কলকাতা, 10 অক্টোবর: শহরে ডেঙ্গির প্রকোপ ফের কাড়ল প্রাণ । ডেঙ্গিতে মৃত্যু হল সিদ্ধার্থ বালা (২৫) নামে যুবকের। দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ডে উত্তর বাদরা এলাকার বাসিন্দা তিনি ৷ 9 তারিখ থেকে বেলঘাটা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই যুবক ৷ সেখানেই আজ সকালে মৃত্যু হয়েছে ওই যুবকের ৷ সংশ্লিষ্ট হাসপাতালের পক্ষ থেকে ডেঙ্গির কারণে মৃত্যু হয়েছে বলে জানানো হয় মৃতের পরিবারকে ৷
পরিবার সূত্রে খবর, চলতি মাসের 5 তারিখ দমদম পৌরসভার হাসপাতালে রক্তের নমুনা পরীক্ষায় ডেঙ্গি ও টাইফয়েডর জীবাণু ধরা পড়েছিল ওই যুবকের শরীরে ৷ হাসপাতালের পক্ষ থেকে তাকে ভরতি হওয়ার পরামর্শ দেওয়া হলেও, তা না মেনেই বাড়ি ফিরে আসেন সে ৷ তবে কয়েকদিনে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে 9 তারিখ ভোরবেলা দমদম পৌরসভার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবারের লোকজন ৷ হাসপাতালের পক্ষ থেকে বন্ডে সাইন করে তবে ভরতি হওয়ার কথাও বলা হয়েছিল ৷ হাসপাতালের পরামর্শ না মেনেই ওই রোগীকে নিয়ে বেলঘাটা হাসপাতালে নিয়ে যায় রোগীর পরিবার ৷ সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওই যুবক ৷ আজ সকালে মৃত্যু হয়েছে তাঁর ৷ ডেঙ্গির কারণেই ওই যুবকের মৃত্যু নিশ্চিত করেছে বেলেঘাটা হাসপাতাল কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন: ফের শহরে প্রাণ কাড়ল ডেঙ্গি, 125 নম্বর ওয়ার্ডে মৃত্যু 63 বছরের প্রৌঢ়ের
ঘটনা প্রসঙ্গেই দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট জানান, সিদ্ধার্থ বালা নাম ওই যুবকের অনেকদিন ধরে জ্বর ছিল ৷ তা অবহেলা করাতেই এই পরিণতি ৷ তবে ডেঙ্গি রোধে পৌরসভার কর্মীরা অত্যন্ত সচেতন হয়ে কাজ করেন ৷ সারাবছরই পৌর কর্মীরা এলাকা পরিষ্কার রাখেন ৷ আজ ফের এক নম্বর ওয়ার্ডে ভালো করে পরিষ্কার করা হবে ৷ ডেঙ্গি রোধে ব্লিচিং পাউডার ছড়ানো হবে ৷ পাশাপাশি পৌরকর্মীরা বাড়ি বাড়ি যাবেন ৷ কোনও নাগরিক জ্বরে আক্রান্ত কি না সেই রিপোর্ট তৈরি করবেন ৷