ETV Bharat / state

চরম সংকটে অ্যাপ ক্যাব চালকরা, হেলদোল নেই সরকারের

author img

By

Published : Apr 28, 2020, 7:02 PM IST

Updated : Apr 28, 2020, 9:01 PM IST

লকডাউনের জেরে বন্ধ গণপরিবহণ । বন্ধ ট্যাক্সি ও অ্যাপ ক্যাব পরিষেবা । ফলে চূড়ান্ত আর্থিক অসুবিধার মধ্যে অ্যাপ ক্যাব চালকরা । প্রায় 25000 অ্যাপ ক্যাব চালক রয়েছেন কলকাতায় ।

ola and uber drivers are in problem due to lockdown in kolkata
চরম সঙ্কটে অ্যাপ ক্যাব চালকেরা, হেলদোল নেই সরকারের

কলকাতা, 28 এপ্রিল : লকডাউনের জেরে চরম আর্থিক অনটনের মধ্যে পড়েছেন অ্যাপ ক্যাব চালক ও মালিকরা । প্রশাসনের কাছে আর্থিক সহায়তার আর্জি জানিয়ে চিঠি দিয়েও কোনও লাভ হয়নি ৷ জানাল অ্যাপ ক্যাব সংগঠনগুলি ।

লকডাউনের জেরে বন্ধ গণপরিবহণ । বন্ধ ট্যাক্সি ও অ্যাপ ক্যাব পরিষেবা । ফলে চূড়ান্ত আর্থিক অসুবিধার মধ্যে পড়েছে অ্যাপ ক্যাব চালকরা । প্রায় 25000 অ্যাপ ক্যাব চালক রয়েছেন কলকাতায় । ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরদের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দোপাধ্যায় ৷ তিনি বলেন , " এই ব্যবসার সঙ্গে হাজার হাজার মানুষ ও তাঁদের পরিবার জড়িত । লকডাউনের ফলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে রয়েছে । আজ দীর্ঘ দেড় মাসের উপর আমাদের আয় বন্ধ । কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তাও এখন বলা যাচ্ছে না । আমার অবস্থা অত্যন্ত শোচনীয় । এই অবস্থা চলতে থাকলে কী ভাবে সংসার চালাব জানি না । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে সাহায্যের আবেদন করে চিঠি পাঠানো হয়েছে । "

তিনি আরও বলেন, একদিকে অনাহারের জ্বালা ৷ অন্যদিকে, গাড়ির EMI বাবদ একটা বিরাট অঙ্কের অর্থ ব্যয় । নানা খাতে যেমন CF, Road Tax, অন্যান্য Tax ও Permit এসব মিলিয়ে প্রতিমাসে ক্যাব মালিকদের একটা বিপুল টাকা খরচ হয় । আগামী দিনগুলিতেও যে ব্যবসার হল ফিরবে তেমনটা নয় । এক অ্যাপ ক্যাব চালক শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন , " দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় বাড়িতে বসে রয়েছি ৷ সংগঠনের তরফে রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হলেও কোনওরকম আশ্বাস পাওয়া যায়নি ৷ আমার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে ৷ আমি পরিবারকে ভালো করে খাবার জোগান দিতে পর্যন্ত পারছি না ৷ ভীষণ অসহায় পরিস্থিতির মধ্যে সকলের দিন কাটছে ৷ মৃত্যু না হলেও কর্মহীন অবস্থায় না খেতে পেয়ে হয়তো আমরা মরে যাব । "

অন্য এক অ্যাপ ক্যাব চালক পার্থ সেন বলেন , " আমরা সবাই দিন আনা দিন খাওয়া কর্মী । লকডাউনের ফলে আমি ও আমার পরিবার চূড়ান্ত আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি । আমার পরিবারে 6 জন সদস্য । তাদের যে কীভাবে প্রত্যেক দিনের খাবার, ওষুধ পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস জোগান দিচ্ছি ৷ সে শুধু আমিই জানি । খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি আমরা । প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে । আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে হাতজোড় করে আবেদন করছি ৷ তাঁরা যেন আমাদের কিছু সাহায্য করেন । আমাদের বাঁচান । "

অন্যদিকে অ্যাপ ক্যাব চালকদের সহায়তা করতে উবারের তরফে একটি তহবিল গড়া হয়েছিল । এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বেশকিছু সংস্থা অর্থদান করেছিল । এই তহবিলের মাধ্যমে কিছু সংখ্যক চালকদের সাহায্য করা হয় । তবে ইন্দ্রনীলবাবু বলেন, বড়জোর 5 শতাংশ চালকদের সাহায্য করা হলেও বাকিরা এই তহবিল থেকে কোনও সাহায্যই পাননি । CITU অনুমোদিত কলকাতায় ওলা, উবের অ্যাপ ক্যাব অপারেটর ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ ৷ তিনি বলেন , " বর্তমানে লকডাউনের ফলে রাস্তায় গাড়ি চলাচল করছে না । এই সময় যদি কারো কোনওরকম জরুরি প্রয়োজন হয় ৷ তাহলে যাতে গাড়ির অভাবে তাঁদের অসুবিধায় পড়তে না হয় তাই সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে । সেজন্য 300 টি গাড়ি প্রস্তুত রাখা রয়েছে । খবর পেলেই আমরা পৌঁছে যাব । ফলে আমাদের যে হাজার হাজার চালকরা বসে রয়েছে তাঁরা কিছুটা হলেও অর্থ উপার্জন করবে । "

