কলকাতা, 3 সেপ্টেম্বর : আগামী সোমবার অর্থাৎ 6 সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে চলেছে মেট্রো রেলের সংখ্যা । আজ এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ । 240টি মেট্রোর পরিবর্তে চালানো হবে 246টি ট্রেন ৷ যার মধ্যে 123টি আপ এবং 123টি ডাউন ট্রেন । সোমবার থেকেই এই সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে ৷ দিনের ব্যস্ত সময় দু‘টি গাড়ির মধ্যে ব্যবধান থাকবে পাঁচ মিনিটের । কোভিড পরিস্থিতির জন্য বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হয়েছে ৷ ফলে বাড়ছে মেট্রোর সংখ্যাও ৷
মেট্রো সূত্রে জানা গিয়েছে, 166টি ট্রেন (83টি আপ এবং 83টি ডাউন) চলবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে । দিনের এবং সন্ধ্যার ব্যস্ত সময় টেন চলবে পাঁচ মিনিট অন্তর । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7:30টায় । দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7:30টায় । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম ট্রেন ছাড়বে 7:30-এ । আবার দমদম থেকে কবি সুভাষ যাবার দিনের প্রথম মেট্রো ছাড়বে একই সময়ে ৷
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ ট্রেন এতদিন রাত 8:48 মিনিটে ছাড়ত ৷ সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ রাত 9:18 মিনিটে ছাড়বে শেষ মেট্রো । তবে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষে ট্রেন রাত সাড়ে নটার পরিবর্তে নটায় ছাড়বে ৷ অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেন নটার পরিবর্তে সাড়ে নটায় ছাড়বে । শনিবার সারাদিনে চলবে মোট 178টি মেট্রো (89টি আপ ও 89টি ডাউন ) । সেদিন শুধুমাত্র মেনটেনেন্স স্পেশাল সার্ভিস চলবে ৷ ফলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই পরিষেবা গ্রহণ করতে পারবেন । সকাল আটটা থেকে টানা রাত্রি 9:18 পর্যন্ত ট্রেন চলবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত । সকাল আটটা থেকে টানা রাত্রি 9:30টা পর্যন্ত ট্রেন চলবে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত । সকাল আটটা থেকে টানা রাত্রি 9.18 পর্যন্ত ট্রেন চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ।
আরও পড়ুন : Covid Vaccination : রাজ্যে শুরু হল গর্ভবতী এবং 12 বছরের নিচের বাচ্চার মায়েদের ভ্যাকসিনেশন
রবিবার সারাদিনে চলবে মোট 126টি মেট্রো (58টি আপ ও 58টি ডাউন )। তবে এদিনও শুধুমাত্র মেনটেনেন্স স্পেশাল সার্ভিস চলবে বলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই পরিষেবা গ্রহণ করতে পারবেন । ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচির ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি ।