ETV Bharat / state

Elevator Breaks Down: শহরে ভয়াবহ দুর্ঘটনা ! তিনতলা থেকে ছিঁড়ে পড়ল লিফট, মৃত 1

রহিম খান পার্ক স্ট্রিটের ওম টাওয়ারে লিফট অপারেটর ৷ বুধবার লিফট মেরামতির কাজ চলছিল ৷ নীচে দাঁড়িয়ে তিনি সেই কাজের তদারকি করছিলেন ৷ আচমকাই আস্ত লিফটটা এসে পড়ল তাঁর উপর !

Elevator Accident in Park Street
পার্কস্ট্রিটে লিফট বিপর্যয়
author img

By

Published : Apr 12, 2023, 1:20 PM IST

Updated : Apr 12, 2023, 2:29 PM IST

তিনতলা থেকে লিফটের তার ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লিফট অপারেটরের

কলকাতা, 12 এপ্রিল: মেরামতির সময় লিফট ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির ৷ বুধবার দুপুর 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট এলাকার ওম টাওয়ারে ৷ স্বভাবতই এতে আতঙ্ক ছড়িয়েছে পার্ক স্ট্রিট অঞ্চলে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রহিম খান নীচ থেকে তিন তলার লিফট দেখছিলেন ৷ সেই সময় তার ছিঁড়ে আস্ত লিফটটি তার উপর পড়ে যায় ৷

পুলিশ সূত্রে খবর, মৃত রহিম খান একবালপুর থানা এলাকার বাসিন্দা ৷ তিনি পার্কস্ট্রিট ওম টাওয়ারের লিফট দেখাশোনার কাজ করতেন ৷ আজ দুপুর বারোটা নাগাদ লিফটের মেরামতির কাজ চলছিল এবং গোটা বিষয়ের তদারকির দায়িত্বে ছিলেন লিফট অপারেটর রহিম ৷ তিন তলায় লিফট সারানোর কাজ চলছিল ৷ তখন রহিম খান নীচ থেকে দাঁড়িয়ে সেই মেরামতি ঠিকঠাক হচ্ছে কি না, সেদিকে নজর রাখছিলেন ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা লিফটের তার ছিঁড়ে যায় এবং সজোরে লিফটি একেবারে তিন তলা থেকে রহিম খানের দেহের উপর এসে পড়ে ৷ ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় পার্কস্ট্রিট থানার পুলিশ ৷ তারপর শেক্সপিয়র থানার পুলিশও আসে ৷ পাশাপাশি আসে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

লিফট কেটে দেহ উদ্ধারের কাজ শুরু করেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা ৷ বেশ খানিকক্ষণ বাদে আসে সাফল্য । সূত্রের খবর, ওম টাওয়ারের মালিকের নাম ওম রাজগড়িয়া ৷ তাঁর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে চেয়েছে, বিল্ডিংয়ে লিফট মেরামতির কাজ চলার বিষয়টি তিনি জানতেন কি না ৷ এছাড়া, যদি লিফট মেরামতির কাজ হওয়ার কথা থাকে এবং তিনি তা আগে থেকে জানতেন ৷ তাহলে কোনও সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছিল কি ?

ওই বিল্ডিংয়ে যাতায়াতকারী একাধিক ব্যক্তির অভিযোগ, সংশ্লিষ্ট বিল্ডিংয়ে কোনও লিফট ম্যানেজমেন্ট এবং মেরামতির কাজ করা হয় না ৷ রক্ষণাবেক্ষণের অভাব সর্বত্র ৷ গাফিলতি ঠিক কার, তা ইতিমধ্যে শেক্সপিয়র সরণি থানার পুলিশ তদন্ত করে দেখছে ৷ ওই টাওয়ারে এর আগেও লিফট বন্ধ হয়ে গিয়েছে ৷ মানুষ বহুক্ষণ লিফটের মধ্যে আটকে থেকেছে, এমন ঘটনার নজিরও রয়েছে ৷ এখন লিফট মেরামতির সময় কোনও রকম সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন শেক্সপিয়র সরণি থানার পুলিশ ৷

আরও পড়ুন: টিনের চালায় ভেঙে পড়ল গাছ, প্রাণ গেল সাতজনের

তিনতলা থেকে লিফটের তার ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লিফট অপারেটরের

কলকাতা, 12 এপ্রিল: মেরামতির সময় লিফট ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির ৷ বুধবার দুপুর 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট এলাকার ওম টাওয়ারে ৷ স্বভাবতই এতে আতঙ্ক ছড়িয়েছে পার্ক স্ট্রিট অঞ্চলে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রহিম খান নীচ থেকে তিন তলার লিফট দেখছিলেন ৷ সেই সময় তার ছিঁড়ে আস্ত লিফটটি তার উপর পড়ে যায় ৷

পুলিশ সূত্রে খবর, মৃত রহিম খান একবালপুর থানা এলাকার বাসিন্দা ৷ তিনি পার্কস্ট্রিট ওম টাওয়ারের লিফট দেখাশোনার কাজ করতেন ৷ আজ দুপুর বারোটা নাগাদ লিফটের মেরামতির কাজ চলছিল এবং গোটা বিষয়ের তদারকির দায়িত্বে ছিলেন লিফট অপারেটর রহিম ৷ তিন তলায় লিফট সারানোর কাজ চলছিল ৷ তখন রহিম খান নীচ থেকে দাঁড়িয়ে সেই মেরামতি ঠিকঠাক হচ্ছে কি না, সেদিকে নজর রাখছিলেন ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা লিফটের তার ছিঁড়ে যায় এবং সজোরে লিফটি একেবারে তিন তলা থেকে রহিম খানের দেহের উপর এসে পড়ে ৷ ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় পার্কস্ট্রিট থানার পুলিশ ৷ তারপর শেক্সপিয়র থানার পুলিশও আসে ৷ পাশাপাশি আসে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

লিফট কেটে দেহ উদ্ধারের কাজ শুরু করেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা ৷ বেশ খানিকক্ষণ বাদে আসে সাফল্য । সূত্রের খবর, ওম টাওয়ারের মালিকের নাম ওম রাজগড়িয়া ৷ তাঁর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে চেয়েছে, বিল্ডিংয়ে লিফট মেরামতির কাজ চলার বিষয়টি তিনি জানতেন কি না ৷ এছাড়া, যদি লিফট মেরামতির কাজ হওয়ার কথা থাকে এবং তিনি তা আগে থেকে জানতেন ৷ তাহলে কোনও সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছিল কি ?

ওই বিল্ডিংয়ে যাতায়াতকারী একাধিক ব্যক্তির অভিযোগ, সংশ্লিষ্ট বিল্ডিংয়ে কোনও লিফট ম্যানেজমেন্ট এবং মেরামতির কাজ করা হয় না ৷ রক্ষণাবেক্ষণের অভাব সর্বত্র ৷ গাফিলতি ঠিক কার, তা ইতিমধ্যে শেক্সপিয়র সরণি থানার পুলিশ তদন্ত করে দেখছে ৷ ওই টাওয়ারে এর আগেও লিফট বন্ধ হয়ে গিয়েছে ৷ মানুষ বহুক্ষণ লিফটের মধ্যে আটকে থেকেছে, এমন ঘটনার নজিরও রয়েছে ৷ এখন লিফট মেরামতির সময় কোনও রকম সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন শেক্সপিয়র সরণি থানার পুলিশ ৷

আরও পড়ুন: টিনের চালায় ভেঙে পড়ল গাছ, প্রাণ গেল সাতজনের

Last Updated : Apr 12, 2023, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.