কলকাতা, 28 এপ্রিল : হাওড়া পর প্রকাশ্যে এল কলকাতার ঘটনা । কলকাতাতেও লকডাউন না মানা ব্যক্তির হাতে নিগৃহীত হতে হল পুলিশকে । ঘটনা বেহালার ব্রাহ্মসমাজ রোড এলাকার । ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
মাথায় নেই হেলমেট । বাইকের পিছনেও একজন বসে ৷ এভাবেই অকারণে রবীন্দ্র নগরের বাসিন্দা রাজু নাথ ঘোরাঘুরি করছিলেন রাস্তায় । বিদ্যাসাগর হাসপাতালের পাশে ব্রাহ্মসমাজ রোড এবং দ্বারিক মুখার্জী রোড ক্রসিংয়ের কাছে পুলিশ তাঁদের আটকায় । প্রশ্ন করা হয়, কেন তারা লোকজনের মাঝে হেলমেট না পরে রাস্তায় বেরিয়েছেন । তখন রাজু ও তাঁর সঙ্গী যুবক তর্ক জুড়ে দেয় । দাবি করতে থাকে হেলমেট শুধুমাত্র মেইন রোডে পড়ার জন্য । গলিতে বাইক চালাতে হেলমেট লাগে না ।
এরপর পুলিশ তাঁদের কাছে গাড়ির কাগজ দেখতে চায় । তখন সেখানে ডিউটিতে ছিলেন সাব-ইনস্পেক্টর সুমিত ভট্টাচার্য এবং সিভিক ভলান্টিয়র কিরণ ঘোষ । দুজনেই পর্ণশ্রী থানায় কর্মরত । রাজু বাইকের কাগজ না দেখিয়ে তাঁদের গালিগালাজ শুরু করে । অভিযোগ, ওই দুই পুলিশ কর্মীকে মারধরও করে তাঁরা ৷ আহত দুই পুলিশ কর্মীকে বিদ্যাসাগর হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁরা বর্তমানে সেখানেই চিকিৎসারত । পুলিশ সূত্রে খবর, এরপর 39 বছরের রাজুকে গ্রেপ্তার করা হয় । লালবাজার জানিয়েছে , এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না ।