কলকাতা, 30 জুন : লার্নার গাড়ির ধাক্কায় যোধপুর পার্কে মৃত্যু বৃদ্ধের) । নাম গোপীনাথ দাস । শিক্ষার্থী গাড়িচালককে আটক করা হয়েছে । আটক করা হয়েছে গাড়িটিকেও । এমনকী গাড়িটিতে লার্নারের "L" চিহ্ন ছিল না বলেও অভিযোগ উঠেছে ।
আজ যোধপুর পার্কে গাড়ি চালানো অভ্যাস করছিল অভিযুক্ত ব্যক্তি । অভিযোগ, গলির ভিতর প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি । ফলে গাড়ির ওপর কোনও নিয়ন্ত্রণ ছিল না তাঁর । সেই সময়, 212 নম্বর যোধপুর পার্কের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গোপীনাথবাবুকে গাড়িটি ধাক্কা মারে ।
রহিম ওস্তাগার লেনের বাসিন্দা ছিলেন গোপীনাথ দাস । সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে । চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় ।
ঘটনাস্থানে আসে লেক থানার পুলিশ । আটক করা হয় ঘাতক গাড়িটিকে । অভিযোগ, গাড়িটিতে লার্নারের কোনও চিহ্ন লাগানো ছিল না ।