ETV Bharat / state

'প্রচেষ্টা' প্রকল্প স্থগিত, রাজ্য সরকারকে ধিক্কার বিরোধীদের

author img

By

Published : Apr 27, 2020, 7:51 PM IST

সুজন চক্রবর্তী টুইট করেন, মাসিক ন্যূনতম দুই হাজার টাকা, সহজ সরল পদ্ধতিতে অনলাইনে দরখাস্ত, প্রত্যেক বিপন্ন মানুষকেই সহায়তা করতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের ধান্দায় মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য তাঁর ।

রাজ্য সরকারকে ধিক্কার বিরোধীদের
রাজ্য সরকারকে ধিক্কার বিরোধীদের

কলকাতা, 27 এপ্রিল : রাজ্য সরকারের ঘোষিত 'প্রচেষ্টা' প্রকল্প স্থগিত কেন? জানতে চাইলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । বিপদে অসহায় মানুষ । পকেটে পয়সা নেই । অসহায় মানুষকে বিপদে ফেলা হল বলে মন্তব্য করলেন তিনি । নির্বিকার সরকার, দরিদ্র মানুষকে নিয়ে ছেলে খেলা করছে । বামফ্রন্টের পক্ষ থেকে দাবি জানিয়ে সুজন চক্রবর্তী টুইট করেন, মাসিক ন্যূনতম দুই হাজার টাকা, সহজ সরল পদ্ধতিতে অনলাইনে দরখাস্ত, প্রত্যেক বিপন্ন মানুষকেই সহায়তা করতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের ধান্দায় মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য তাঁর ।

শনিবার মুখ্যমন্ত্রীকে সুজন চক্রবর্তী এবং আবদুল মান্নান যৌথভাবে চিঠি দিয়ে দাবি জানিয়েছিলেন দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য । সেই চিঠিতে তাঁরা আরও জানান, এক মাসের বেশি হয়ে গেল রাজ্যে গরিব মানুষ এবং শ্রমিকদের কাজ বন্ধ । মানুষের হাতে পয়সা নেই । ওষুধ-সহ জিনিসের দাম ঊর্ধ্বমুখী । বাজার খোলা অথচ জরুরি এবং প্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ নেই মানুষের । ক্ষেতমজুর, দিনমজুর, অসংগঠিত শ্রমিক, অস্থায়ী, চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারী, সাধারণ প্রাইভেট টিউটর, ছোটো দোকান, ব্যবসা ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত মানুষ সংকটে রয়েছে । সংসার বাঁচানোর সংকট ।

কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করা হয়েছিল বিপন্ন মানুষকে মাসে ন্যূনতম সাড়ে সাত হাজার টাকার প্যাকেজ দেওয়ার জন্য । কিন্তু কেন্দ্রীয় সরকার বাস্তবত কিছুই করেনি এই পরিবারগুলির জন্য । ন্যূনতম দুই হাজার টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে প্যাকেজ দেওয়ার দাবি সর্বদলীয় সভায় জানিয়েছিল বামফ্রন্ট এবং কংগ্রেস । লকডাউনের এই সংকট পর্বে পূর্ব ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী অসংগঠিত শ্রমিকদের জন্য 'প্রচেষ্টা' প্রকল্প চালু করেছিলেন । কিন্তু সেই ঘোষিত প্রকল্প হঠাৎ বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের দুই বিরোধী নেতা ।

কলকাতা, 27 এপ্রিল : রাজ্য সরকারের ঘোষিত 'প্রচেষ্টা' প্রকল্প স্থগিত কেন? জানতে চাইলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । বিপদে অসহায় মানুষ । পকেটে পয়সা নেই । অসহায় মানুষকে বিপদে ফেলা হল বলে মন্তব্য করলেন তিনি । নির্বিকার সরকার, দরিদ্র মানুষকে নিয়ে ছেলে খেলা করছে । বামফ্রন্টের পক্ষ থেকে দাবি জানিয়ে সুজন চক্রবর্তী টুইট করেন, মাসিক ন্যূনতম দুই হাজার টাকা, সহজ সরল পদ্ধতিতে অনলাইনে দরখাস্ত, প্রত্যেক বিপন্ন মানুষকেই সহায়তা করতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের ধান্দায় মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য তাঁর ।

শনিবার মুখ্যমন্ত্রীকে সুজন চক্রবর্তী এবং আবদুল মান্নান যৌথভাবে চিঠি দিয়ে দাবি জানিয়েছিলেন দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য । সেই চিঠিতে তাঁরা আরও জানান, এক মাসের বেশি হয়ে গেল রাজ্যে গরিব মানুষ এবং শ্রমিকদের কাজ বন্ধ । মানুষের হাতে পয়সা নেই । ওষুধ-সহ জিনিসের দাম ঊর্ধ্বমুখী । বাজার খোলা অথচ জরুরি এবং প্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ নেই মানুষের । ক্ষেতমজুর, দিনমজুর, অসংগঠিত শ্রমিক, অস্থায়ী, চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারী, সাধারণ প্রাইভেট টিউটর, ছোটো দোকান, ব্যবসা ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত মানুষ সংকটে রয়েছে । সংসার বাঁচানোর সংকট ।

কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করা হয়েছিল বিপন্ন মানুষকে মাসে ন্যূনতম সাড়ে সাত হাজার টাকার প্যাকেজ দেওয়ার জন্য । কিন্তু কেন্দ্রীয় সরকার বাস্তবত কিছুই করেনি এই পরিবারগুলির জন্য । ন্যূনতম দুই হাজার টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে প্যাকেজ দেওয়ার দাবি সর্বদলীয় সভায় জানিয়েছিল বামফ্রন্ট এবং কংগ্রেস । লকডাউনের এই সংকট পর্বে পূর্ব ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী অসংগঠিত শ্রমিকদের জন্য 'প্রচেষ্টা' প্রকল্প চালু করেছিলেন । কিন্তু সেই ঘোষিত প্রকল্প হঠাৎ বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের দুই বিরোধী নেতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.