ETV Bharat / state

Nusrat-Yash : হাতে হাত রেখে কলকাতা পৌরনিগমে যশরত; নিলেন করোনার টিকা - নুসরত জাহান

কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, তাঁরা দুজনেই টিকার প্রথম ডোজ় নিতে গিয়েছিলেন ৷ নুসরত এতদিন সন্তানসম্ভবা ছিলেন ৷ তাই করোনার টিকা নিতে পারেননি । সদ্য পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ এরপরেই আজ পৌরনিগমের সদর দফতরে এসে টিকা নিলেন । যশও সেইসঙ্গে টিকা নিয়েছেন ৷

কলকাতা পৌরনিগমের দফতরে যশরত
কলকাতা পৌরনিগমের দফতরে যশরত
author img

By

Published : Sep 11, 2021, 6:08 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : ঘড়িতে তখন 3টে বেজে 26 মিনিট ৷ সাদা গাড়ি থেকে নেমে এলেন নুসরত ৷ সঙ্গে যশ ৷ দু‘জনে একসঙ্গে ঢুকে গেলেন কলকাতা পৌরনিগমের সদর দফতরে ৷ পৌরনিগমের মেয়র গেট দিয়ে উপরে উঠে আসেন দু‘জনে ৷ নুসরতের হাত পরম যত্নে ধরে ছিলেন যশ । প্রথমে তাঁরা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরীর ঘরে ঢুকে যায় । সেখানে বেশ কিছুক্ষণ কথা বলেন ৷ এরপর ফিরহাদ হাকিমের সঙ্গেও দেখা করেন তাঁরা ৷ উল্লেখ্য, এদিন নুসরত ও যশ দুজনেই একসঙ্গে করোনার প্রথম ডোজ়ের টিকা নেয় ।

এদিকে, যশরতের এভাবে কলকাতা পৌরনিগমে যাওয়ার কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ করোনা টিকা নেওয়ার পাশাপাশি শোনা যাচ্ছে, সদ্যোজাতের জন্মের শংসাপত্রের বিষয়ে তাঁরা কলকাতা পৌরনিগমে গিয়েছিলেন ৷ আবার শোনা যাচ্ছে, জন্মের শংসাপত্রে শুধুমাত্র মায়ের নাম রাখতে চাইছেন নুসরত ৷ তাই তিনি এদিন পৌরনিগমের সদর দফতরে যান ৷

যদিও, কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, তাঁরা দুজনেই টিকার প্রথম ডোজ় নিতে গিয়েছিলেন ৷ নুসরত এতদিন সন্তানসম্ভবা ছিলেন ৷ তাই করোনার টিকা নিতে পারেননি । সদ্য পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ এরপরেই আজ পৌরনিগমের সদর দফতরে এসে টিকা নিলেন । এদিকে, কয়েকদিনের মধ্যে যশ বিদেশ যাবেন ৷ সেক্ষেত্রে 84 দিন আগেই দ্বিতীয় ডোজ় নেওয়া যাবে কি না সেই বিষয়েও তিনি স্বাস্থ্যবিভাগের আধিকারিকদের জিজ্ঞেস করেন ৷ স্বাস্থ্য আধিকারিকরার জানিয়ে দেন 84 দিন হলেই টিকার দ্বিতীয় ডোজ় নেওয়া যাবে ৷ যেহেতু বিদেশে যাবেন, সেক্ষেত্রে 28 দিনেই তিনি টিকা নিতে পারবেন ৷ সেক্ষেত্রে কী প্রক্রিয়া রয়েছে, সেগুলিও যশকেও জানিয়ে দেওয়া হয় ৷ এরপর তাঁরা ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন । সেখানে কলকাতা পৌরসভার নুসরতের ফ্ল্যাটে সমস্যা নিয়ে কথা বলেন ৷ যশও বাড়ির পানীয় জল সরবরাহ সমস্যার বিষয়ে জানান ৷ এরপর 4টে 15 মিনিট নাগাদ দু'জনে একসঙ্গে বেরিয়ে যান ৷

আরও পড়ুন,Nusrat Jahan : যে বাবা, সে জানে সে-ই বাবা; স্পষ্ট নুসরত

কিছুদিন আগেই মা হয়েছেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান ৷ পুত্রসন্তানের নাম রেখেছেন ঈশান ৷ নিখিলের সঙ্গে বিচ্ছেদ ও সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন অভিনেত্রী ৷ সন্তানের বাবা কে, এমন প্রশ্ন বারবার উঠেছে ৷ আজও উঠছে ৷ কারণ সন্তানের বাবা কে, সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানাননি নুসরত ৷ তবে তাঁর সঙ্গে সবসময় যশের উপস্থিতি চোখে পড়ার মতো ৷ সম্প্রতি, একটা অনুষ্ঠানে এসে তিনি জানান, সন্তানের বাবাই জানে, বাবা কে ৷ স্পষ্টভাবে এই নিয়ে মুখ খোলেননি কেউই ৷

