ETV Bharat / state

হেস্টিংসে 6 কোটি টাকার চরস বাজেয়াপ্ত - চরস উদ্ধার

শেখ সোহেল নামে ওই যুবক হেস্টিংস থানার কাছে কোনও এক ব্যক্তিকে চরস সরবরাহ করতে এসেছিল ।

lalbazar-
lalbazar-
author img

By

Published : Jun 30, 2021, 9:37 PM IST

Updated : Jun 30, 2021, 10:35 PM IST

কলকাতা, 30 জুন : প্রায় 6 কোটি টাকা মূল্যের চরস সহ গ্রেফতার এক যুবক । হেস্টিংস থানা এলাকা থেকে ওই যুবককে হাতেনাতে পাকড়াও করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতের নাম, শেখ সোহেল । বাড়ি একবালপুর থানা এলাকায় ।

গোপন সূত্রে গোয়েন্দারা জানতে পারেন, হেস্টিংসে এক যুবক কোটি টাকার চরস নিয়ে আসবে । খবর পেয়ে সাদা পোশাকে হাজির হয় কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের গোয়েন্দারা । এরপর ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ৷ এই ঘটনায় শহরের মাদক সরবরাহকারী গ্যাং নিজের জাল বিস্তার করেছে বলে অনুমান গোয়েন্দাদের ।

আরও পড়ুন : Kolkata Municipal : কলকাতা পৌরসভার কমিশনারের সই জাল করে চাকরির আবেদন, ধৃত তিন

জানা গিয়েছে, শেখ সোহেল নামে ওই যুবক হেস্টিংস থানার কাছে কোনও এক ব্যক্তিকে চরস সরবরাহ করতে এসেছিল । কিন্তু কোটি কোটি টাকা মূল্যের চরস ওই ব্যক্তির কাছে পৌঁছানোর আগেই সোহেলকে কবজা করতে সক্ষম হন গোয়েন্দারা ৷ ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের গোয়েন্দারা ।

কলকাতা, 30 জুন : প্রায় 6 কোটি টাকা মূল্যের চরস সহ গ্রেফতার এক যুবক । হেস্টিংস থানা এলাকা থেকে ওই যুবককে হাতেনাতে পাকড়াও করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতের নাম, শেখ সোহেল । বাড়ি একবালপুর থানা এলাকায় ।

গোপন সূত্রে গোয়েন্দারা জানতে পারেন, হেস্টিংসে এক যুবক কোটি টাকার চরস নিয়ে আসবে । খবর পেয়ে সাদা পোশাকে হাজির হয় কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের গোয়েন্দারা । এরপর ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ৷ এই ঘটনায় শহরের মাদক সরবরাহকারী গ্যাং নিজের জাল বিস্তার করেছে বলে অনুমান গোয়েন্দাদের ।

আরও পড়ুন : Kolkata Municipal : কলকাতা পৌরসভার কমিশনারের সই জাল করে চাকরির আবেদন, ধৃত তিন

জানা গিয়েছে, শেখ সোহেল নামে ওই যুবক হেস্টিংস থানার কাছে কোনও এক ব্যক্তিকে চরস সরবরাহ করতে এসেছিল । কিন্তু কোটি কোটি টাকা মূল্যের চরস ওই ব্যক্তির কাছে পৌঁছানোর আগেই সোহেলকে কবজা করতে সক্ষম হন গোয়েন্দারা ৷ ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের গোয়েন্দারা ।

Last Updated : Jun 30, 2021, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.