ETV Bharat / state

Hastings Accident : হেস্টিংসে দুই ট্রাকের সংঘর্ষে মৃত্য়ু এক চালকের, রাস্তা অবরোধ - one killed as two trucks collided in Hastings

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্য়ু হল এক ট্রাক চালকের (Hastings Accident) ৷ ঘটনাটি হেস্টিংস এলাকার ৷ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন ৷

Hastings Accident
হেস্টিংসে দুর্ঘটনা
author img

By

Published : Mar 31, 2022, 7:33 AM IST

Updated : Mar 31, 2022, 8:14 AM IST

কলকাতা, 31 মার্চ : দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল এক চালকের ৷ বুধবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে হেস্টিংস মোড়ে (Hastings Track Accident)। মৃতের নাম পিন্টু কুমার ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এলাকায় । রাস্তা অবরোধ করেন স্থানীয়রা । পরে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয় । ঘটনায় ওই দুটি ট্রাক আটক করেছে হেস্টিংস থানার পুলিশ ।

স্থানীয় সূ্ত্রে খবর, ওই এলাকায় রাতের পর থেকে দ্রুতগামী ট্রাকের দৌরাত্ম্য় শুরু হয়। এর আগেও বেপরোয়া গাড়ির গতির বলি হয়েছিল অনেকে । আর এবার বলি হলেন খোদ একজন ট্রাক চালক । এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশকে বার বার অভিযোগ করলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । কলকাতা থেকে অন্য়ান্য় রাজ্য এবং কলকাতা বন্দর এলাকায় ট্রাকের যাতায়াতের রাস্তা এই হেস্টিংস এলাকা । প্রায় রাত হলেই বড় বড় ট্রাক ব্যাপক গতিতে যাতায়াত করে । এদিন এই দুটি ট্রাক দু'দিক থেকে আসছিল বলে জানান বাসিন্দারা । গাড়ির গতি বেশি থাকার ফলে হেস্টিংস মোড়ের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান এলাকার বাসিন্দারা । পড়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের আধিকারিকরা ।

আরও পড়ুন : Nadia Accident : কৃষ্ণনগরে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক 6

পরে খবর পেয়ে আসে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরাও । গ্যাস ক্যাটার দিয়ে ট্রাক কেটে ওই চালককে বাইরে বার করে আনা হয় । পিন্টু কুমার নামে ওই ট্রাক চালককে এএসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে জানানো হয় ৷ এরপর ঘটনাস্থল থেকে ট্রাক দুটিকে সরিয়ে থানায় নিয়ে যাওয়া হয় । এই ঘটনার পর এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করেন । পরে পুলিশ রাস্তা অবরোধ তুলে দেয়। ঘটনায় এলাকার সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে তদন্ত করছে পুলিশ ।

কলকাতা, 31 মার্চ : দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল এক চালকের ৷ বুধবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে হেস্টিংস মোড়ে (Hastings Track Accident)। মৃতের নাম পিন্টু কুমার ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এলাকায় । রাস্তা অবরোধ করেন স্থানীয়রা । পরে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয় । ঘটনায় ওই দুটি ট্রাক আটক করেছে হেস্টিংস থানার পুলিশ ।

স্থানীয় সূ্ত্রে খবর, ওই এলাকায় রাতের পর থেকে দ্রুতগামী ট্রাকের দৌরাত্ম্য় শুরু হয়। এর আগেও বেপরোয়া গাড়ির গতির বলি হয়েছিল অনেকে । আর এবার বলি হলেন খোদ একজন ট্রাক চালক । এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশকে বার বার অভিযোগ করলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । কলকাতা থেকে অন্য়ান্য় রাজ্য এবং কলকাতা বন্দর এলাকায় ট্রাকের যাতায়াতের রাস্তা এই হেস্টিংস এলাকা । প্রায় রাত হলেই বড় বড় ট্রাক ব্যাপক গতিতে যাতায়াত করে । এদিন এই দুটি ট্রাক দু'দিক থেকে আসছিল বলে জানান বাসিন্দারা । গাড়ির গতি বেশি থাকার ফলে হেস্টিংস মোড়ের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান এলাকার বাসিন্দারা । পড়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের আধিকারিকরা ।

আরও পড়ুন : Nadia Accident : কৃষ্ণনগরে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক 6

পরে খবর পেয়ে আসে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরাও । গ্যাস ক্যাটার দিয়ে ট্রাক কেটে ওই চালককে বাইরে বার করে আনা হয় । পিন্টু কুমার নামে ওই ট্রাক চালককে এএসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে জানানো হয় ৷ এরপর ঘটনাস্থল থেকে ট্রাক দুটিকে সরিয়ে থানায় নিয়ে যাওয়া হয় । এই ঘটনার পর এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করেন । পরে পুলিশ রাস্তা অবরোধ তুলে দেয়। ঘটনায় এলাকার সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে তদন্ত করছে পুলিশ ।

Last Updated : Mar 31, 2022, 8:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.