কলকাতা, 9 সেপ্টেম্বর : ঘড়িতে তখন 3টে বেজে 26 মিনিট ৷ সাদা গাড়ি থেকে নেমে এলেন নুসরত ৷ সঙ্গে যশ ৷ দু‘জনে একসঙ্গে ঢুকে গেলেন কলকাতা পৌরনিগমের সদর দফতরে ৷ পৌরনিগমের মেয়র গেট দিয়ে উপরে উঠে আসেন দু‘জনে ৷ নুসরতের হাত পরম যত্নে ধরে ছিলেন যশ । প্রথমে তাঁরা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরীর ঘরে ঢুকে যায় । সেখানে বেশ কিছুক্ষণ কথা বলেন ৷ এরপর ফিরহাদ হাকিমের সঙ্গেও দেখা করেন তাঁরা ৷ উল্লেখ্য, এদিন নুসরত ও যশ দুজনেই একসঙ্গে করোনার প্রথম ডোজ়ের টিকা নেয় ।

এদিকে, যশরতের এভাবে কলকাতা পৌরনিগমে যাওয়ার কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ করোনা টিকা নেওয়ার পাশাপাশি শোনা যাচ্ছে, সদ্যোজাতের জন্মের শংসাপত্রের বিষয়ে তাঁরা কলকাতা পৌরনিগমে গিয়েছিলেন ৷ আবার শোনা যাচ্ছে, জন্মের শংসাপত্রে শুধুমাত্র মায়ের নাম রাখতে চাইছেন নুসরত ৷ তাই তিনি এদিন পৌরনিগমের সদর দফতরে যান ৷

যদিও, কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, তাঁরা দুজনেই টিকার প্রথম ডোজ় নিতে গিয়েছিলেন ৷ নুসরত এতদিন সন্তানসম্ভবা ছিলেন ৷ তাই করোনার টিকা নিতে পারেননি । সদ্য পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ এরপরেই আজ পৌরনিগমের সদর দফতরে এসে টিকা নিলেন । এদিকে, কয়েকদিনের মধ্যে যশ বিদেশ যাবেন ৷ সেক্ষেত্রে 84 দিন আগেই দ্বিতীয় ডোজ় নেওয়া যাবে কি না সেই বিষয়েও তিনি স্বাস্থ্যবিভাগের আধিকারিকদের জিজ্ঞেস করেন ৷ স্বাস্থ্য আধিকারিকরার জানিয়ে দেন 84 দিন হলেই টিকার দ্বিতীয় ডোজ় নেওয়া যাবে ৷ যেহেতু বিদেশে যাবেন, সেক্ষেত্রে 28 দিনেই তিনি টিকা নিতে পারবেন ৷ সেক্ষেত্রে কী প্রক্রিয়া রয়েছে, সেগুলিও যশকেও জানিয়ে দেওয়া হয় ৷ এরপর তাঁরা ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন । সেখানে কলকাতা পৌরসভার নুসরতের ফ্ল্যাটে সমস্যা নিয়ে কথা বলেন ৷ যশও বাড়ির পানীয় জল সরবরাহ সমস্যার বিষয়ে জানান ৷ এরপর 4টে 15 মিনিট নাগাদ দু'জনে একসঙ্গে বেরিয়ে যান ৷

আরও পড়ুন,Nusrat Jahan : যে বাবা, সে জানে সে-ই বাবা; স্পষ্ট নুসরত

কিছুদিন আগেই মা হয়েছেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান ৷ পুত্রসন্তানের নাম রেখেছেন ঈশান ৷ নিখিলের সঙ্গে বিচ্ছেদ ও সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন অভিনেত্রী ৷ সন্তানের বাবা কে, এমন প্রশ্ন বারবার উঠেছে ৷ আজও উঠছে ৷ কারণ সন্তানের বাবা কে, সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানাননি নুসরত ৷ তবে তাঁর সঙ্গে সবসময় যশের উপস্থিতি চোখে পড়ার মতো ৷ সম্প্রতি, একটা অনুষ্ঠানে এসে তিনি জানান, সন্তানের বাবাই জানে, বাবা কে ৷ স্পষ্টভাবে এই নিয়ে মুখ খোলেননি কেউই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.