কলকাতা, 28 এপ্রিল : লকডাউনের জেরে চরম আর্থিক অনটনের মধ্যে পড়েছেন অ্যাপ ক্যাব চালক ও মালিকরা । প্রশাসনের কাছে আর্থিক সহায়তার আর্জি জানিয়ে চিঠি দিয়েও কোনও লাভ হয়নি ৷ জানাল অ্যাপ ক্যাব সংগঠনগুলি ।

লকডাউনের জেরে বন্ধ গণপরিবহণ । বন্ধ ট্যাক্সি ও অ্যাপ ক্যাব পরিষেবা । ফলে চূড়ান্ত আর্থিক অসুবিধার মধ্যে পড়েছে অ্যাপ ক্যাব চালকরা । প্রায় 25000 অ্যাপ ক্যাব চালক রয়েছেন কলকাতায় । ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরদের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দোপাধ্যায় ৷ তিনি বলেন , " এই ব্যবসার সঙ্গে হাজার হাজার মানুষ ও তাঁদের পরিবার জড়িত । লকডাউনের ফলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে রয়েছে । আজ দীর্ঘ দেড় মাসের উপর আমাদের আয় বন্ধ । কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তাও এখন বলা যাচ্ছে না । আমার অবস্থা অত্যন্ত শোচনীয় । এই অবস্থা চলতে থাকলে কী ভাবে সংসার চালাব জানি না । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে সাহায্যের আবেদন করে চিঠি পাঠানো হয়েছে । "

তিনি আরও বলেন, একদিকে অনাহারের জ্বালা ৷ অন্যদিকে, গাড়ির EMI বাবদ একটা বিরাট অঙ্কের অর্থ ব্যয় । নানা খাতে যেমন CF, Road Tax, অন্যান্য Tax ও Permit এসব মিলিয়ে প্রতিমাসে ক্যাব মালিকদের একটা বিপুল টাকা খরচ হয় । আগামী দিনগুলিতেও যে ব্যবসার হল ফিরবে তেমনটা নয় । এক অ্যাপ ক্যাব চালক শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন , " দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় বাড়িতে বসে রয়েছি ৷ সংগঠনের তরফে রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হলেও কোনওরকম আশ্বাস পাওয়া যায়নি ৷ আমার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে ৷ আমি পরিবারকে ভালো করে খাবার জোগান দিতে পর্যন্ত পারছি না ৷ ভীষণ অসহায় পরিস্থিতির মধ্যে সকলের দিন কাটছে ৷ মৃত্যু না হলেও কর্মহীন অবস্থায় না খেতে পেয়ে হয়তো আমরা মরে যাব । "

অন্য এক অ্যাপ ক্যাব চালক পার্থ সেন বলেন , " আমরা সবাই দিন আনা দিন খাওয়া কর্মী । লকডাউনের ফলে আমি ও আমার পরিবার চূড়ান্ত আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি । আমার পরিবারে 6 জন সদস্য । তাদের যে কীভাবে প্রত্যেক দিনের খাবার, ওষুধ পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস জোগান দিচ্ছি ৷ সে শুধু আমিই জানি । খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি আমরা । প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে । আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে হাতজোড় করে আবেদন করছি ৷ তাঁরা যেন আমাদের কিছু সাহায্য করেন । আমাদের বাঁচান । "

অন্যদিকে অ্যাপ ক্যাব চালকদের সহায়তা করতে উবারের তরফে একটি তহবিল গড়া হয়েছিল । এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বেশকিছু সংস্থা অর্থদান করেছিল । এই তহবিলের মাধ্যমে কিছু সংখ্যক চালকদের সাহায্য করা হয় । তবে ইন্দ্রনীলবাবু বলেন, বড়জোর 5 শতাংশ চালকদের সাহায্য করা হলেও বাকিরা এই তহবিল থেকে কোনও সাহায্যই পাননি । CITU অনুমোদিত কলকাতায় ওলা, উবের অ্যাপ ক্যাব অপারেটর ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ ৷ তিনি বলেন , " বর্তমানে লকডাউনের ফলে রাস্তায় গাড়ি চলাচল করছে না । এই সময় যদি কারো কোনওরকম জরুরি প্রয়োজন হয় ৷ তাহলে যাতে গাড়ির অভাবে তাঁদের অসুবিধায় পড়তে না হয় তাই সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে । সেজন্য 300 টি গাড়ি প্রস্তুত রাখা রয়েছে । খবর পেলেই আমরা পৌঁছে যাব । ফলে আমাদের যে হাজার হাজার চালকরা বসে রয়েছে তাঁরা কিছুটা হলেও অর্থ উপার্জন করবে । "

Last Updated : Apr 28, 2020, 9:01 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.