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছি আমরা ।" দাবির এই বিষয়টি লিখিতভাবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে জানিয়েছে সংগঠন ।

এদিকে, শীঘ্রই এরাজ্যের মেডিকেল কলেজগুলিতে ফের পঠন-পাঠন শুরু হতে চলেছে। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক বলেন, "এই ধরনের পরিস্থিতির মধ্যে এই 14 জন যে সব মেডিকেল কলেজে ছিলেন, সেই সব মেডিকেল কলেজের পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবেন ।"

কলকাতা, 28 নভেম্বর: ডিটেলমেন্টে 14 জন শিক্ষক-চিকিৎসককে কল্যাণীর এক মেডিকেল কলেজে পাঠানোর ঘটনায় স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে আইন বিরুদ্ধ কাজের অভিযোগ তুলল সরকারি চিকিৎসকদের একাংশ । এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা । একই সঙ্গে জানানো হয়েছে, ডিটেলমেন্টের ফলে যে সব মেডিকেল কলেজে ছিলেন এই 14 জন শিক্ষক-চিকিৎসক, সেই সব মেডিকেল কলেজে ক্ষতিগ্রস্ত হবে পড়ুয়াদের পঠন-পাঠন ।

সরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের তরফে জানানো হয়েছে, MES-এর এই 14 জনকে কেন কল‍্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে এন এম হাসপাতালে ডিটেলমেন্টে পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয় । চিকিৎসক মানস গুমটা বলেন, "এই 14 জন MES-এর । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে রয়েছে MES।

এদিকে, কল্যাণীর ওই মেডিকেল কলেজ ও হাসপাতাল এ রাজ‍্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে। এই মেডিকেল কলেজ স্ব-শাসিত। MES-এর কাউকে স্ব-শাসিত এই মেডিকেল কলেজে ডিটেলমেন্টে পাঠানো যায় না । এই ঘটনা নজিরবিহীন। এটা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আইন বিরুদ্ধ কাজ । MES এর ওই মেডিকেল কলেজের পড়ুয়াদের জন্য যদি এই 14 জন শিক্ষক-চিকিৎসককে পাঠানো হয়, তা হলেও এভাবে ডিটেলমেন্টে পাঠানো যায় না । তার উপর, MES থেকে কাউকে স্ব-শাসিত ওই মেডিকেল কলেজে পোস্টিং দেওয়া যায় না । চিকিৎসক বলেন, "আইন বিরুদ্ধ এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছি আমরা ।" দাবির এই বিষয়টি লিখিতভাবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে জানিয়েছে সংগঠন ।

এদিকে, শীঘ্রই এরাজ্যের মেডিকেল কলেজগুলিতে ফের পঠন-পাঠন শুরু হতে চলেছে। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক বলেন, "এই ধরনের পরিস্থিতির মধ্যে এই 14 জন যে সব মেডিকেল কলেজে ছিলেন, সেই সব মেডিকেল কলেজের পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.