ETV Bharat / state

বিধানসভার মার্শালের আবাসনে কোরোনা আক্রান্তের হদিস

author img

By

Published : Apr 22, 2020, 8:20 AM IST

বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের আবাসনে কোরোনায় আক্রান্ত এক ব্যক্তি । গতকালই তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । যদিও, নিয়মিত বিধানসভার কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন দেবব্রতবাবু ।

আবাসন
আবাসন

কলকাতা, 22 এপ্রিল : বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের আবাসনে কোরোনায় আক্রান্ত একজন । গতকাল হেস্টিংসের আবাসনে ওই কোরোনা আক্রান্তের হদিস মেলে । তাঁকে RG কর হাসপাতালে ভরতি করা হয়েছে । আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর । আবাসনের ওই ব্লকটি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে ।

পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ওই ব্যক্তি কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন । ছিল কোরোনার উপসর্গও । গতকাল স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে থার্মাল গানে তাপমাত্রা মাপেন । সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় RG কর মেডিকেল কলেজে । সেখানেই তাঁর সোয়াব নমুনার রিপোর্ট পরীক্ষা হয় । বিকেলে রিপোর্ট পজ়িটিভ আসে । কীভাবে তিনি কোরোনায় সংক্রমিত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে । এদিকে, তাঁর রিপোর্ট পজ়িটিভ আসা মাত্রই তাঁর পরিবারের বাকি তিনজনকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ।

কোরোনা আক্রান্ত ব্যক্তির আবাসনেরই অন্য ব্লকে থাকেন বিধানসভার মার্শাল । এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত তিনি । তবে, নিয়মিত বিধানসভার কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন । এদিকে, আজ সকাল থেকে আবাসনের সর্বত্র জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । স্বাস্থ্য দপ্তরের কর্মীরা রয়েছেন আবাসনটিতে । নজরে রাখা হচ্ছে প্রত্যেক আবাসিকের উপর ।

কলকাতা, 22 এপ্রিল : বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের আবাসনে কোরোনায় আক্রান্ত একজন । গতকাল হেস্টিংসের আবাসনে ওই কোরোনা আক্রান্তের হদিস মেলে । তাঁকে RG কর হাসপাতালে ভরতি করা হয়েছে । আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর । আবাসনের ওই ব্লকটি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে ।

পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ওই ব্যক্তি কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন । ছিল কোরোনার উপসর্গও । গতকাল স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে থার্মাল গানে তাপমাত্রা মাপেন । সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় RG কর মেডিকেল কলেজে । সেখানেই তাঁর সোয়াব নমুনার রিপোর্ট পরীক্ষা হয় । বিকেলে রিপোর্ট পজ়িটিভ আসে । কীভাবে তিনি কোরোনায় সংক্রমিত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে । এদিকে, তাঁর রিপোর্ট পজ়িটিভ আসা মাত্রই তাঁর পরিবারের বাকি তিনজনকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ।

কোরোনা আক্রান্ত ব্যক্তির আবাসনেরই অন্য ব্লকে থাকেন বিধানসভার মার্শাল । এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত তিনি । তবে, নিয়মিত বিধানসভার কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন । এদিকে, আজ সকাল থেকে আবাসনের সর্বত্র জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । স্বাস্থ্য দপ্তরের কর্মীরা রয়েছেন আবাসনটিতে । নজরে রাখা হচ্ছে প্রত্যেক আবাসিকের উপর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.