ETV Bharat / state

সীমান্তে 60 লাখ টাকার সোনাসহ গ্রেপ্তার 1 - লকডাউন

সোনা পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক। উদ্ধার প্রায় 60 লাখ টাকার সোনা।

Image
Gold smuggler arrested
author img

By

Published : Jun 5, 2020, 11:50 PM IST

কলকাতা, 5 জুন: সীমান্তে ফের সক্রিয় সোনা পাচার চক্র । লকডাউনের মাঝে সেভাবে সোনা উদ্ধার হয়নি সীমান্ত থেকে। আনলক পর্ব শুরু হতেই ফের সক্রিয় হয়ে উঠল পাচারকারীরা। তবে বর্ডার সিকিউরিটি ফোর্সের তৎপরতায় উদ্ধার হল প্রায় 60 লাখ টাকার সোনা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।


সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, ঘটনাটি আজ সকাল আটটা নাগাদ ঘটে। উত্তর 24 পরগনার হাকিমপুর বর্ডার আউট পোস্টের কাছে স্পেশাল চেকিং চালায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । আর সেই সময় সন্দেহভাজন গতিবিধি দেখতে পাওয়া যায় একজনের। হাকিমপুর বাজার থেকে এক যুবক মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। বর্ডার আউট পোস্টে কাছে তাকে আটকায় BSF। তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে 1 কেজি 285 গ্রাম সোনা। দুটি সোনার বার এবং বিস্কুট উদ্ধার হয়। যার বাজার দর 59 লাখ 63 হাজার 299 টাকা। এর পরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, ধৃতের নাম সাবির মন্ডল। বয়স 33 বছর। সে হাকিমপুর বাজার এলাকার বাসিন্দা।



সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা মোটামুটি নিশ্চিত ওই সোনা বাংলাদেশ থেকে পাচার হয়ে এদেশে এসেছে। আসলে বিদেশী সোনা বাংলাদেশ থেকে এদেশে ঢোকার রেকর্ড রয়েছে অনেক। ওই সোনা বিভিন্ন হ্যান্ডলারের মাধ্যমে পৌঁছে যেত কলকাতায়। ধৃতকে কাস্টমসের হাতে তুলে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স।

কলকাতা, 5 জুন: সীমান্তে ফের সক্রিয় সোনা পাচার চক্র । লকডাউনের মাঝে সেভাবে সোনা উদ্ধার হয়নি সীমান্ত থেকে। আনলক পর্ব শুরু হতেই ফের সক্রিয় হয়ে উঠল পাচারকারীরা। তবে বর্ডার সিকিউরিটি ফোর্সের তৎপরতায় উদ্ধার হল প্রায় 60 লাখ টাকার সোনা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।


সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, ঘটনাটি আজ সকাল আটটা নাগাদ ঘটে। উত্তর 24 পরগনার হাকিমপুর বর্ডার আউট পোস্টের কাছে স্পেশাল চেকিং চালায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । আর সেই সময় সন্দেহভাজন গতিবিধি দেখতে পাওয়া যায় একজনের। হাকিমপুর বাজার থেকে এক যুবক মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। বর্ডার আউট পোস্টে কাছে তাকে আটকায় BSF। তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে 1 কেজি 285 গ্রাম সোনা। দুটি সোনার বার এবং বিস্কুট উদ্ধার হয়। যার বাজার দর 59 লাখ 63 হাজার 299 টাকা। এর পরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, ধৃতের নাম সাবির মন্ডল। বয়স 33 বছর। সে হাকিমপুর বাজার এলাকার বাসিন্দা।



সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা মোটামুটি নিশ্চিত ওই সোনা বাংলাদেশ থেকে পাচার হয়ে এদেশে এসেছে। আসলে বিদেশী সোনা বাংলাদেশ থেকে এদেশে ঢোকার রেকর্ড রয়েছে অনেক। ওই সোনা বিভিন্ন হ্যান্ডলারের মাধ্যমে পৌঁছে যেত কলকাতায়। ধৃতকে কাস্টমসের হাতে তুলে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.